![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।
আজব এই ভালোবাসা, আজব এই মানুষ।
একজন মানুষ তার প্রেরনাকে কতটুকু ভালবাসতে পারে।
ধরুন আপনি একজন মোটামোটি ক্লাশ ৮ বা ১০ পাশ, জীবনের ৩০ টি বছর চলে গেছে, হাতে কোন পার্মানেন্ট কাজ নেই তবে ছুটা কাজ করেন। আপনার সম্পত্তি বলতে যদি কিছু থাকে তাহলে ১০ ফিট বাই ১০ ফিটের একটা কামড়া।
ভাড়াই বলতে পারেন কিন্তু যেকোন সময় তাও আপনার কপাল থেকে ছুটে যাবে। এমন একজন মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে বলাই যায় আপনার কপালে সংগি জুটানো বড়ই কঠিন কাজ।
কিন্তু এমন একজন মানুষ হয়েও জীবনের ২২ টি বছর নর্দমার মানে মেনহলের ভেতর কাটিয়ে দিয়েছে এক দম্পতি। লোকটির নাম মিগুয়েল, বয়স ৫০ ছুই ছুই করছে। কিন্তু মানুষটির হাস্যোজল চেহারাতে এটা বোঝা যায় মানুসটা সুখি তা স্পষ্ট প্রকাশ পাচ্ছে। ধন সম্পদ বলতে একটা বিছানা, একটা টেবিল ফ্যান আর একটা টিভিই, আর কিছু নাই। দিন আনেন দিন খান, বাড়ি ভাড়া দেওয়া তার দারা সম্ভব ছিল না। তাই স্থ্যায়ী আবাস গড়েন নিজের পুরোনো আবাস স্থ্যলের পাশের পার্কের সুয়ারেজের কাজে নিয়োজিত অব্যাহিত গ্যাবেজ ম্যানহল, আজ সকাল বেলায় খবরটি নজরে আসতেই শেয়ার করার লোভ সামলাতে পারলাম না। আসলে শেয়ার এর গুরুত্ব থেকেও বেশী গুরুত্ব ছিল আজকাল কার সমাজের আশু প্রেমিক প্রেমিকারদের কে দেখানো উদ্দেশ্য।
আসলেই ভালবাসাই সত্য যদি তা আরেক জনকে সত্যিকারের ভালবাসার জন্য হয়।
লিংক টা ঘুরে আসুন চোখ বিশ্ময়ে পুরবেই ।
নিজের অজান্তেই সালাম দিলাম তার সংগি কে যিনি তার জীবনকে মিগুয়েল এর জন্য উৎসর্গ করেছেন। আজ প্রমান পেলাম ভালবাসা টাকা দিয়ে কেনা যায় না।
Click This Link
১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৩
রোহান খান বলেছেন: কথাটা বোধহোয় মদনের বোধগম্য হলনা....
২| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২০
সাদা রং- বলেছেন: চিন্তা করছি এই অবস্থায় এতটা বছর কিভাবে কাটাল।
১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৯:২৮
রোহান খান বলেছেন: কাছের মানুষের কাছে থাকাটাই আসল
৩| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২১
বোকামন বলেছেন:
ভালোবাসতে জানলে, ভাল বাসার কী প্রয়োজন !!
১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৯:২৯
রোহান খান বলেছেন: বুজতে পারলাম না
৪| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২১
মর্গের লাশ বলেছেন: "ভালবাসা টাকা দিয়ে কেনা যায়না। "
অবশেষে বাংলা ছবির ডায়ালগ বাস্তবে পরিণত
১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৯:২৯
রোহান খান বলেছেন: বাস্তব সত্য
৫| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪০
কাউসার রানা বলেছেন: হুম সত্যিই আজব !
না তাদের এখানে থাকা নয় !
তাদের ভালবাসার কথা বলিছ ! বলছি ঐ নারীর কথা !
১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩০
রোহান খান বলেছেন: আমি সত্যি শুধু মাত্র নারীটার জন্যই ব্যাপারটা লিখেছি
৬| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪২
রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: আসলেই ভালবাসাই সত্য যদি তা আরেক জনকে সত্যিকারের ভালবাসার জন্য হয়।
১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩০
রোহান খান বলেছেন: এমনটা পাওয়া দুষ্কর
৭| ১৩ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
অপূর্ণ রায়হান বলেছেন: বিস্ময় !!
১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩০
রোহান খান বলেছেন: আমিও অবাক...।
৮| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৩
আরজু পনি বলেছেন:
সত্যিই স্বর্গীয় প্রেম বোধ'য় একেই বলে !
১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩১
রোহান খান বলেছেন: স্বর্গীয় প্রেম কাকে বলে তা জানিনা তবে এমন আরেকজুটি পাওয়াটা অনেক দুষ্কর
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১০
মদন বলেছেন: