নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় যেখানে যেমন, তেমনি হতে চাই...

রোহান খান

আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।

রোহান খান › বিস্তারিত পোস্টঃ

দেখি আপনারা হা করেন কিনা। ১৮ + হবে। জানাবেন.... ;) ;)

০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

আজকাল কার কিছু কিছু মেয়ে মানুষ ভালো না। এদের মুখের কথার কোন দাম নেই। আজ আমার এক বড় ভাই এর কাছ থেকে এমন কথা শুনলাম যে আমার আর বুজতে বাকি নেই যে সমাজটা এখন কথায় গিয়েছে। আমাদের মেয়েরা কোথায় গিয়েছে, কি করছে।কারও নিজের বউ তার সামির সাথে এমন করতে পারে বলে আমার গা শিউরে উঠছে। বুজতে পারছিনা লিখব কিনা বা লিখাটা ঠিক হবে কিনা ? তবে যদি আপনাদের সারা পাই লিখব। আপনারাই বলুন লিখব কিনা? যদি হা বলেন তাহলে ডিটেল করে লিখব, সময় লাগবে। একদম বাড়ির খোজ খবর নিয়ে শিউর হয়ে লিখব। কেউ বিয়ে করার পর এসব করে। ছি: । এসব জানাজানি হলে রোমানার সামির মত এই দাদার জিবন দিতে হ্য়। সেম রোমানা...সেম...এ এক আরেক রোমানার কাহিনি যা আমি শোনার পর বুজলাম রোমানার সামিরা কেন রোমানাদের খুন করে বা করতে চায়......।দেখি আপনারা হা করেন কিনা। ১৮ + হবে। জানাবেন....

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

ইমরাজ কবির মুন বলেছেন:
ও।
আমিতো ভাবসিলাম এমন কিছু ১টা লিখে ফেলসেন যেটা পড়ে পাঠকের মুখ হা হৈসে কিনা সেটা জানতে চান ||

১০ ই জুন, ২০১৩ রাত ১:২৬

রোহান খান বলেছেন: ভাল বলেছেন....।
মুখ হা আমার হৈসে....মানুষ এতটা খারাপ হতে পারে বলে আমার জানা ছিল না...।

২| ০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আমিতো ভাবসিলাম এমন কিছু ১টা লিখে ফেলসেন যেটা পড়ে পাঠকের মুখ হা হৈসে কিনা সেটা জানতে চান ||



আমিও এটাই ভাইবা ঢুকলাম।

৩| ০৯ ই জুন, ২০১৩ রাত ৮:০২

পাগলা মফিজ বলেছেন: সমস্যা নাই!!! শুরু করেন...Good Luck... #:-S

১০ ই জুন, ২০১৩ রাত ১:২৮

রোহান খান বলেছেন: ওকে দাদা ...।

৪| ০৯ ই জুন, ২০১৩ রাত ৮:২১

মুক্তকণ্ঠ বলেছেন: ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আমিতো ভাবসিলাম এমন কিছু ১টা লিখে ফেলসেন যেটা পড়ে পাঠকের মুখ হা হৈসে কিনা সেটা জানতে চান ||



আমিও এটাই ভাইবা ঢুকলাম।

১০ ই জুন, ২০১৩ রাত ১:২৪

রোহান খান বলেছেন: মোটামটি আপনাদের হতাস হতে হবেনা। আজ হতে লেখা শুরু করেছি। কাল তক পে্য়ে যাবেন।এটা মজা না.... জিবন থেকে নে্য়া.....।

৫| ১০ ই জুন, ২০১৩ রাত ১:৪৯

নীল জানালা বলেছেন: আপ্নে লেখেন কুনু সমস্যা নাইক্কা। তবে তার আগে হা আর হ্যাঁ এর মইধ্যে ফারাকটা কারু কাস থেইকা বুইঝা নিয়েন।

১০ ই জুন, ২০১৩ সকাল ১০:২৬

রোহান খান বলেছেন: কিউরিসিটি !!! ... হা ঠিক আছে -"ণিল জানালা"

৬| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩৫

মাহতাব সমুদ্র বলেছেন: এখনো লিখেন নাই??

১০ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

রোহান খান বলেছেন: লিখছি দাদা ...।শেষ হয়নাই এখোনো...।

১১ ই জুন, ২০১৩ রাত ১:২৫

রোহান খান বলেছেন: part -1 --- Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.