![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।
আওয়ামীলীগ ও বি,এন,পি সরকারের উন্নয়নের কিছুতুলনা মুলক চিত্র।২০০১ হতে ২০০৬ সাল পর্যন্ত বি,এন,পি জামাত সরকার ও ২০০৯ হতে ২০০১৩ সাল পর্যন্ত বর্তমান আওয়ামীলীগের মাহাজোট সরকারের উন্নয়নের প্রধান প্রধান কিছু খাতের তুলনা মুলক চিত্র তুলে ধারা হলো। আশাকরি সাবই বিচার করবেন দেশ পরিচালনার জন্য কাদের দরকার।
প্রবৃদ্ধি অর্জন।
বি,এন,পি ২০০৬ = ৫.৭%
আওয়ামীলীগ ২০১৩ = ৬.৭%
মাথাপিছু গড় আয়
বি,এন,পি ২০০৬ = ৪২৭ র্মাকিন ডলার
আওয়ামীলীগ ২০১৩ = ৯১৪ র্মাকিন ডলার
সাক্ষরতার হার।
বি,এন,পি২০০৬ = ৫১.৯০%
আওয়ামীলীগ ২০১৩ = ৬৫.০৪%
রেমিটেন্স প্রবাহ।
বি,এন,পি ২০০৬ = ১৩ বিলিয়ন র্মাকিন ডলার
আওয়ামীলীগ ২০১৩ = ৪৮ বিলিয়ন র্মাকিন ডলার
দারিদ্র হার
বি,এন,পি ২০০৬ = ৪১.৫১%
আওয়ামীলীগ ২০১৩ = ২৯.০৩%
প্রসবকালীন মৃত্যুর হার।
বি,এন,পি ২০০৬ = ১লক্ষ ৩৮৫ জন।
আওয়ামীলীগ ২০১৩ = ১ লক্ষ ১৩২ জন।
কর্মসংস্থান।
বি,এন,পি ২০০৬ = ২৪ লক্ষ
আওয়ামীলীগ ২০১৩ = ৭৫ লক্ষ
বৈদেশিক বিনিয়োগ।
বি,এন,পি ২০০৬ = ১৮৭ কোটি র্মাকিন ডলার
আওয়ামীলীগ ২০১৩ = ৩৮২ কোটি র্মাকিন ডলার।
মাতৃত্বকালীন ছুটি।
বি,এন,পি ২০০৬ = ৪মাস।
আওয়ামীলীগ ২০১৩ = ৬ মাস।
ইন্টার নেট গ্রাহক সংখ্যা।
বি,এন,পি ২০০৬ = ৫৭ লক্ষ
আওয়ামীলীগ ২০১৩ = ৪ কোটি
জনশক্তি রপ্তানি।
বি,এন,পি ২০০৬ = ৯ লক্ষ ৮ হাজার
আওয়ামীলীগ ২০১৩ = ২০ লক্ষ ৪০ হাজার
শিশু মৃত্যুর হার।
বি,এন,পি ২০০৬ = ৬.১০%
আওয়ামীলীগ ২০১৩ = ৩.৯৯%
প্রত্যাশিত আয়ু।
ক্স ২০০৬ = ৫৬ বছর।
আওয়ামীলীগ২০১৩ = ৭১ বছর।
পোষাক রপ্তানিতে বিশ্বের অবস্থান।
বি,এন,পি ২০০৬ = চর্তুথ।
আওয়ামীলীগ ২০১৩ = দ্বিতীয়।
খাদ্য নিরাপত্তা পরিস্থিতি।
বি,এন,পি ২০০৬ = ৩০ লক্ষ মেট্্িরক টন খাদ্য (ঘাটতি)
আওয়ামীলীগ ২০১৩ = ২৩ লক্ষ মেট্রিক টন খাদ্য
( উদ্বৃত)
স্বাস্থ সেবা।
বি,এন,পি ২০০৬ = অসম্মতি
আওয়ামীলীগ ২০১৩ = ১৫ হাজার কমিউনিটি ক্লিনিক
প্রতিষ্টা
সর্বোচ্চ বিদ্যুত উৎপাদন ক্ষমতা।
বি,এন,পি ২০০৬ = ৩১০০ মেগাওয়াট।
আওয়ামীলীগ ২০১৩ = ৮৫২৫ মেগাওয়াট।
জ্বালানী তেলের মুল্য বৃদ্ধি গড়।
বি,এন,পি ২০০৬ = ১৩৬%
ক্স ২০১৩ = ৩৮%
সমুদ্র সীমা জয়।
বি,এন,পি ২০০৬ = নিস্ক্রিয়
আওয়ামীলীগ২০১৩ = ১১১৬৩১ বর্গ কি, মি,
শ্রমিকদের নুন্যতম মজুরি।
বি,এন,পি ২০০৬ = ১৬৬২ টাকা।
আওয়ামীলীগ ২০১৩ = ৩০০০ টাকা।
রপ্তানি আয়।
বি,এন,পি ২০০৬ = ১.০৩ বিলিয়ন র্মাকিন ডলার।
আওয়ামীলীগ ২০১৩ = ২.৪৩ বিলিয়ন র্মাকিন ডলার।
হাসপাতালের সংখ্যা।
বি,এন,পি ২০০৬ = ১৬৮৩ টি।
আওয়ামীলীগ ২০১৩ = ২৫০১ টি।
পবিত্র হজ্ব পালন।
বি,এন,পি ২০০৬ = ৪০ হাজার যাত্রী ( সার্বোচ্চ)
আওয়ামীলীগ২০১৩ = ১ লক্ষ ১০ হাজার
যাত্রী ( সর্বোচ্চ)
মোবাইল গ্রাহক সংখ্যা।
বি,এন,পি ২০০৬ = ২ কোটি ৩৬ লক্ষ ১০ হাজার।
আওয়ামীলীগ ২০১৩ = ৯ কোটি ৮৪ লক্ষ ৭০ হাজার।
জেলেদেরকে খাদ্য সহায়তা।
বি,এন,পি ২০০৬ = ৬৫০০ মেট্রিক টন।
আওয়ামীলীগ ২০১৩ = ৫৬২০০ মেট্রিক টন।
দৈনিক গ্যাস উত্তোলন।
বি,এন,পি ২০০৬ = ১৫৩১ মিলিয়ন ঘনফুট ।
আওয়ামীলীগ ২০১৩ = ২২৫০ মিলিয়ন ঘনফুট।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ
বি,এন,পি ২০০৬ = ৩.৮৮ বিলিয়ন র্মাকিন ডলার
আওয়ামীলীগ২০১৩ = ১৩.১১ বিলিয়ন র্মাকিন ডলার।
টেলিভিশন চ্যানেলের সংখ্যা।
বি,এন,পি ২০০৬ = ৭টি।
আওয়ামীলীগ ২০১৩ = ১৬ টি।
আশাকরি সাবই নিজে বিবেচনা করে দেখবেন,
কে বা কারা দেশের জন্য বা দেশের রাষ্ট্রীয় ক্ষমতার
জন্য প্রযজ্য। কারা দেশকে প্রকিৃত ভালবাসে,
কারা সত্তি কারের দেশ প্রেমিক। দেশ উন্নয়নেয় জন্য
কাদের প্রযোজন।
Click This Link
২৭ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৪১
রোহান খান বলেছেন: আশাকরি সাবই নিজে বিবেচনা করে দেখবেন,
কে বা কারা দেশের জন্য বা দেশের রাষ্ট্রীয় ক্ষমতার
জন্য প্রযজ্য।
২| ২৭ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১৫
দূর আকাশের নীল তারা বলেছেন: আওয়ামী লীগের দুনীর্তির কথাগুলো বাদ দিলেন কেন?
