নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় যেখানে যেমন, তেমনি হতে চাই...

রোহান খান

আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।

রোহান খান › বিস্তারিত পোস্টঃ

যে জেলার মেয়ে বিয়ের জন্য ভালো:)

১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩



যশোর-খুলনার মেয়েরা অনেক সুন্দরী। যশোরের মেয়েরা কুটনামিতে খুব ওস্তাদ হয়, প্রচুর মিথ্যা কথা বলে। আর শ্বশুরবাড়ীর লোকজন সহ্যই করতে পারেনা। পরকিয়াতেও ওস্তাদ যশোরের মেয়েরা। (আংশিক ব্লগারের মতামত।)



২//চট্টগ্রামের মেয়েরা বাইরের জেলাদের ছেলেদের ব্যাপারে আগ্রহী নয়। কিছুটা কনজারভেটিভ।



৩//সিলেটী মেয়েরা পর্দানশীল বেশী। সিলেটি মেয়েরা সাধারণত বাইরের জেলা তে বিয়ে করতে যায় না। আত্মীয়দের মধ্যে থাকতে পছন্দ করে। সিলেটী মেয়েরা ছ্যাচড়া। (আংশিক ব্লগারের মতামত।)



৪//পুরার ঢাকার মেয়েরা খুবই দিলখোশ। ঢাকার অন্য এলাকার মেয়েরা জগাখিচুরি



৫//খুলনার মেয়েরা স্বামী অন্ত প্রাণ। খুলনার মেয়েরা নাকি ফ্যামিলির ব্যাপারে একটু সিরিয়াস টাইপের হয় ৷(আংশিক ব্লগারের মতামত।)



৬//উত্তর বঙের মেয়েরা কোমলমতী হয় এবং বেকুব ও আনক্রিয়েটিভ ।(আংশিক ব্লগারের মতামত।)



৭//বরিশালের মেয়েরা একটু ঝগড়াটে, ভালো রাঁধুনী, ন্যাচালার সুন্দরী , সংসারী এবং স্বামীভক্ত। কিন্তু বরিশাল থেকে সাবধান, যতই সুন্দর হোক, জীবন বরবাদ করে দেবে। (ব্লগারদের মতামত।)



৮//ময়মনসিংহের মেয়েরা একটু বোকাসোকা, কেউবা বদমাইশ।কেউ কেউ স্মার্ট এবং ডেয়ারিং (আংশিক ব্লগারের মতামত।)



৯// সিরাজগন্জের মেয়েরা ভালো, যদি শান্তিতে ঘর করতে চান। (ব্লগারদের মতামত।)



১০// বগুড়ার মেয়েরা ঝাল। (ব্লগারদের মতামত।)



১১।



// কুষ্টিয়ার মেয়েরা অহংকারী, কিন্তু সেই তুলনায় গুনবতী নয়। মননশীল, রুচিসম্পন্ন। যাকে ভালবাসে সত্যিকারের ভালবাসে, কোন রাখঢাক নাই।



১২//বি বাড়িয়ার মেয়েরা পলটিবাজ কিন্তু পতিভক্ত ও সংসারী (ব্লগারদের মতামত।)



১৩// রাজশাহীর মেয়েরা একটু লুজ । (ব্লগারদের মতামত।)



১৪//পাবনার মেয়েরা কুটনা হয়ে থাকে।(ব্লগারদের মতামত।)



১৫// জামালপুরের মেয়েরা বেশি স্মার্ট এবং ডেয়ারিং।এই জেলায় সুন্দরীদের ঘনত্ব বেশি।(ব্লগারদের মতামত।)



১৬//নোয়াখালী: বাবা-মা অথবা আত্মীয়-স্বজনদেরকে ভুলতে চাইলে নোয়াখালীর মেয়েদের তুলনা নেই । বেশির ভাগ মেয়ে কারো কথার নিছে থাকতে চায়না । এরা চরম কুটনা হয়। তবে তারা শশুড়বাড়ির জন্য করতে চাইলে নিজের সব দিয়ে করে, না করলে নাই!(ব্লগারদের মতামত।)



১৭// ফরিদপুরের মেয়েরা চোরা স্বভাবের।ওদের মত কুটিল প্যাচের মানুষ খুব কমই হয়।(ব্লগারদের মতামত।)



১৮//কুমিল্লার মেয়েরা শ্বশুরবাড়ির মানুষদের পছন্দ করেনা।কুমিল্লার মেয়েরা সুন্দরী, অনেক দায়িত্বশীল, তবে সংসারে প্রভাব বিস্তার করতে বেশি পছন্দ করে।(ব্লগারদের মতামত।)



১৯//টাংগাইলের মেয়েরা খুব ভাল হয়, বান্ধুবী হিসেবেতো বটেই, পাত্রী হিসেবেও। .এ অঞ্চলের মাইয়াগুলো দুনিয়ার বজ্জাত... তবে বান্ধবী হিসাবে ভালু..একটু দিলখোলা টাইপের (ব্লগারদের মতামত।)



২০//মাদারিপুরের মেয়েরা খুবই কিউট, খুব খরচে, জামাইয়ের পকেট ফাকা করতে উস্তাদ।(ব্লগারদের মতামত।)



২১//চাঁদপুরের মেয়েরা মানুষ হিসেবে খুবই ভালো, অথিতিপরায়াণ।তাদের সরল ভালবাসায় আপনি মুগ্ধ হবেন। আর শ্বশুরবাড়ী চাঁদপুর হলে ইলিশ নিয়ে চিন্তা করতে হবে না । আর আসল কথা হলো চাঁদপুরে লোকের মাথায় প্যাচ জিলাপীর থেকেও বেশী। চাদপুরের মেয়েরা ছেলে ঘুরাতে ওস্তাদ। (ব্লগারদের মতামত।)



২২//দিনাজপুরের মেয়েরা যে খুব সুন্দরী হয়।(ব্লগারদের মতামত।)



২৩//চাপাই নবাবগঞ্জের মানুষ সরল মনের অধিকারী। (ব্লগারদের মতামত।)



২৪//গাজীপুরের মেয়েরা খুব ই ভাল, মিশুক এবং রসিক ।এখাঙ্কার মেয়েরা জেদী, লাজুক ,মিডিয়াম সুন্দর, মিডিয়াম স্মার্ট এবং সংস্কৃতি মনা।(ব্লগারদের মতামত।)



২৫// নরসিংদীর মেয়েরা উড়াল পঙ্খীর মতো তাদের মন আর চলার ঢং । (ব্লগারদের মতামত।)



২৬//কিশোরগঞ্জের মেয়েরা একটু বোকাসোকা আর ডেয়ারিং প্রকৃতির। মিশুক, বন্ধুপাগল বা বন্ধুপ্রেমী হয়। স্বামী ভক্ত হয় তবে এমনও হতে পারে যে সারাজীবন বউয়ের দ্বারা নিগৃহীত হওয়া; অসম্ভব কিছু না।



কন্টেস অপশনে আয়েশা নুসরাত জাহান লিখেছন: নারায়নগঞ্জের কথা লেখা নাই......সেটা আমি বলে দিচ্ছি। নারায়নগঞ্জের মেয়েরা অতিশয় ভালো, ভদ্র, সামাজিক, কীভাবে পরিবার আর মুরুব্বিদের সামলাতে হয় তারা খুব ভালো জানে। সংসারে ঝামেলাহীন য়ার সবসময় হাসি-খুশি, মিলেমিশে থাকে এমন বউ আনতে চাইলে নারায়নগঞ্জের মেয়েরাই সেরা।... কথা ১০০% সত্যি:):):D। খোজ নিয়ে দকেহতে পারেন। ( বিচ্ছিন্ন ঘটনার জন্য আমার বক্তব্য দায়ী থাকবে না।

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৩

ইষ্টিকুটুম বলেছেন: ্কমেন্ট অপশনে তো কারো কমেন্ট দেখলাম না!!

১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৪

রোহান খান বলেছেন: আপনার কমেন্ট কিন্তু আমি ঠিকি দেখতে পাচ্ছি...

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৬

এন ইউ এমিল বলেছেন: আহারে অনেক দিন পর আবার বাইনাস বাটনটাকে মিস করলাম

১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৫

রোহান খান বলেছেন: নতুন ব্লগ বানিয়ে নিন। শুধু মাইনাসই থাকবে সে ব্লকে। ধন্যবাদ ভাই।

৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১২

মোঃ আনারুল ইসলাম বলেছেন: রাজশাহীর মেয়েরা একটু লুজ রাজশাহী নিয়ে চুদুরবুদুর চলবে না।


http://abuls.blogspot.se/

১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৬

রোহান খান বলেছেন: ঠিক আছে দাদা..।

৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫০

গুগলরকস বলেছেন: ভাই কত বার একজিনিস চুরি কইরা বিভিন্ন লোকে পেস্ট করবে? View this link

১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৭

রোহান খান বলেছেন: ইউরেকা !!! নতুন কিছু পাইছি...।

৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বিবাড়িয়ার মেয়েরা মানুষ চিনে, ভালোদের সম্মান দেয়। আর ফাউল পাইলে সাইজ কইরা পল্টি দেয়। এটা ভালো।

১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০

রোহান খান বলেছেন: এরপর অপেক্ষায় থাকুন। ছেলেদেরটা আসছে।

৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০

নতুন বলেছেন: ১৭// ফরিদপুরের মেয়েরা চোরা স্বভাবের।ওদের মত কুটিল প্যাচের মানুষ খুব কমই হয়।(ব্লগারদের মতামত।)

ফরিদপুরের মেয়েরা খুবই ভাল হয়... আমার বউ ফরিদপরের এবং খুবই ভাল মনের মানুষ... পরিচিত মেয়েদের মাঝে ১০% কুটিল দেখছি..বাকিরা ভাল...

১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪১

রোহান খান বলেছেন: কিছু মনে করবেন না। এটা শুধুই ফান টাইপের। ভাবীকে সালাম...।

৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৫

সোহানী বলেছেন: কাম নাই খাইয়া দাইয়া তাইলে গাড়ি ভাঙ্গেন গিয়া........ আর পোলাগো কথাটাও কইয়েন তাইলে......

১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৮

রোহান খান বলেছেন: আপুনি রাগ হইলেন ক্যালা.... পোলাগোটা বানাবো চিন্তা করেছি..

৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৩

আদম_ বলেছেন: টাংগাইলের টা বুঝলাম না। চিটাগাং তো খেতের উপর খেত, শালা অশিক্ষিত রাবিশ। উত্তর বংগ আসলেই হাবাগোবা বলদ, আনক্রিয়েটিভের চুড়ান্ত।

১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৫

রোহান খান বলেছেন: প্রথম আর ২য় টাতো বুজলাম কিন্তু তিন নাম্বারটার সম্পর্কে আপনার ধারনা বোধহয় ভুল আছে....।

৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৫

জনাব মাহাবুব বলেছেন: এই পোষ্টটি আমার পুরা মুখস্থ হইয়া গেছে। B-) B-) B-) B-) B-) B-)



এর আগে বহুবার পড়েছি। পুরান জিনিস নতুন কইরা পড়তে হইলো :(( :(( :(( :(( :(( :(( :((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.