![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।
"আমার কোনো বন্ধু ছিল না। বাবা-মার বা ভাই বোনের সাথে সম্পর্কও সহজ ছিল না,’ নিঃসঙ্গতার বর্ণনা, ‘আমি ছিলাম নিঃসঙ্গ। আমার উপরে উঠার জন্য কেউ পাশে ছিলনা।
যতটুকু উঠেছি এ আমার নিজের চেস্টার ফসল ছিল। নিজ হাতে সবাইকে যতটুকু পেরেছি দিয়েছি। আমার দরজায় কেউ এসে খালি হাতে ফিরে যায়নি। এই জীবনে আমি কিছু একটা হওয়ার চেষ্টা করেছি, কতটা হতে পেরেছি জানিনা তবে তার থেকে বেশী ডুবেছি হতাশায়। মাকে হারানোর পর জীবনে একজন মানুষের চোখের দিকে তাকিয়ে চোখের পানি চেপে রেখেছিলাম। তারপর সব শেষ। একটা মানুষের বেচে থাকার জন্য আর কি বাকি থাকতে পারে?" - আমি একজন পাথর মানুষ..।
২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১৩
রোহান খান বলেছেন: বন্ধুত্বের সময়টা কোথায়। অফিস ১৪-১৫ ঘন্টা কাজ করে ঘুমানোর টাইমটুকু ঠিকমত পাই না।
২| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩৯
নূর আদনান বলেছেন: পড়ে মনটা খারাপ হয়ে গেল। আসলে জীবনটা এমনই, পাশা-পাশি থেকেও সবার মাঝে কত দূরত্ব....
আমার মনে হয় আমার চেয়ে একা কেউ নাই।
২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১২
রোহান খান বলেছেন: পাথর হয়ে যান। টাকার দিকে নজর রাখুন। কিছু একটা করুন। ব্যাস্ত থাকুন। ভালো থাকবেন।
৩| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১৯
নূর আদনান বলেছেন: আপনার উপদেশ এর জন্য ধন্যবাদ। ভাল লাগল আপনার উপদেশ।
হ্যা... "টাকা", টাকা ছাড়া মানুষ মানুষকে কমই মুল্যায়ন করে।
ধন্যবাদ, ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
১০ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১১
বেতান বলেছেন: পরিবার নাই বুঝলাম, বন্ধুও নাই কেন?