যেদিন হাসিনা-খালেদা-জয়-তারেক ছাড়া আওয়ামী বা বিএনপি পাব, সেদিন তুলনা করব। এর আগে নয়। এরা যতদিন থাকবে, জাতির কোন উন্নতি হবে না।
২৭ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৪১
রোহান খান বলেছেন: যেদিন হাসিনা-খালেদা-জয়-তারেক ছাড়া আওয়ামী বা বিএনপি পাব, সেদিন তুলনা করব। এর আগে নয়। এরা যতদিন থাকবে, জাতির কোন উন্নতি হবে না। """" এটা যুক্তি যুক্ত কথা বলেছেন...ভাল লাগলো।
৩| ২৭ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১৯
মহসিন৭১ বলেছেন: বিএনপি আমলে লুট হতো শত শত কোটি। লীগ আমলে হলো হাজার হাজার কোটি। এটাও বেড়েছে। খুন যখম ধর্ষন অপহরণও বেড়েছে হয়তো।
২৭ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৪৫
রোহান খান বলেছেন: দিন যায় দিন আসে আর কথা থাকে ।সে আমলে শতকোটি টাকার যেই মান ছিল তা আজ হাজার কোটির সমান। যাইহোক,আমরা কমবেশী সবাই একাজে পারদর্শী । আপনাদের কথা বলবো না তবে আমি যদি কিছু একটা হইতে পারতাম তো ৫ বছরে নিজের ব্যাংকিই খুলে ফেলতাম এমন ভাব সবার মধ্যেই আছে। শুরুটা আসলে আমাদেরি করতে হবে।আমাদের নিজেদের-ই আগে বদলাতে হবে, তবেই না দেশ বদলাবে।
৪| ২৭ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১৯
দখিনা বাতাস বলেছেন: এত কিছুর দরকার কি আছে ভাই? বছরের পর বছরের দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন আর যুবরাজের ২০১২ পর্যন্ত বাংলাদেশের শীর্ষ ধনীর তালিকায় ১০জনের মাঝে নাম- এইটা দিলেইতো সব বুঝা যায়। হারামীডা এত চুরি করা করছে যে আওয়ামীলীগের চোরেরাও গত ৪ বছরে চুরি কইরে ওর ধারে কাছে যাইতে পারেনাই।
২৭ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৫০
রোহান খান বলেছেন: চুরি তো আওয়ামি বা বিএনপি (দল) নিজে করে নাই করেছে দলগুলোর আন্ডারে কর্মরত কিছু মানুষ। এদেরকে চিন্হিত করে বের করে দিতে হবে।
৫| ২৭ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩৭
ভাল ছাত্র বলেছেন: কৃষি ক্ষেত্রে লীগের ্অবদান স্বীকার না করে উপায় নেই।
২৭ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৪৮
রোহান খান বলেছেন: স্বীকার করার দরকার নেই। দেশের জন্য ভাল কাজ করে যান তাতেই চলবে।
৬| ২৭ শে জুলাই, ২০১৩ সকাল ১১:০৬
জহির উদদীন বলেছেন: আমার কাছে তথ্য আছে আওয়ামীলীগ সামেনর নির্বাচনে উষ্ঠা খাবে......
২৭ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৩২
রোহান খান বলেছেন: ভাই কে খাবে বা না খাবে তাতে কিছু যায় আসবে না।
সিস্টেমটাকে পরিবর্তন করা উচিৎ।
কেউই এইদেশে দুবারের বেশী প্রধানমন্ত্রী হতে পারবে না।
মানে যদি একই দলও নির্বাচনে জিতে যায় তবুও একজন মানুষ হিসেবে দুবারের বেশী নির্বাচিত হতে পারবে না। সে হিসেবে দলের অন্য কেউ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবে। তবে ভাবার বিষয় এই যে নতুনজন আবার পুরান জনের জন্য নাচের পুতুল না হয়।
৭| ২৭ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৩৬
মেদভেদ বলেছেন: এত সোনা ঝরলে তত্বাবধায়ক ব্যবস্থা দিতে এত ভয় কেন????
