![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।
ওসাম একটা প্যারোডি, হাসতে হাসতে খুন হয়ে যাবেন। আসলে আমার উদ্দেশ্য ছিল সুমন ভায়ের 'চাইতে পারো জোসনা' গানটার মত একটা প্যারোডি গান বানানো। আমার এক বন্ধুর উৎসাহে এবং তারি লেখা গানটা নিয়ে সেদিন বিকালে বসে বসে মজা করতে করতে গানটা দেখি এমন। হাহাহহাহহা.....।
সামনে গানটা নিয়ে কাজ করার ইচ্ছা আছে।
----------------------------------------
ছাগল মার্কা দাড়ি নিয়ে বসে পেপার পড়ে
সারাদিন শুধু চিন্তায় তার যে মাথা ঘোরে
চাচা বসে চেচায় চাচি চা চায়
চাচা বসে চেচায় চাচি চা চায়
চাচা বসে চেচায় চাচি এখন চা চায়
সারাদিন শুধু পেপার পড়ে কাটে
মাইয়া ঘরে বসে মাথা ঠোকে
আমার জামাই আইবো কবে
কোটে গিয়ে তোমার এই রুপের
আমার বউ এর বোরকা খুলে দেখে
চাচারা এখন মাথা দিচে নামিয়ে
উকিল !! তোরে আমি খাইছি
পয়সা নিয়ে গেছিস
এসো এবার তবে রে....।
--------------------------------------
বিশ্বাস করুন, মজা করেই হোম কম্পুটারে লাইভ রেকর্ড দিছিলাম। ফাহিম এর লেখা গানটা জাস্ট রেকর্ডের মুহুর্তেই সুর করা। আই মিন পুরাই লাইভ জন্ম দিছি। হিহি...।
পরে শুইণনা দেহি এইডা কিছু হইল টাইপ ..।
হাহাহহা...।
পরে এই গানটার উপর কাজ করার ইচ্ছা আছে।
নিচে লিংক দিয়ে দিলাম। জানাবেন কেমন লাগলো প্লিজ।
Click This Link
©somewhere in net ltd.