![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।
আজকে আপনাদের পরিচয় করিয়ে দিবো ছোট্ট একটি সফটওয়ারের সাথে যার নাম 'এন্ড্রোয়েড লস্ট'-!
আপনার ফোন হারিয়ে গেলে চোরকে খুজে বার করুন - তার ঠিকানা এমনকি তার ফটো সহ তারপর আচ্ছামত লাল শুকনো গোলমরিচ শীল পাটায় বেটে
চোরের পশ্চাদ দেশে ঘসে দিন।
আর সেই সাথে পাবেন জেমস বন্ড০০৭ এর মত স্বাদ -
জি ভাই ! আপনার ছোট্ট এন্ড্রয়েড ফোন দিয়েই বাজে মাত করুন যে কাউকে। যে কাউকে বললে ভুল হবে কারন কিছু নির্দেশনা আছে যার বাইরে যাওয়া যাবে না। তবুও একটু বুদ্ধি করলে যে কাউকেই চোখে চোখে রাখা সম্ভব। বেশ কিছু দিন ধরেই আমার আশে পাশের কলিগরা আমার পিছু নিচ্ছে এই ব্যাপার গুলো নিয়ে। কি, কেন বা কিভাবে এসব প্রশ্ন করে মাথা পুরাই খারাপ।
বুজলেন না। ছোট ছোট কিছু কথপোকথন করা যাক। বুজতে সহজ হবে।
ধরুন মানুন নামের এক কলিগ আছে। উনি আবার এক ছেলে আর এক মেয়ের বাবা। ছেলের বয়স ১৪-১৫ বছর আর মেয়ের বয়স ৮-৯ বছর। বেচারা ছেলেটাকে নিয়ে আছে মহাবিপদে। এই যে ধরুন কোথায় যাচ্ছে, কি করছে, এসব নিয়ে। হয়ত মাকে ফার্মগেটের কথা বলে গিয়েছে কিন্তু আসলে সে আছে সাভারে।প্রায় প্রাই দেখতাম মামুন ভাই প্রচন্ড চিন্তিত থাকতেন তার ছেলেকে নিয়ে। এছাড়া আমার ছোট বোন। তারও একটা ছেলে আছে যার বয়স ২২-২৩ বছর। সে কোথায় যাচ্ছে, বাসায় মিথ্যা বলে যাচ্ছে, নাকি প্রেম- টেম করছে, এসব বিষয় নিয়ে সারাদিন মাথাই খারাপ করে বসে থাকে।
আমি যখনি ফোন করি, কথা-বার্তার ভিতরে ব্যাপারটা বুজতে পারি। আবার ওদিকে এক ভাবি সাহেব আছে। সন্দেহ করে করে মাথার চুল খালি করে ফেলেছেন। উনার সন্দেহ হল ভাই এর কললিস্ট নিয়ে । ভাই বাসায় আসার পর উনার কললিস্ট আর ম্যসেজ বক্স প্রায়ই এম্পটি থাকে। এছাড়া অফিসের কাজে ইদানিং ডিস্টিক-ট্যুরও বেশী করছেন। হয়ত বাসায় বলছেন বগুড়াতে আছেন কিন্তু খোজ নিয়ে পাওয়া গেল কক্সবাজারে অন্য কারউ সাথে। এইতো। আর ওদিকে ফরিদ ভাইএর কথা কি মনে আছে আপনাদের? কি ভুলে গিয়েছেন >?
