![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।
জি - আপা। আপনার এই চরম প্রেমের দক্ষতাই আপনাকে উঠিয়ে দিবে (..) চরম শিখরে। তাহলে আর দেরী কেন, ঝটপট তৈরী হয়ে নিন। আপনার জন্য অপেক্ষা করছেন নানা ধরনের হ্যান্ডসাম পাত্ররা। শুধুমাত্র নিচে দেখানো বৈশিস্টের গুনে গুনান্নিত মেয়েরাই আবেদন করবেন প্লিজ -
নাম :- 'ন','র','ম' বাদে যেকোন অক্ষর দিয়ে শুরু নামের মেয়েরা অংশ গ্রহন করতে পারবেন।
বয়স :- ১৮ থেকে শুরু তবে ১৬ বছরের মেয়েরা বিশেষ সুবিধা পাবেন।
ঠিকানা :- বাংলাদেশের যেকোন এলাকায় প্রযোজ্য, শুধুমাত্র গুনগুন করার জন্য স্কাইপ আইডি হলেই হল। নেট বিল চাকুরী দাতা প্রদেয়।
বেতন - ১২০০০ - ১৫০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)
যেসব গুনাগুন আবাশ্যিক হিসেবে থাকা প্রয়োজন -
- যেকোন সময়ে যেভাবে সেভাবে আই লাভ ইউ বলা থেকে বিরত থাকতে হবে। তবে ক্ষেত্র বিশেষে বলা যেতে পারে। মোবাইলে কথন চলাকালে সময় অনুযায়ী বক্তব্য পেশ করতে হবে। যেমন ভালবাসার সময় ভালবাসার কথা বলা আর অন্যান্য সময় কাজের ক্ষেত্র বিশেষে আলাপচারিতায় মগ্ন হওয়া।
- নিজের ভ্যানিটি ব্যাগের আয়তন ছোট হতে হবে। আর রাস্তাতে চলাচলের সময় প্রেমিকের কাধে ব্যাগটি রাখা যাবেনা । অথবা যদি কোন কারন বশতো ব্যাগটি ছিনতাই হয়ে গেলে প্রেমিককে দিয়ে ব্যাগটি উদ্ধার করার মত বাংলা সিনেমা দেখা যাবে না।
- নিজ বাসার ভারতীয় স্টার প্লাস/ জলসা চ্যানেল 'অটোমেটিক চ্যানেল লক' থাকা আবশ্যক। প্রেমিক ক্রিকেট খেলা দেখার সময়ে টিভির রিমোট প্রেমিকেরি প্রাপ্য এ বিশ্বাসে বিশ্বাসীদের বিশেষ এরিয়া এলাউন্স দেওয়া হবে।
- মার্কেটে গিয়ে নিজের বোঝা নিজেই বহনে বিশ্বাসীদের অগ্রাধিকার দেওয়া হল। সাথে সাথে মাঝে মাঝে নিজের মার্কেটিং এ বাপ-মায়ের পয়সাও খরচা করুনেরা অগ্রাধিকার প্রাপ্য।
- কথায় কথায় মোবাইলে কিছু টাকা পাঠাও বা কিছু টাকা ধার লাগবে - কাল পরীক্ষা - এসব কথাবার্তা বলুনেরা একশ হাত দুরে থাকুন।
- শুকনো মরিচ, পেয়াজ আর লবন দিয়ে খিচুরী রান্নায় অভ্যস্ত থাকতে হবে।
সেই সাথে নিজের রান্না করা নানান নয়া রেসিফি স্রেফ টেস্টিং খাতিরে প্রেমিককে টেস্টার বানানো যাবে না। টিভিতে রান্নার অনুস্থ্যান দেখা নিষিদ্ধ।
- পাশের বাড়ির ভাবি কি কিনেছে না কিনেছে সেসব দেখা থেকে বিরত থাকতে হবে আর দেখলেও কানের কাছে সারাদিন সেসব নিয়ে আলোচনা করা যাবে না।
- ছোটভাই বা বোন বা অন্য কোন আত্মীয়ের জন্মদিনে দামি গিফট দেবার জন্য বেশী টাকা আবদার করা যাবে না। তবে বিশেষ ক্ষেত্র যেমন সেটা যদি শালী হয় আর এক কথায় সুন্দরি হয় তাহলে প্রাপ্য হবে।