২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১২
রোহান খান বলেছেন: আমার যতদুর মনে হয় শেষ পর্যন্ত নিবে। সারা দেশের মানুষ চায় এব্যাবস্থ্যা আবার আসুক, মানুষ চাইবে আর তা হইবে না তা হবে না। কিন্তু আমাকে একটা কথা বলুন তো। তত্বাবধায়ক আমলের তো ৩ টা নির্বাচন দেখলাম, কিন্তু তার একটারো রেজাল্ট কি আমারা ঠিক বলে মানতে পেরেছিলাম? শান্ত থাকুন।
৮| ২৭ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৪৩
মেদভেদ বলেছেন: লেভেল প্লেয়িং ফিল্ডে আসুন, দেখাযাবে কার ঘটে কত কর্পূর আছে !!
২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১৫
রোহান খান বলেছেন: এইখানেই তো আমরা ভুল করি। নিজেরা নিজেরা মারামারি করি। সেই যে ইলুমিনাতিরা লাগিয়ে দিয়ে গেছে আর আমরা আজও লড়ে চলেছি। নিজেদের ধংষ করছি। মিলে মিশে কিছু কি করতে আমরা কি আসলেই পারি না?
৯| ২৭ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৪৭
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: এভাবে তথ্য উপস্থাপন উদ্দেশ্য প্রণোদিত। তথ্য যেভাবে উপস্থাপন করেছেন তা থেকে এই দুই দলের পার্থক্য করা যায় না। কোন দল ক্ষমতা গ্রহণের পূর্বে কি ছিল এবং শেষে কি ছিল তার পার্থক্য অথবা হ্রাস/বৃদ্ধির শতকরা হার থেকে এই দুই দলের উন্নয়নের হ্রাস/বৃদ্ধির পার্থক্য করা যেত।
যেমন : প্রবৃদ্ধি
বি,এন,পি ২০০১ - ২০০৬ = ক % - খ% , হ্রাস/বৃদ্ধি গ%
আওয়ামীলীগ ২০০৮ - ২০১৩ = ক % - খ% , হ্রাস/বৃদ্ধি গ%
২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০৫
রোহান খান বলেছেন: আপনার বক্তব্যটা সংগ্রহে রাখলাম, ভবিষ্যতে কাজে লাগাবো। আপনাদের উপদেশ অবশ্য কাম্য। ধন্যবাদ ভাই।
১০| ২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০০
শফিক১৯৪৮ বলেছেন: পুরা বানোয়াট চাপা! আম্লীঘে লুটপাট চুরি ডাকাতি খুন রাহাজানী গুম ছিনতাই সব ওয়ার্লড রেকর্ড। ১০০ বছরে কোন দল এত চুরি করতে পারবেনা। এক তৌ এ চৌ যা মারসে তা দিয়ে ৪ টা পদ্মা সেতু হয়. এত উন্নতি করে থাকলে সমান ময়দানে আসেন তত্বাবধায়ক দিয়ে আসেন, পনদে সাহস থাকলে!
২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০৭
রোহান খান বলেছেন: "এক তৌ এ চৌ যা মারসে তা দিয়ে ৪ টা পদ্মা সেতু হয়" আমি শুধু যুগের হিসাব করবো না। হিসাবটা সামরিক শাশনের শুরু থেকে ধরলে আজ পযন্ত বাংলাদেশ ১০ টা পদ্মা সেতু করতে পারত। কাকে বাদ দিব। এই দুটো দলই তো ছিল এই ২৩ টা বছর। তার পরেও আমরা আজ কোথায়?
১১| ২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৬
ভিটামিন সি বলেছেন: আবালীয় পোষ্ট। সব তথ্য উপাত্তের সাথে বৈশ্বয়িক অর্থনীতি জড়িত থাকে। শুধু আওয়ামী আসলে উন্নয়ের প্রবাহ আসে, বিএনপি আসলে প্রবাহ কমে এটা কেবল মাথা খারাপ, পাগলদের ধারণা। এইসব তথ্য উপস্থাপনের আগে দেখতে হবে পূর্বের সরকার কোথায় রেখে গিয়েছিলো এবং তখন বিশ্ব পরিস্থিতি তথা টাকার মান, জীবন যাপনের মান কেমন ছিলো।
কাজীর গরু কিতাবে থাকে, বাস্তবে থাকে না। থাকলে আর ৪/৫ টা যোগাযোগ মন্ত্রী থাকলেও তাদের জুতা খাওয়া মন্ত্রী শাহজাহান রাস্তায় এক্সিডেন্ট করতো না, আর আজকের পত্রিকায় যে দেখলাম এক এমপি মারা গেছে এইটাও মারা যেতো না। যোগাযোগ মন্ত্রী তো দেশে এখন অনেক (ওয়াবায়েদুর রহমান, মুজিবুল হক, পদ্মাখোর আবুল (সাবেক), কালাবিলাই (সাবেক), ৪৮ ঘন্টা চাহেরা খাতুন, ইনু চোরা, জুতা খাওয়া শাহজাহান, রাজি উদ্দীন রাজু -- সবাই যোগাযোগ মন্ত্রী। এতো যোগাযোগ মন্ত্রী থাকার পরও দেশের যোগাযোগ ব্যবস্থা এমন কেন?