তাহলে আমার সামু ব্লগের পেইজ থেকে 'ফরিদ ভাই০০৭' পড়ে আসুন, বুজতে পারবেন বেচারার কি অবস্থ্যা! তো তিনিও বেশ চিন্তিত, বাসায় বউ তার মার সাথে বা কোন বান্ধবির বাসায় বেড়াতে গিয়ে কি নিয়ে আলাপ-টালাপ করছে এসব নিয়ে। এই হল আমাদের সমাজের অবস্থ্যা। চারিপাশে নিজের আপনজনদের কে নিয়েই সন্দেহ আর সন্দেহ। কেউ সীকার করুক আর না করুক কথাগুলো কিন্তু একেবারেই উড়িয়ে দেয়া যাবে না। কেউ কেউ হয়ত সীকার করতেই চাননা। কিন্তূ তার ভিতর উৎরিয়ে দেখবেন, ঠিকি তিনিও সেইম আগুনে ভুগছেন হয়ত কিছু কম বা কিছু বেশী ।
এই যখন সবার অবস্ত্যা তখন আমিও যে এর থেকে বাইরে আছি তা কিন্তু নয়। আমিও ভুগেছিলাম। আর মুখোমুখি হয়েছিলাম ভয়াবহ সত্যের। জীবনের সেই সময়গুলোকে ভুলতে পারিনা। তবে মুখোমুখি হতে শিখেছি। আর শিখেছি কিভাবে মানুষকে চিনতে হয়। আসলেই সবাই আমরা একটা মুখসের আড়ালে বাস করি। সেই মুখোশটা চিনে গেলে তার আসল পরিচয়টা উন্মুক্ত হয়ে যায়।
বেশী কথা বলে কাজ নেই। কথা না বাড়িয়ে কাজের কথায় আশা যাক।
আমার ছোট বোনের কথা বলছিলাম। উনার ছেলেকে নিয়ে উনার টেনশন দেখে আমি আমার ভাগিনাকে টেস্ট করার জন্য ফাদ পাতি। আমার উদ্যেশ্য হল ভাগিনা রাতে যেই নাম্বারে ফোন এ কথা বলে সেই নাম্বারটি যোগার করে আমার বোনের হাতে দেয়া। সেই সাথে মাঝে মাঝে কোথাও গেলে বাসায় মিথ্যা কথা বলে যায় কিনা তা দেখা। সাথে কি রকম বন্ধু বান্ধবের সাথে চলে বা কোথায় কার সাথে মিশে সেসব দেখা। যদিও ছোট বোনের অনুরোধেই এই স্পাই-গিড়ি করেছিলাম। এবং এখনো করে যাচ্ছি গত ৬-৭ মাস ধরে। আমার ভাগিনা কোন ভাবেই বুজতে পারেনি আর বুজতেও পারবেনা।
উদ্দেশ্য অনুযায়ী আমি আমার ভাগিনাকে একটা সামসাং এন্ড্রয়েড গিফট করি। তাকে বলি যে তোমার আম্মার সাথে আমার স্কাইপে কথা বলার জন্য তোমাকে গিফট করলাম। সাথে তোমারও কাজ হল আমারো কথা বলা হল।
আমি বিদেশে থাকি বলে ভাগিনাও সাদরে তার মামার গিফট গ্রহন করলো।
কিন্তু সর্ত দিয়ে দিলাম যে আমি যেই গুগল টক একাউন্ট খুলে দিবো সেই একাউন্টাই ইউজ করতে হবে। আর যেকোন সময়ই যেন তাকে নেটে পাই সে ভাবেই ইউজ করতে হবে। ভাগিনা আমার কোন কথা না বলে মাথা ঝাকালো। খুশিতে সে বাগ বাগ। ফ্রি ফ্রি এন্ড্রয়েড, ফ্রি ইন্টারনেট। আর কিই বা লাগে।
এবার দেখে নেই কি কি লাগবে আর কিভাবে স্পায়িং করতে হবে।
- একটা জিমেইল ইউজার নেইম আর সাথে পাসওয়ার্ড। এই ইমেইটাই কাংক্ষিত ফোনের মেইন একাউন্ট হিসেবে বানাতে হবে। আর যদি ইউজার এটাকে তার প্রধান একাউন্ট হিসেবে গ্রহন করানো যায় তাহলে তো কেল্লাফতে। মোটকথা এ্যক্টিভ ইন্টারনেটের সাথে এই একাউন্টি ঐ ফোনে লগইন থাকতেই হবে।
