নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় যেখানে যেমন, তেমনি হতে চাই...

রোহান খান

আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।

রোহান খান › বিস্তারিত পোস্টঃ

বর্ষাদিনের আচল

২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৫







বর্ষাদিনের আচল

----------------------------------------------



তোমাকে বড় মনে পরে বরষা দিনে

সৃতিগুলো আজ হাতরে বেরিয়ে - ফিরে এসে তোমায়

দু-র থেকে দাড়িয়ে, ফিরে তোমায়

খুজেএ ফিরি - হারিয়ে কোথায়-



তবু কেন এ জীবনে আবার এলে

তবু কেন আমায় একা ফেলে গেলে

তবু তুমিই আছো আজও আমার বুকে



এ জীবন আর কোন মানে নেই - তোমায় ছাড়া

ফিরে আসো আমার বুকে

ভালোবাসা নিয়ে আছি

ফিরো আসো আমার বুকেতে,

ভালোবাসা নিয়ে

দেখাবো তোমায় আজ বুকটা চিড়ে

তোমাকে ফিরিয়ে দিয়ে



বসে আছি আমি একা, তোমার পানে চেয়ে দেখো

ঘুম ভেঙে উঠে তোমার ছবি দেখো

মনটাকে বেধে রেখোও না



আজ তোমাকে মনে পরে তুমি নেই আমার পাশে

আমি বসে এখানে একা

দুরে তোমার কায়া

পেলে- আবার তো স্বপ্নগুলো

সন্ধ্যা নিয়ে আসে

হারিয়ে ফেলেছি

ফিরবোনা কখনোও -

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১০

টুম্পা মনি বলেছেন: সুন্দর লিখেছেন রোহান।

কেমন আছেন?

২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৫

রোহান খান বলেছেন: আরে!!! টুম্পাপি যে !! এইতো, সত্যমিথ্যা মিশ্রতভাবে ভালো আছি। আপনি কেমন আছেন?

২| ২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৭

টুম্পা মনি বলেছেন: ভালো আছি, শুধু একটু দন্ত ব্যাথা আছে আর কি!

আপনার বাঁদরের প্রপিক টা কই? :D

২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৪

রোহান খান বলেছেন: চেন্জ করেছি। দন্ত ব্যাথার থেকে বাচার একমাত্র উপায় আপনার চিন্তা ধারাকে বিজি রাখুন অন্য কিছুতে। দেখবেন ফিল হবে না।

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৬

টুম্পা মনি বলেছেন: মোটেও না। দন্ত ব্যাথা এমন জিনিস আপনি ঘুমিয়ে থাকলেও আপনাকে ডেকে তুলবে। তারপর দাঁতের মধ্যে ইচ্ছে মতন সুঁই ফোটাবে। :( :( :( :(( :(( :(( :(( :((

২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৫

রোহান খান বলেছেন: ওহোহ ! খুবি ব্যাথা বুজি, ডাক্তারের কাছে জান।

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৫

ঢাকাবাসী বলেছেন: ভাল লিখেছেন।

২৬ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১২

রোহান খান বলেছেন: ঢাকা বাসী অনেক দিন পর আসলেন। আপনার কমেন্টের জন্য ধণ্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.