নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় যেখানে যেমন, তেমনি হতে চাই...

রোহান খান

আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।

রোহান খান › বিস্তারিত পোস্টঃ

হারিয়ে যাও - আরবোভাইরাসের এই অসাধারন গানটি কে কে শুনেছেন ? হাত তুলেন...অসাধারন একটা গান।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০১

অনেকটা পথ হেটেছি একসাথে



কতগুলো ভোর দেখেছি পাশাপাশি



তারপর সবকিছু ফেলে দুরে সরে গিয়েছি



একটু একটু করে -



তারপর চিরচেনা নিজেদের



চিনতে পারিনা



কোন ভাবেই



আমরা ভাবি সব



আসবে ফিরে



পুরোনো অনুভুতি



পুরোনো মানুষে



হয়ত কারউ দোষ নেই



হয়ত কিছুই করার নেই



অবসাদ জয় করেছে



ভালোবাসায়



হারিয়ে যাও তুমি



দুরে আরও দুরে



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

ঢাকাবাসী বলেছেন: সুন্দর কবিতা।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৩

রোহান খান বলেছেন: দাদা আপনি ভালো আছেন আশা করি। হুম কবিতা হিসেবে সুন্দর তবে এটা বাংলাদেশী বান্ডের গান।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

বোধহীন স্বপ্ন বলেছেন: খুব সাধারণ লাগছে। "পৃথিবীর শেষ-প্রান্তে" আর "আধার ও ঈশ্বরের মত আর গান করতে পারে নাই।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৫

রোহান খান বলেছেন: সারাক্ষন জুরে ঘুরে বেড়াই কত মানুষের ছায়ায়
তুমি পারনা হারাতে তোমার আদিম উল্লাস
তোমার বিশ্বাসে বিষের ছায়া
তোমার নি:স্বাসে অমানুষের ভয়
তোমার আকাশে মির্ত্যুর স্বাদ
তোমার গভীরে অসুভো কামনা...


-----------------------------------
যখনি আটকে আশে নি:শ্বাস
সময়হীনতায় এসো আমার সাথে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.