নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় যেখানে যেমন, তেমনি হতে চাই...

রোহান খান

আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।

রোহান খান › বিস্তারিত পোস্টঃ

অপছন্দ ছিল তোমার - ?

১৮ ই জুন, ২০১৩ দুপুর ২:৪২

এটা শুধু বাড়বেই, বড় থেকে আরও বড় হবে

প্রয়োজনে আমার মৃত্যুও যদি থাকে অবধারিত

থামবে না, না তা কখনও আমি থামাবো না

যত অবদি থাকে এ দেহে প্রান -



সবখানে রব রব হবে একথা

বলবো আমি আর তা দিয়ে আমাকেই আমি রাঙাবো

হার মানব না - নিথর দেহ চাও

যদি তুমি জয় নাও-



হয় জয় তোমার একার

অথবা আমাদের নিয়ে তোমার আমার সবার

উচিৎ ছিল চারদেয়ালে বন্ধি রাখার

তা অপছন্দ ছিল তোমার-



খুলেছ আমাকে প্রাকবিন্দ করে

তুলে নিয়েছ হাতিয়ার

কি আশায় নিশ্চিত তুমি

আমি কি করব না তোমার বিচার-



এখন কেন ও চোখে ভয়

দেখতে কি পাওনি আমি এক অকুতভয়

জানোতো তুমি বেশ ভাল করেই

থামাতে তো এখনো পারো আমায়



তোমাকেই আসতেই হবে তোমায় নিয়ে উৎসব আমার

তাতেই এ শব্দ বরন করবে চার দেয়ালে বন্ধত্ব....

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৩ দুপুর ২:৪৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আপনি কি সেই রৌহান খান, যার কাছে ব্লগের কারো কবিতায় ভাল্লাগে না, বিরক্তিকর ঠেকে?

২| ১৮ ই জুন, ২০১৩ দুপুর ২:৫৪

রোহান খান বলেছেন: কথাটা বুজতে পারলাম না...আর আমি কবিতা খুবই পছন্দ করি..ভাল না লাগার কথাই আসে না.

৩| ১৮ ই জুন, ২০১৩ দুপুর ২:৫৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আমি বলছিলাম এই জন আপনি কিনা?
http://www.somewhereinblog.net/blog/roihan

৪| ১৮ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৩

রোহান খান বলেছেন: না ভাই...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.