- আন্ড্রোয়েড লস্ট নামের একটা ছোট সফটওয়ার যা গুগল প্লেতে ফ্রি পাওয়া যায়।
- আনড্রোয়েড ৪.০ সাপোর্টেট ফোন সাথে এক্টিভ ইন্টারনেট কানেকশন।
কি করা যায় নিচে দেখুন -
ইউজারের রিসিভ আর সেন্ড মেসেজ পরতে পারবেন আপনার কম্পুটারে বসেই, সেই সাথে তার জিপিএস লোকেশন, নেটওয়ার্ক ক্যারেন্ট লোকেশন (ইন্টাভাল হিসেবে) জানতে পারবেন। সিমকার্ড চেন্জ করলেও সেই কার্ডের নাম্বার পেয়ে যাবেন। ইউজার কোথায় আছেন আর কি কথাবার্তা বলছেন তাও আপনি পেয়ে যাবে রেকর্ডকৃত অবস্ত্যায় আপনার মেইলেই, আবার তার ক্যামেরা চালু করে দেখে নিতে পারবেন তিনি কেমন পরিবেশে আছে, কল লগ, কল ডিউরেশন পাবেন মোট কথা সবি রিমোটলি আর ইউজার ক্ষুনাক্ষরেও কোন কিছুই টের পাবেনা।
হেহেহে ০ কি কেমন লাগছে। নিজেকে কেমন যেন জেমস বন্ড০০৭ মনে হচ্ছে তাই না। হুম ব্যাপারটা এমনি।
পুরোপুরি টেস্টেড আর ১০০% ফ্রি - আমি নিজে গত ৬-৭ মাস ধরে ইউজ করছি। যদিও এর সাইড ইফেক্ট ভালো না। কারন এই সফটওয়ারের কারনে আমার এক বন্ধু সহ ফরিদ ভাই এর সংসার ভেংগে গেছে। সাইড ইফেক্ট যাই হোক আমার কথা হল ভাই এই সফটওয়ারটাকে খারাপ কোন উদ্দেশ্যে ব্যাবহার করবেন না।
আর এসব কিছু করতে হলে আপনাকে শুধু দুটো কাজ করতে হবে। এক হল আপনার প্রিয়জনের জিমেইল পাসওয়ার্ডটা জানা। আর দুই নাম্বারটা হল এন্ড্রোলস্টটাকে ইন্সটল করা।
এটাকে রিমোটলি মানে মোবাইল হাতে না নিয়েও ইন্সটল করা সম্ভব। কিন্তু সবক্ষেত্রেই্ তার মেইলের পাসওয়ার্ডটা জানা থাকা জরুরী যা কাংক্ষিত মোবাইলে মেইন ইমেইল একাউন্ট হিসেবে দেয়া আছে বা দেয়া হবে।
তাই আগে হয় নিজে ইমেইল খুলে দিন অথবা যেভাবেই হোক মোবাইলের ভিতর ইন্সটল করা পার্সওয়ার্ডটা বার করুন। যদি সোজা পথে না পারেন তাহলে প্রিয়জনের কম্পুটারে কোন কিলগার বা এমন কিছু ব্যাবহার করুন যার দারা আপনি তা হাতিয়ে নিতে পারবেন। একটা ব্যাপার মনে রাখবেন যাই ঘটুক না কেন আপনাকে শক্ত থাকতে হবে আর ব্যাবহার কারিকে ক্ষুনাক্ষরেও বুজতে দিবেন না যে আপনি তার সব কিছু জানেন।
তাহলে হয়ত তার বড় কোন গোপন পরিচয় আপনার কাছে চিরদিনি গোপন থেকে যাবে। আর এছারা নিজের ছেলেমেয়েদের প্রেম করে বিয়ে করা বা কোন ভুল করা থেকেও রোধ করতে পারবেন। কারন আপনি এটা ব্যাবহার করলে সব কিছু আগে থেকেই জেনে যাবেন যার দারা পরবর্তীতে অবস্ত্যা বুজে ব্যাবস্ত্যা নিতে পারবেন।এখন এ দায়িত্বটা আপনার যে আপনি কোন পথে যাবেন।
চলুন দেখে নেই কি কি ফিচার আছে এই সফট এ -
Description
Remotely control your Android phone from the internet or by SMS.
Features:
* read sent and received SMS messages
* wipe phone
* lock phone
* erase SD card
* locate by GPS or network
* start alarm with flashing screen
* send SMS from web page
* message popup
* forward calls
* remote install
* phone status: battery, imei, etc.
* remote SMS alarm
* remote SMS lock and unlock
* remote SMS erase SD card
* remote SMS wipe phone
* remote SMS APN control
* start/stop GPS
* start/stop WIFI
* hide from launcher
* email when SIM card is changed
* get call list
* take picture with front camera
* take picture with rear camera
* make your phone speak with text-to-speech
* SMS message command
* SMS speak command
* lock timeout
* restore settings on boot
* record sound from microphone
* start and stop data connection from SMS
* start and stop WIFI connection from SMS
* content browser prototype
ডিটেইলস দেখুন :
- Read SMS'es
Read the latest SMS'es from your phone and send them to your email.
- Remote control alarm
Have you ever misplaced your phone which was put on silent mode? Now you may sound the alarm on your phone from your PC!
- View on map
Find the location of your phone on a map. With AndroidLost you can find your phone with GPS precision. Even if the phone is indoor you will get a nearby location by network accuracy.
- Send SMS'es from your PC
You can send SMS'es directly from your phone by typing them on AndroidLost. All replies will still go to your phone.
- Lock the phone
You can lock and unlock the phone from the web. If you forget your pincode you can simply overwrite it or remove it from the web.
- Wipe the phone
Don't want your personal messages in the hands of anyone else? With AndroidLost you may wipe the entire phone so all SMS'es, contact and google setup is removed.
- Pop up messages on the phone
Send a message to the friendly guy who have found your phone so you may let him know where to give it back.
- Forward your calls
You can send keys to the dialer of your phone. That way you can forward your calls from your mobile to a nearby phone.
- No battery use
AndroidLost will not use any battery since it does not poll any server to find out if it is lost. It uses the latest technology from google to send messages to the phone.
- No pre installation required
You didn't install AndroidLost on your phone? No problem! You can push the AndroidLost app to your phone from google play and initiate the connection to googles servers by sending an SMS with the message 'androidlost register' to your phone.
- Read status
Detect how much battery is left, display IMEI, SIM card ID and much more.
- SMS commands
You can set up a phonenumber which can control you phone, i.e. start the alarm by sending an SMS to your phone.
- Erase SD card
Click a button and your SD card will be erased! Very useful if you have some naughty pictures on your sd card.
- SIM card changed
When the SIM card is changed an email will be sent to the owner of the phone.
- Hidden SMS
When the phone receives an SMS it plays a sound and displays an icon in the notification bar. But if it starts with androidlost it will not play any sound and not display any notification.
- Call list
A list of incomming and outgoing calls will be sent to you.
- Camera
AndroidLost can take pictures with the front facing camera in case the phone is stolen. Only for android 2.3.
- Tablets
AndroidLost also works on tablets. The call functions will obviously fail if the tablet have no phone installed.
- Text to speech
You can make your phone speak out load. Suppose you have lost it on a café then you can make the phone say: 'I am lost - please - -pick me up!'
- Multiple phones on the same account
So you may control more that one phone from your account.
- Browse content
You can browse the content on the phone directly from the webpage. So if you phone is stolen you can still download your holiday pictures or erase them remotely.
ইনস্টল করার জন্য আপনার একাউন্ট লগিং করে গুগল প্লেতে যান -
সার্চ বক্সে ' এন্ড্রোয়েড লস্ট' লিখে সার্চ দিন
এবার ফলাফল আস লে ' এন্ড্রোয়েড লস্ট' এ ক্লিক করুন
ইনসটল এ ক্লিক করুন
ইন্সটল হয়ে গেলে এবার নিচের সাইটটিতে যান
http://www.androidlost.com
বামপাশে দেখবেন ইউজার নেম পাসওয়ার্ডের স্থ্যান দেয়া আছে। ওখানে সাইন ইন এ ক্লিক করে আপনার মোবাইলে লগিংকৃত ইমেইল আর পাসওয়ার্ড পুনরায় দিন এবং লগিং করুন।
এবার আপনার মোবাইলে যান - মেনুতে দেখবেন সফটওয়ারটির লোগো শো করছে। ক্লিক করে ওপেন করুন। এক্টিভেট বাটনে চাপ দিন।
এবার পুনরায়
http://www.androidlost.com
লগিন করুন।
সবকিছু ঠিকঠাক থাকলে কন্ট্রোল বাটনে চাপ দিন।
দেখবেন বেসিক, স্টাটাস, মেসেজ ইত্যাদি অপশন দেখাচ্ছে।
ব্যাস হয়ে গেল।
এবার ফিচার গুলো একটু দেখে নিন।
যেমন স্টাটাস অপশনে আপনি ফোন স্টাটাস পা্বেন।
যদি সেন্ড স্টাটাসে ক্লিক করেন তাহলে লগ অপশনে রেজাল্ট পাবেন।
আবার যদি কল লগ চান তাহলে
কন্ট্রোল > মোবাইল > কল লিস্ট > গেট লিস্ট এ চাপুন ।
তারপর লগ এ যান। কিছুক্ষন পর দেখবেন শেষ ১০ টি কললিস্ট চলে এসেছে।
ফিচারগুলো ভালো মত দেখে নিন। অথবা ইউটিউবের ভিডিওটি দেখে আসুন। আশা করি বুজতে পারবেন।
http://www.youtube.com/watch?v=gcTZbreowJM
http://www.youtube.com/watch?v=JZToutMg5UI
একটা অনুরোধ থাকবে, কাউকে ক্ষতি করার উদ্দেশ্যে ব্যাবহার করবেন না আর যদি করে থাকেন তাহলে আমি দায়ী থাকবো না।আরেকটা কথা না বল্লেই না - যদি ইমেইলের পাসওয়ার্ড বদলকরে থাকে তাহলেও এটা ব্যাবহার করা সম্ভব এসএমএস দিয়ে। ফিচার গুলো ভালো করে দেখুন- জানতে পারবেন। আর এটারি একটা ফিচার আছে সাহায্য কারী হিসেবে তার নাম হল এন্ড্রোয়েড লস্ট জাম্প স্টার্ট। এটা দাড়া রিমোট ইন্সটল করে প্রোগ্রামটিকে রান করা সম্ভব।কারউ কোন প্রশ্নথাকলে জিগাসা করবেন। পরে জানাবো।
আাশা করি ভালো থাকবেন, আবার দেখা হবে।
০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৪
রোহান খান বলেছেন: সেটাও সম্ভব...তবে এ সুবিধা পেতে হলে পে করতে হবে।
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৭
রাজীব বলেছেন: অনেক গোপন ভিডিও বের হয়ে যাবে তো!
০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৪
রোহান খান বলেছেন: কাউকে ক্ষতি করার উদ্দেশ্যে ব্যাবহার করবেন না
©somewhere in net ltd.
১|
০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৭
হেডস্যার বলেছেন:
মালুম হচ্ছে যে, মোবাইলের ডাটা, ছবি, অডিও ভিডিও বেহাত হবার সমূহ সম্ভাবনা আছে।