![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।
সম্প্রতি সৌদি আরব, আবুধাবি সহ গাল্ফের কয়েকটি দেশে 'মার্চ' নামক ভাইরাসটি প্রকপ আকার ধারন করেছে। এ রোগ থেকে নিজেকে নিরাপদ রাখার জন্য সকলকে নিন্মোক্ত বিষয় গুলি মেনে চলার জন্য অনুরোধ করা হলো।
১) চলতি পথে কারউ সাথে দেখা হলে আলিঈন করা বিরত থাকুন।
২) কারো সাথে হাত মেলানোর পর হাতটি পরিস্কার করুন।
৩) প্রতিটি ক্যাম্প, মেস হল বা অফিসেই হাত জীবানু মুক্তকরনের লোশন অতি নিকটেই থাকে, দয়াকরে ব্যাবহার করুন।
৪) যেকোন ব্যাক্তির যদি জ্বর বা ঠান্ডা জাতীয় কোন রোগের আলামত দেখা যায় তবে তাকে নিকটস্থ্য ক্যাম্প বা বাড়িতে অবস্থ্যানের জন্য অনুরোধ করা হল এবং ডাক্তারি পরামর্শ গ্রহন বাধ্যতামুলক ।
৫) প্রয়োজনে বিতরনকৃত মেডিকেল মাস্ক ব্যাবহার করিতে হইবে।
৬) অফিসে বা চলতি বাসে/ যানবাহনে কেউ যদি যদি জ্বর বা ঠান্ডা জাতীয় কোন রোগের দ্বারা আক্রান্ত ব্যাক্তির পাশে বসেন তাহলে অবশ্যই তার থেকে নিরাপদ দুরত্বে থাকবেন। বাসায় এসে ভালোমত জীবনু মুক্তকরনের লোশন যেমন ডেটল বা সাবান দিয়ে গোছল করে নিন।
বি:দ্র: - আপনার একটু সাবধানতাই আপানাকে অবান্চিত বিপদ থেকে বাচাতে পারে।
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:০২
কিয়ামওুলাহ বলেছেন: ভালো