নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় যেখানে যেমন, তেমনি হতে চাই...

রোহান খান

আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।

রোহান খান › বিস্তারিত পোস্টঃ

শেষকৃর্ত - উরিবাবা উরিবাবা @ রম্যচিন্তা

১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৯







আজ সকাল থেকেই মনটা খুবি ভালো লাগছে। ঘুম থেকে উঠেই পেপারে চোখ বোলালাম। সুচিত্রা সেনের শেষ ইচ্ছার বিষয়ে খবর ছেপেছে। উনি নাকি শেষকৃর্ত পাবনায় মানে এই বাংলাদেশের মাটিতে করতে চান। উরিবাবা তাহলে তো সেক্সিয়েস্ট রিয়া সেন মানে উনার নাতনিও বাংলাদেশে মানে পাবনায় আসবেন। সেই আশায় বসে আছি। হিহিহি -

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১১

েফরারী এই মনটা আমার বলেছেন: মারহাবা-মারহাবা!
আহ্‌লান-সাহ্‌লান
তব তাশরীফান!!
ইয়া রাসুলুল্লাহ্‌
ছল্লাল্লাহু আলাইহি
ওয়া সাল্লাম!!
আসমান-জমীনে সবাই বলে
আজকে সবচেয়ে খুশির(ঈদের) দিন ,
এই ধরাতে তাশরীফ এনেছেন
যিনি রহ্‌মাতুল্লিল আ'লামিন ।।
আজ মহাসন্মানিত ১২ই রবিউল আউয়াল শরীফ ।
এই দিনে কুল মাখলুকাতের যিনি সর্বশ্রেষ্ঠা হযরত আমিনা আলাইহাস সালাম উনার পবিত্র কোল মুবারকে তাশরীফ এনেছেন যিনি সাইয়্যিদুল মুরসালীন ,ইমামুল মুরসালীন ,রাহ্‌মাতুল্লিল আ'লামিন ,রউফুর রহীম,নুরে মুজাসসাম,হাবীবুল্লাহ্ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
Click This Link

২| ১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৪

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: আপনি রিয়া সেনকে দেখতে উতলা।

হালকা ভাবে নিলেন বিষয়টা।

অথচ অন্য জগতে পা রাখতে যাওয়া একজনের গভীর আবেগ আমলে নিলেন না। কিসের ব্লগার আপনি ???

১৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৫

রোহান খান বলেছেন: সেতো নিয়ম মাফিক যাচ্ছেন। না কোন এক্সিডেন্ট । যেতে তো একদিন হবেই হোক সেটা আজ বা কাল...

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৫

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: আপনি ঠিকই বলেছেন।

তবে আমি একটু মোলায়েম ভাবে বিদ্রুপের পক্ষে।

যাই হোক হঠাৎ আবেগ আক্রান্ত হয়ে প্রথমে মন্তব্য করেছি বলে ক্ষমা প্রার্থী।

প্রসঙ্গতঃ আমি কখনো সুচিত্রা সেনের ছবি দেখিনি।

২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৮

রোহান খান বলেছেন: আরে আপনি তো কোন অপরাধ করেননি যে ক্ষমা চাবেন। ভালো থাকবেন।

৪| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৩:১০

নূর আদনান বলেছেন: অন্য জগতে যাওয়ার পরে এসে লাভ কি? বাইচা থাকতে আইলে তাও পাবলিক কিছু লুল ফেলতে পারবে।
তবে আমার কথা - দূরে গিয়া মরো, কোন অবস্থাতেই কাছে আসবানা

মানে বুঝেনই তো আমাদের দেশের পাবলিক এমনেই যেই লুল...

২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৭

রোহান খান বলেছেন: আরে আদনান ভাই যে। ভালো আছেন আশা করি। এলেখাতে আমি আসলে রিয়াসেনর কথা বুজিয়েছিলা। কিছুটা লুলটাইপ।

৫| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৮

নূর আদনান বলেছেন: জ্বী আলহামদুলিল্লাহ্ , চিনতে পারছেন তাহলে আমাকে?
আপনি কি দেশে আছেন নাকি?
আশা করছি আপনিও ভাল আছেন

২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৮

রোহান খান বলেছেন: ধণ্যবাদ আপনার রিপ্লাইয়ের জণ্য। এখন আমিরাতে আছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.