২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০০
রোহান খান বলেছেন: আপনার কমেন্টের আধা উত্তর আমার ৩ নং কমেন্টের রিপ্লাইতে দেয়া আছে। টাকার মান আর জীবন জাপনের মানের হিসেবে আমিও একি কথাই বলেছি যা আপনার আগেই। আর যোগাযোগের কথা বলছেন ? বিআরটিসি থেকে শুড়ু করে সরকারি সব স্হ্যাপনা বা কারবার কারা দেখাশোনা করেন বলতে পারেন? আপনার কথা পড়ে মনে হল এলিয়েনরা দেখাশোনা করে থাকে। জেনে রাখুন তারা এলিয়েন না। আপনার আমার মত মানুষের ভাই, চাচা, বোন, ভাবী। এই আমরা যতদিন না বদলাবো ততদিন ঐ মন্ত্রীরাও বদলাতে পারবে না। দেশ চালায় জনগন। জনগন যদি ঠিক থাকে তাহলে চ্যালেন্জ করে বলবো এই ৩০০ আসনের লোকজন এসব কিছু লুটে পুটে খেতে পারবে না। আর যদি জনগন না বদলায় তবে ৫ জন কেন ৫০০০ জনেও কাজ হবে না।
১২| ২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০১
ভ্রমন কারী বলেছেন: জহির উদদীন বলেছেন: আমার কাছে তথ্য আছে আওয়ামীলীগ সামেনর নির্বাচনে উষ্ঠা খাবে...... (
(
(
(
(
(
(
২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০৯
রোহান খান বলেছেন: ঘুড়ে গেলেন ভাই। যাইহোক আপনাকে দেখে ভাল লেগেছে...। ধন্যবাদ, আবার আসবেন ।
১৩| ২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০৬
রাজীব বলেছেন: জনশক্তি রপ্তানি।
বি,এন,পি ২০০৬ = ৯ লক্ষ ৮ হাজার
আওয়ামীলীগ ২০১৩ = ২০ লক্ষ ৪০ হাজার
তথ্যের সুত্র দেন।
সরকার নিজেই বলেছে তারা সংখ্যা নয় মানের দিকে নজর দিচ্ছে তাই জনশক্তি রপ্তানী কমেছে তবে মান বেড়েছে।
২৮ শে জুলাই, ২০১৩ সকাল ৮:০৭
রোহান খান বলেছেন: লেখার নিচের দিকে একটা লিংক আছে - দয়া করে ক্লিকান -
১৪| ০১ লা আগস্ট, ২০১৩ সকাল ১০:০৪
সরকার৮৪ বলেছেন:
০১ লা আগস্ট, ২০১৩ সকাল ১১:২৫
রোহান খান বলেছেন: ২০০৬ সালে বিশ্ব বাজারে পেট্রোল এর দাম কত ছিল আর এখন কত আছে?
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৫৬
মোহাম্মদ আনোয়ার বলেছেন: সন্ত্রাস, দূর্নীতি, গুম, হত্যা, পদ্মা সেতু, রেল কেলেঙ্কারী, সোনালী ব্যাংক, হলমার্ক, শেয়ার বাজার-------এগুলো বললেন না !!!!!!!!!!!!!!!!!!