- প্রেমিকের অফিসে - মেয়ে কলিগদের সাথে কথা বলা থেকে বারন করা যাবে না বা এই অজুহাতে রাগ করে বসে থাকা যাবে না।
- একটা সিমের বেশী অতিরিক্ত সিম গুলো ফেলে দিতে হবে। স্মার্ট ফোন ইউজারদের দুটো সিম প্রজোয্য।
- ফেসবুক আইডি বলতে একটি মাত্র যঠেস্ট বলেই বিশ্বাসীদের অগ্রাধিকার।
একটি আইডি আর একটি ফান পেইজ প্রজোয্য তবে সেই সব আইডিতে নিজের ফটো (একা একা) আপলোড করা যাবে না। তবে চোখ বা বিশেষ কোন ভালো মুহুর্ত অগ্রাধিকার যোগ্য।
- প্রেমিকের পছন্দ অপছন্দকে প্রাধান্য দিতে হবে। সেই সাথে নিজের পছন্দ অপছন্দকেও প্রকাশ করতে হবে।
- প্রেমিকের আয় অনুযায়ী ব্যায় করতে হবে । কথায় কথায় সিনেমা দেখা - এখানে যাবো ওখানে যাবো করা যাবে না। আয় ব্যায় সম্নয় করে চলতে হবে।
- প্রেমিকের আয়ে সন্তুস্ত না হলে আগেই বলে দিতে হবে প্রয়োজনে চাকুরী বাতীল করে অন্য চাকরী খুজে নেয়া অগ্রাধিকার যোগ্য।
- প্রেমিকে কাছ থেকে মাসে একটির বেশী গিফট আশা করা যাবে না আর গিফট নিতে হলে প্রেমিককেও গিফট দিতে জানতে হবে।গিফট নিয়ে দরদাম করা যাবে না।
- ডেটিং এ বাদাম বা এর পাশাপাশি ঝালমুড়ি বা ফুসকা অথবা আইসক্রিমেই সীমাবদ্ধ থাকতে হবে। এর বেশী আশাপ্রার্থীরা ১০০ হাত দুরে থাকুন।
- অবশ্যই স্কাইপ আর জিটক আইডি থাকতে হবে। স্মার্টফোন ব্যাবোহারকারীরা অগ্রাধীকার প্রাপ্ত।
- যখন তখন বিবাহের জণ্য চাপ দেওয়া যাবে না। মনে রাখতে হবে বিবাহ বিষয়টা একদমি প্রেমিকে ইচ্ছার বিষয় কারন আপনি হবেন বেতন ভুক্ত প্রেমিকা।
আগ্রহী মেয়েরা যোগাযোগ করতে পারেন নির্মোক্ত কমেন্ট বক্সে।
০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৭
রোহান খান বলেছেন: রাজনীতি ছেড়ে একটু এদিকে আসুন।
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১০
বেকার সব ০০৭ বলেছেন: সেইরাম পোস্ট দিছেন তয় 'ন' র' ম বাদ যাবে কেন
০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৫
রোহান খান বলেছেন: ধণ্যবাদ বেকার ভাই / ন-র-ম = নরম । বাকিটুকু বুজে নিন।
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
মোঃ আনারুল ইসলাম বলেছেন: উদ্দগ খারাপ নয়। তয় আজাইরা পোস্টে সঙ্গানে------------------------- দিলাম ।
০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
রোহান খান বলেছেন: ধন্যবাদ ভাই....
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৫
জনাব মাহাবুব বলেছেন: কিসের ভিতর কি পান্না ভাতে ঘি
আবোল তাবোল মার্কা পোষ্ট