![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।
জীবনে প্রথম খেলা নিয়ে বিড লাগলাম। তাও ইন্ডিয়ানের সাথে। বাংলাদেশ যখন ২৭৯ করলো তখনি ফর্মুলা মাথায় আসতেই আমার কলিগ, ভারতের ক্যারালা রাজ্যের 'রিজিমন সাহেবকে' প্রস্তাব করতেই রাজি হলেন। সাথে মোটমাট ৩ জন ইন্ডিয়ান ১০০ দেরহাম করে দিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় বাংলাদেশী ৪-৫ জন কে বলেও কোন উৎসাহ দেখলাম না। কি আর করবো। মন খারাপ করে বসে ছিলাম। ওদিকে ইন্ডিয়ানরাও আমাদের দেশকে নিয়ে হাসছে। তবুও বাংলাদেশীদের মনে দেশ বলতে কিছু আছে বলে মনে হলো না। যাকেই বলি সেই বলে বাংলাদেশ জিতবে না। আরে বাবা জিতুক না জিতুক। নিজের দেশ বলে বিশ্বাস নেই কারউ। কই ইন্ডিয়ানদের ভিতর তো দেখলাম না। তারা তো অন্ধ বিশ্বাসের বসে আসে। যাই হোক আমার এ অবস্থ্যা দেখে দু জন পাকিস্তানি বাংলাদেশের নামে ১০০ দেরহাম করে দিলেন। আর আরেকজন ফিলিস্তিনি। যাক গেম হচ্ছে ৪০০ দেরহামের। দেখা যাক কে জিতে। খেলায় হার জিত থাকবেই তাই বলে নিজের দেশের প্রতি এই বিশ্বাস আমাকে কাদালো।
০১ লা মার্চ, ২০১৪ সকাল ১১:০৪
রোহান খান বলেছেন: হারাম কিন্তু এটা জাস্ট অফিসিয়ালি ফান। সেটাকা উঠেছে তা দিয়ে পরবর্তী দিনে মিলেমিশে বিড়িয়ানি খাওয়া হবে বলেই সবাই রাজী ছিল। যাই হোক হেরেছি তবে সবাই মিলে অনেক মজা হয়েছে পরবর্তী লান্চ টাইমে।উৎসব মুখর ছিলো পুরো ডিপার্টমেন্ট।ব্যাস্ততা ভুলে গিয়ে ফিরে গিয়েছিলাম সেই ১০ বছর আগের দিন গুলোতে।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২১
অপ্রচলিত বলেছেন: আমার ব্যাক্তিগত মতামত - জুয়া খেলা অনৈতিক।
০১ লা মার্চ, ২০১৪ সকাল ১১:০৪
রোহান খান বলেছেন: হারাম কিন্তু এটা জাস্ট অফিসিয়ালি ফান। সেটাকা উঠেছে তা দিয়ে পরবর্তী দিনে মিলেমিশে বিড়িয়ানি খাওয়া হবে বলেই সবাই রাজী ছিল। যাই হোক হেরেছি তবে সবাই মিলে অনেক মজা হয়েছে পরবর্তী লান্চ টাইমে।উৎসব মুখর ছিলো পুরো ডিপার্টমেন্ট।ব্যাস্ততা ভুলে গিয়ে ফিরে গিয়েছিলাম সেই ১০ বছর আগের দিন গুলোতে।
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪২
নিশাত তাসনিম বলেছেন: দোয়া করি বাংলাদেশ জিতুক। ক্রিকেটে সবকিছু সম্ভব । ১ ওভারে ৩ উইকেট যাওয়া কোন ব্যাপার না । ইন্ডিয়া লাস্ট ১০ ওভার তেমন রান নিতে পারেনা আর উইকেট হারায় অধিকাংশ ম্যাচেই ।
দেখা যাক কি হয়। ৩০০ রানের টার্গেট দিতে পারলে দাদাদের খবর আছিলো।
০১ লা মার্চ, ২০১৪ সকাল ১১:০৫
রোহান খান বলেছেন: "নিশাত তাসনিম বলেছেন: দেখা যাক কি হয়। ৩০০ রানের টার্গেট দিতে পারলে দাদাদের খবর আছিলো।"
লড়াই করে হারাত কস্ট টা কম
৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৮
মুক্তকণ্ঠ বলেছেন: পথহারা নাবিক বলেছেন: দোয়া করি বাংলাদেশ জিতুক কিন্তু জুয়া হারাম!!
০১ লা মার্চ, ২০১৪ সকাল ১১:০৫
রোহান খান বলেছেন: পথহারা নাবিক'কে লেখা আপার প্রতি উত্তরটা পড়ে নেবেন আশা করি
৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০১
সীমানা ছাড়িয়ে বলেছেন: মুক্তকণ্ঠ বলেছেন: পথহারা নাবিক বলেছেন: দোয়া করি বাংলাদেশ জিতুক কিন্তু জুয়া হারাম!!
একমত
০১ লা মার্চ, ২০১৪ সকাল ১১:০৫
রোহান খান বলেছেন: পথহারা নাবিক'কে লেখা আপার প্রতি উত্তরটা পড়ে নেবেন আশা করি
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৮
পথহারা নাবিক বলেছেন: দোয়া করি বাংলাদেশ জিতুক কিন্তু জুয়া হারাম!!