![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।
ভাই এইডা পরতে আইউন না....দেখবেন মাথাডা ঘুইরা ফ্রিরি উষ্টা খাইবেন। জলদি ব্যাক মারেন...
ব্রিটেনের প্রিন্স উইলিয়ামের দেহে 'ভারতীয় জিনের' অস্তিত্বের প্রমাণ পাওয়ার পর বিজ্ঞানীরা এখন তাঁর স্বজনের খোঁজে ভারতে আছেন। গত শুক্রবার উইলিয়ামের ডিএনএ পরীক্ষার ফলাফল প্রকাশ করেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীরা এখন ভারতের গুজরাট রাজ্যের সুরাটে উইলিয়ামের দূর সম্পর্কের আত্মীয়দের খোঁজে নেমেছেন। ব্রিটিশ সিংহাসনের ভবিষ্যৎ উত্তরাধিকার হিসেবে বাবা প্রিন্স চার্লসের পরেই আছেন উইলিয়াম। ফলে এই প্রথমবারের মতো রক্তে ভারতীয় ধারা নিয়ে কেউ ব্রিটেনের রাজা হতে চলেছেন।
বিজ্ঞানীদের পরীক্ষায় প্রমাণিত হয়েছে, উইলিয়ামের নানির নানির নানির নানি ছিলেন আধা ভারতীয় বংশোদ্ভূত এলিজা কেওয়ার্ক। গুজরাটের সুরাটে প্রিন্স উইলিয়ামের দাদার দাদার দাদার দাদা স্কটিশ ব্যবসায়ী থিওডর ফোর্বসের গৃহপরিচারিকা ছিলেন এলিজা। ১৭৯০ সালে জন্ম নেওয়া এলিজা ইস্ট ইন্ডিয়া কম্পানির শাসনামলে ভারতে বসবাস করতেন। বংশ-পদবি কেওয়ার্ক দেখে বিজ্ঞানীরা ধারণা করছেন, এলিজার দেহে আর্মেনীয় রক্ত প্রবাহিত। ১৮১২ সালে ফোর্বসের ঔরসে এলিজার গর্ভে জন্ম নেন ক্যাথরিন স্কট ফোর্বস। ক্যাথরিন ছয় বছরে পা দিলে ফোর্বস তাঁকে ইংল্যান্ডে পাঠিয়ে দেন। ক্যাথরিনের মেয়ের কূলের বংশধর উইলিয়ামের মা প্রিন্সেস ডায়না। ফলে বিজ্ঞানীরা মনে করছেন, উইলিয়ামের রক্তে কিছুটা ভারতীয় প্রভাব রয়েছে।
কি বিশ্বাস হইল না...। তো নিচের লিংক এ গুতাদেন...কামে আইবো...। আমি তয় এহন গেলাম...।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া। কালের কন্ঠ
Click This Link
১৮ ই জুন, ২০১৩ দুপুর ১:২১
রোহান খান বলেছেন: ভাইসাব একটু দুরে গিয়া____
২| ১৭ ই জুন, ২০১৩ সকাল ১১:২৯
এস বাসার বলেছেন: ডায়ানা ম্যাডামের সাথে কোন ভারতীয় পুরুষের প্রেমের ফল এই উইলিয়াম না তো?
১৮ ই জুন, ২০১৩ দুপুর ১:২০
রোহান খান বলেছেন: জাতিয় চিন্তার বিষয়। সাহারা খাতুকে দায়িত্ব দিতে চাই, কি বলেন।
৩| ১৭ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৩
মাক্স বলেছেন: জাতীয় গুরুত্বপূর্ণ নিউজখানা ঝান্তে পারিয়া আনন্দিত হলুম!
১৮ ই জুন, ২০১৩ দুপুর ১:২০
রোহান খান বলেছেন: "মাক্স বলেছেন: জাতীয় গুরুত্বপূর্ণ নিউজখানা ঝান্তে পারিয়া আনন্দিত হলুম!"
আপনি পারেনও ভাই...।
৪| ১৭ ই জুন, ২০১৩ রাত ১০:২৬
দুরন্ত-পথিক বলেছেন: এদের কোন কাম নাই যে, এই জন্য ফালতু ইস্যু নিয়া মাতামাতি।
১৮ ই জুন, ২০১৩ দুপুর ১:১৯
রোহান খান বলেছেন: হতেও পারে..।
৫| ১৭ ই জুন, ২০১৩ রাত ১০:৩১
অপূর্ণ রায়হান বলেছেন:
১৮ ই জুন, ২০১৩ দুপুর ১:১৯
রোহান খান বলেছেন: হুম...গেছেন ..।
৬| ১৮ ই জুন, ২০১৩ সকাল ৭:১৬
মোতাব্বির কাগু বলেছেন: বন্ড সিরিজ কই??
কবে থেকে খাড়া কইরা বইসা আছি.।.।.।
মানে কান খাড়া আরকি!!!!!!!
১৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৬
রোহান খান বলেছেন: হাহাহহা.কান খারা রাখা ভাল..... দেখুন ঐটা একটু বাকি আছে, আমি বলেছিলাম পারসনালি ওটার খোজ খবর নিতে হবে...। লিখছি....আবার আসল ঘটনা থেকে অনেক কিছুই সেন্সর করতে হচ্ছে। খুব তারা তারিই পাবেন।
৭| ১৮ ই জুন, ২০১৩ দুপুর ১:৩১
গ্রাম্যবালিকা বলেছেন: হয়েছে, উইলিয়ামের নানির নানির নানির নানি ছিলেন আধা ভারতীয় বংশোদ্ভূত এলিজা কেওয়ার্ক। গুজরাটের সুরাটে প্রিন্স উইলিয়ামের দাদার দাদার দাদার দাদা স্কটিশ ব্যবসায়ী থিওডর ফোর্বসের গৃহপরিচারিকা ছিলেন এলিজা
এই লাইন পৈরা আমার মাথাই চক্কর দিতাছে, রাজপুতের না জানি কি কঠিন অবস্থা
৮| ১৮ ই জুন, ২০১৩ দুপুর ২:০৮
রোহান খান বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১৩ সকাল ১১:২১
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: