![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।
অনেকটা পথ দেখে দেখে এখানে এসেছি। অনেকটা শুণ্য থেকে নিজেকে সৃষ্টি করেছি। অনেক কিছু বুজতে পারার থাকলেও বুজে উঠিনি। অনেক কিছুকে মজবুজ ভাবলেও তা পাইনি। পাওয়া না পাওয়ার খাতাটা উল্টিয়ে দেখলে প্রজাপতির মত উড়ে যেতে ইচ্ছে হয়। মন তুই তো এক পাগল, তোকে কি বুঝাবো বল। তুই যা বুঝেছিস তা নিয়েই বেচে থাক। আর না হয় সেই নদীর পাড়টিতে উড়ে গিয়ে ঘুড়ে আয় !! আমি যে এখানেই বসে আছি চলে যাবার অপেক্ষায় !! তুই কি কাউকে খুজে চলেছিস ? - না আমি তো কাউকে খুজছি না । তাহলে কি ভাবছিস । না ভাবছিও না । তাহলে কি অমন করে কুড়ে কুড়ে আমাকে জালাচ্ছিস !! আয় তুই ভেসে আয়। আমার কাছে আয়। তোকে আদর দিয়ে বুনে রাখবো এখানে। তারপর আমার সাথে নিয়ে যাবো ওপারে। অখানে কোন অপুর্নতা নেই। যা চাবি তাই পাবি!! সত্যিকি তাই ! হুম !!একদম সত্যি। তাহলে এখানে কেন বসে আছিস তুই। জানিনা তো। ওরাতো আমাকে রেখে গেছে এখানে। যদিও ভালোই লাগছে আমার। রজনীগন্ধা ফুলের গন্ধ পাচ্ছি !! তবে আশে পাশে পরিচিত কাউকে দেখছি না। আমার প্রিয়ফুল রজনীগন্ধা। আর রং, হয়তো নীল আর কালো। আরে !!! কালো কি আবার রং হয় নাকি ? - হুম !!!! হয়। কেউ কেউ জীবনকে নিজেই কালো করে ফেলে !! সেখান থেকেই নাকি এই রং এর জন্ম। বুজলাম কিন্তু তা তুই জানলি কি করে ? কেন ! দাদুর কাছ থেকে শুনেছি, এটা প্রাচিন মিথ গাথা। তো চলনা। দেরি হয়ে গেলো তো !! হুম যাবো তবে একটু পর !! - কতক্ষন পর ? তাতো জানিনা। ওরা এসে গেলেই যাবো !! কারা ? দেখবি !! একটু শান্ত হয়ে বস এখুনি দেখতে পারবি !!! তুমিও না - একবারে খবিশটাইপের। ঠিকি বলেছিলো নীলা !! তোমার সাথে কোন মানুষ থাকতে পারে না। তুই একটা অসুষ্থ্য ! কে আমি > হুম তুই!! তাহলে তুই কেন আমার সাথে আছিস তুইও চলে যা। তা কেন যাবো ? তোকে ছেড়ে আমি চলে গেলে তুই কি বেচে থাকবি ? - হুম। থাকবো। কেন আছি না। এই দেখ আমি তো সুখী অনেক সুখী। আমার সুখ রাখার যায়গাই নেই। তারপরেও দেখ আমি তো বেচে আছি । -- থাক তুই বেচেই থাক। মরে গিয়েই বেচে থাক। তোর বেচে থাকার কি মানে হয় !!- হুম। সেই জন্যেই তো মালা পরেছি দেখতে পারছিস না !! হুমম - ! পারেছিস তো। মালাটা বেশ জমেছে তোর গলায়। ঠিক মত লাগিয়ে ছিস কিনা চেক করে দেখ। নাহলে তো বিপদে পরবি !! আরে রাখ বিপদ, সেই সব খেলা শেষ করে এসেছি। - তাহলে দুরে কেন দারিয়ে, কাছে আয় !! - আসবো, ও আসবে তার পরেই !! কে আসবে ? কেন দেখছিস না আসতিছে !! কই নাতো। কোন দিক দিয়ে? হয়েছে। রাখ !! আজ থাক !! কেন থাকবে কেন? আমি তো বাগানে এসেছে মুক্ত হতে !! কেন মুক্ত হতে চাষ তুই ? কই আমি তো চাইনি মুক্ত হতে। আমি তো স্বপ্ন দেখেছিলাম সুন্দর একটা জীবনের। নিজ হাতে জীবনটিকে সুন্দর করে সাজিয়ে ছিলাম। কিন্তু ////! কিন্তু কি বল - ? চুপ করে গেলি কি জন্যে?
সমবিষয়ে সব কিন্তুর যোগ বিয়োগ করা যায় না। কিছুটা বাকি রাখা ভালো ।আলোকিত ভুবনে হাত আওরানো মানুষটি ডুবে যাওয়ার সময় একটি বার চেষ্টা করে বেচে থাকার। আমিও করেছি। ফিরে ফিরে দেখেছি আমারি বর্তমান কে। কি আমি ? কে আমি? বার বার দেয়ালে প্রতিধনীত হয়েছে - কেউ না, কেউ না। ! আবারো দম বদ্ধ করে শ্বাস নেবার বৃথা চেষ্টা করেছি। বার বার একাই ডুবেছি। এই ডুবে যাওয়া আর ভেসে উঠার মাঝে আর থাকতে ভালো লাগে না। এসবের শেষ হওয়া দরকার।
এই তুই ঝুলে আছিস কেন? এই তোর চোখ গুলো একদম বাইরে বের হয়ে আসছে। রক্ত জমাট বেধে যাচ্ছে। লাল হয়ে ফুলে ফেপে উঠেছে। দয়া করে এ খেলা এখনি বন্ধ কর !! এই তুই এমন করে কাপছিস কেন? তোর দুইটা পা এত ছোটাছোটি করছে কেন ? বন্ধ কর - বন্ধ কর !!!
পায়ের তলা থেকে চেয়ারটা পরে গেছে অনেক আগেই। ছিমছাম নিরবতা ঘরটাতে বাসা বেধেছে। মালাটা ওর গলায় দারুন মানিয়েছে। ঝুলছে !!! শুধু ঝুলছে - একটা প্রানহীন নিথর দেহো।
০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৩
রোহান খান বলেছেন: আপনার মত একজন গুনী ব্লগারের কাছ থেকে 'ভালো লিখেছেন' কমেন্টস পাওয়া ভাগ্যের ব্যাপার।আপনার এই কমেন্টস থেকে অনুপ্রেরনা পেলাম। আপনিও ভালো থাকবেন @ কাল্পনিক ভালোবাসা -
২| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৫
েফরারী এই মনটা আমার বলেছেন: আসমান-জমীনে সবাই বলে
আজকে সবচেয়ে খুশির(ঈদের) দিন ,
এই ধরাতে তাশরীফ এনেছেন
যিনি রহ্মাতুল্লিল আ'লামিন ।।
Click This Link
০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৫
রোহান খান বলেছেন: লেখাটা আমি পড়েছি। ব্যাপারটা আমার এতটা জানা ছিলো না।
৩| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩২
ঢাকাবাসী বলেছেন: কিছুটা মাথার উপর দিয়ে যাবার মত অবস্হা। মোটামুটি!
০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৪
রোহান খান বলেছেন: বুজতে পারলাম না। তবে আপনার অসাধারন কমেন্টের জন্য শুভেচ্ছা রইলো।
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কিছু টাইপো আছে সেগুলো না থাকলে লেখাটা পরে আরো বেশি ভালো লাগত।
ভালো লিখেছেন। শুভেচ্ছা রইল।