নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় যেখানে যেমন, তেমনি হতে চাই...

রোহান খান

আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।

রোহান খান › বিস্তারিত পোস্টঃ

এই কলি যুগের ফেতনা থেকে আমাদের দুরে রাখুক..।..আমিন..।

২৩ শে জুন, ২০১৩ দুপুর ১:৫২

(এই লেখাটা সামু ব্লগের সম্মানিত কিছু ব্লগারের লেখা পড়ে লেখার জন্য বসলাম।)



জন্মের পর থেকেই আমরা আমাদের বাবা মাকে দেখে জিবন বিধান শিখে থাকি, ঠিক তেমনি ইসলামের জন্মের কথা আসলেই আরব পটভুমির কথা উল্লেখ করতে হবে। আর কি না সেখানেই যেমন দুবাই তে একই শহরে মসজিদ যে কয়টা আছে তার থেকে দেখা যায় সমান সংখক মদের বার ও আছে। এমনকি আজমান দুবাইতে ডান্সবার থেকে উচ্চতর জায়গায় লোকাল মুসলিম আরাবিদেরও মদ মাস্তিতে মত দেখা যায়। মার্সিডিস বা অডি গাড়ি বা এসব নিয়ে আর্ত অহংকারে ডুবে থাকতে দেখা যায়। এসব তো ইসলাম শাষিত দেশের অহংকার হতে পারে না। এ তো গেল বাইরের কথা এখানে প্রায় আরাবিদের ঘরে রাতের বেলা কি যে হয় তা তো আর বলার বাকি থাকে না তা সবাই জানেন।আসলে টাকার কাছে সবাই বিক্রি হয়ে গেছে। আমার তো মাঝে মাঝে মনে হয় টাকাটাই দজ্জাল হিসেবে আবির্ভুত হয়েছে। দজ্জালের সব বর্ননা এর সাথে মিলে যায়।

যাই হোক যাদের কাছ থেকে আমরা ইসলাম শিকবো তাদের কাছ থেকে এমন আশা করা যায় কিভাবে। দেখছি তো সবি ঠিক আছে শুধু গোপনে করতে হবে ব্যাস .... এই তো শিকলাম জিবনের ৭ টা বছর গাল্ফ এ থেকে...। ছোট বেলায় হাদিসের বানি তে শুনেছিলাম "৭০ টা দল থাকবে তার মধ্যে ১ - ২ টা দল ব্যাতিত সব দল ভুয়া ও মিথ্যা প্রমানিত হবে"। বুজতে পারি না কোন দলে যাবো....। শুধুই হতাশা...আল্লাহ আমাদের রহমত দান করুন আর এই কলি যুগের ফেতনা থেকে আমাদের দুরে রাখুক..।আমিন।

জন্মের পর থেকেই আমরা আমাদের বাবা মাকে দেখে জিবন বিধান শিখে থাকি, ঠিক তেমনি ইসলামের জন্মের কথা আসলেই আরব পটভুমির কথা উল্লেখ করতে হবে। আর কি না সেখানেই যেমন দুবাই তে একই শহরে মসজিদ যে কয়টা আছে তার থেকে দেখা যায় সমান সংখক মদের বার ও আছে। এমনকি আজমান দুবাইতে ডান্সবার থেকে উচ্চতর জায়গায় লোকাল মুসলিম আরাবিদেরও মদ মাস্তিতে মত দেখা যায়। মার্সিডিস বা অডি গাড়ি বা এসব নিয়ে আর্ত অহংকারে ডুবে থাকতে দেখা যায়। এসব তো ইসলাম শাষিত দেশের অহংকার হতে পারে না। এ তো গেল বাইরের কথা এখানে প্রায় আরাবিদের ঘরে রাতের বেলা কি যে হয় তা তো আর বলার বাকি থাকে না তা সবাই জানেন।আসলে টাকার কাছে সবাই বিক্রি হয়ে গেছে। আমার তো মাঝে মাঝে মনে হয় টাকাটাই দজ্জাল হিসেবে আবির্ভুত হয়েছে। দজ্জালের সব বর্ননা এর সাথে মিলে যায়।

যাই হোক যাদের কাছ থেকে আমরা ইসলাম শিকবো তাদের কাছ থেকে এমন আশা করা যায় কিভাবে। দেখছি তো সবি ঠিক আছে শুধু গোপনে করতে হবে ব্যাস .... এই তো শিকলাম জিবনের ৭ টা বছর গাল্ফ এ থেকে...। ছোট বেলায় হাদিসের বানি তে শুনেছিলাম "৭০ টা দল থাকবে তার মধ্যে ১ - ২ টা দল ব্যাতিত সব দল ভুয়া ও মিথ্যা প্রমানিত হবে"। বুজতে পারি না কোন দলে যাবো....। শুধুই হতাশা...আল্লাহ আমাদের রহমত দান করুন আর এই কলি যুগের ফেতনা থেকে আমাদের দুরে রাখুক..।আমিন।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৩ দুপুর ২:০৯

ভাইটামিন বদি বলেছেন: আমিন...

