![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।
ডায়ালগের দুনিয়াতে সবাই তো কত রকম ডায়ালগ দেয়। দেখুন তো এই ডায়ালগটা কেমন ?
নাও ডায়ালগ আবদা ডে -
"কেউ যদি তোমাকে ইট মারে তাহলে তাকে তুমি ফুল দিয়া মারো। সাথে ফুলের টবটা দিয়াও মাথার উপর বাড়ি দিও।"
আহা এহেন ডায়ালগ যিনি বানিয়েছেন তিনিনা কতই মহামানুষ আইমিন চিন্তাবিদ-উফ।
১) কাউকে প্রেম নিবেদনের পরে সে যদি থাপ্পর মারে তাহলে তুমি চুপচাপ সেটা খাও, বেয়াদবি করিবে না, তার মারার পর্ব শেষ হবার পর তাকে তুমি তোমার ঠোট দারা ষ্পর্ষ কর মাত্র কেউ দেখিবে না।
২) তার কাছে যেও না যিনি তোমাকে চিনেন না। বরং তার কাছেই যাও যিনি তোমাকে চিনিতে চেষ্টা করতে আগ্রহি, এবং টাকা ধার নাও।
৩) মরিবার চাই না আমি সুন্দর ভুবনে বলিলে তাকে যাত্রা বাড়ি থেকে মিরপুরের বাসে উঠিয়ে দাও।
৪) কবি নজরুল করেছকি একি ভুল, রাখিলানা চুল বানাইলে দাড়ি, মাথায় ভেংগে দাও হাড়ি।
৫) যে চলে যেতে চায় তাকে চলে যেতে দিতে হয় - যাবার সময় বাদবাকি পাওনা থাকলে তা ফেরত দিলে।
৬) বন্ধু বলে মিস কল মারিও তুমি বলো তাকে ১০টা মাত্র টাকা ফ্ল্যাক্সি দিও।
৭)যে বলে মাইরালারে মাইরালা - সবাই তারে ধইরে ফাইরালা রে ফাইরালা।
৮) জীবনে আর কি বাকি আছে - তাকে বল সেটাই তো দেখতাম চাই দেখি মানিব্যাগ দেখা।
৯) শশুর বাড়ি মধুর হাড়ি - কও যে একবার যদি নারী নির্যাতন কেস খাও তাইলে বুঝবে জেলের হাড়ি শশুর বাড়ি ।
১০) বাকি চাইয়া লজ্জা দিবেন না - ভাইসাব কাপর টা গায়ে দেন। কেন? - আমি এখন বাকি চাবো।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
মাক্স বলেছেন: ঞঁ