২৪ শে জুন, ২০১৩ সকাল ১১:৫২

রোহান খান বলেছেন: আমিন । আমিন

২| ২৩ শে জুন, ২০১৩ বিকাল ৩:০৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আমিন

২৪ শে জুন, ২০১৩ সকাল ১১:৫৪

রোহান খান বলেছেন: আমিন

৩| ২৩ শে জুন, ২০১৩ বিকাল ৩:১৬

সৈয়দ বলেছেন: আসলে ৭০ টা নয় বরং ৭৩ টা এবং ১টা নাজাত পাবে হাদীসটা এরূপ:
রাসুল (সা.) এর একটি হাদীস রয়েছে যে, তিনি বল্লেন:
1. قال النبي (ص) : وَتَفْتَرِقُ أُمَّتِي عَلَى ثَلَاثٍ وَسَبْعِينَ فِرْقَةً . حديث حسن .
سنن الترمذي : 4 / 134 / 2778 .
وصحّحه الحاكم المستدرك : ج 1 ص 6
2. وفي رواية : وَتَفْتَرِقُ أُمَّتِي عَلَى ثَلَاثٍ وَسَبْعِين مِلَّةً كُلُّهُمْ فِي النَّارِ إِلَّا مِلَّةً وَاحِدَةً .
سنن الترمذي : 4 / 135 / 2779 .
صححه الالباني في سلسلة الأحاديث الصحيحة ج 1 ص 358 ح 204
অনুবাদ: আর আমার উম্মতের মধ্যে ৭৩ টি ফিরকা হবে। তিরমিযি’র মতে হাদীসটি হাসান।
(সুনানু তিরমিযি, ৪র্থ খন্ড, পৃষ্ঠা: ১৩৪, হাদীস: ২৭৭৮)।
হাকেম তার আল মোস্তাদরাক গ্রন্থের ১ম খন্ড, পৃষ্ঠা: ৬ তে হাদীসটিকে সহীহ বলে উল্লেখ করেছেন।
দ্বিতীয় হাদীসর মতে: আর আমার উম্মতের মধ্যে ৭৩ টি ফিরক বা দল হবে যার সবকটি জাহান্নামে যাবে শুধুমাত্র একটি দল ব্যতীত (সে দলটি হবে জান্নাতি)।
(সুনানু তিরমিযি, ৪র্থ খন্ড, পৃষ্ঠা: ১৩৫, হাদীস: ২৭৭৯)।
অবশ্য আলবানি তার সিলসিলাতুল আহাদীস আস সাহীহা গ্রন্থের ১ম খন্ড, পৃষ্ঠা: ৩৫৭, ২০৪ নং হাদীসে এ হাদীসকে সহীহ বরে উল্লেখ করেছেন।
তাহলে জান্নাতে যে দলটি যাবে সে দলটি কোনটি? শাফেয়ি, মালেকি, হাম্বালি, হানাফি নাকি জাফারি?
আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত করুন। আমিন।

২৪ শে জুন, ২০১৩ সকাল ১১:৫২

রোহান খান বলেছেন: হুম - আমার ডাটা টা আশে পাশেই ছিল। যাই হোক জেনে ভাল হল।

৪| ২৩ শে জুন, ২০১৩ বিকাল ৩:৩৩

নিষ্‌কর্মা বলেছেন: ব্যক্তিগতভাবে আমি মনে করি, জান্নাতে যাবে তারাই যারা শুধু কুর'আন আর হাদিসের যুগোপযোগী অনুসরন করবে। এর চেয়ে সহজ ব্যাখ্যা আর হয় না। ইসলামের নিয়ম নীতি খুব সহজ এবং সাধারণের বোধগম্য করেই করা। যারা এর ব্যাখ্যার নামে বিভিন্ন কথা বলে, তারাই আসলে ইসলামের ক্ষতি করছে।

সে হেফাজত হোক আর জামাত হোক, কিংবা আর যেই হোক না কেন।

যুগোপযোগী বললাম কেন, তাও একটু বলে নেই। ইসলামের জমানায় একাধিক বিয়ে বা দাসীর সাথে সহবত অথবা বন্ধুর অল্প বয়েসি মেয়েকে বিয়ে করা গেছে। এখনকার দিনে তা করতে পারবেন না।

২৪ শে জুন, ২০১৩ সকাল ১১:৫৩

রোহান খান বলেছেন: "বন্ধুর অল্প বয়েসি মেয়েকে বিয়ে করা গেছে" এব্যাপারে আমার ধারনা নেই বললেই চলে..

৫| ২৪ শে জুন, ২০১৩ ভোর ৫:৪৭

সৈয়দ বলেছেন: ভাই নিষ্‌কর্মা এখানে হেভাজত বা জামাত নিয়ে কথা নয় বরং দল ও ফেরকা নিয়ে কথা। আর ইসলামের জমানায় একাধিক বিয়ে বা দাসীর সাথে সহবত অথবা বন্ধুর অল্প বয়েসি মেয়েকে বিয়ে করা গেছে। এখনকার দিনে তা করতে পারবেন না।
এ কথাটিও ঠিক নয়। কারণ ইসলামের আইন বদলায় না। আর যারা ইসলামি আইন বদল না করে এসেছেন তারাই জান্নাতে জাবে। যারা বদলে দিয়েছে তারাই জাহান্নামি।

২৪ শে জুন, ২০১৩ সকাল ১১:৫৪

রোহান খান বলেছেন: কি জানি ভাই . . আমার লেখার বিষয় হল এসব দোমনা থেকে নিজেকে বাচিয়ে রাখতে চাই...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.