![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।
ফিরে দেখা আবার সেই শেষ
দেখেছি হারিয়ে যেতে আধারে ভোরকে
ধংসের সুর ভুলে আবারো দাড়াই আমি
যুদ্ধাহত বিভৎস - সময়ের মত
বাকরুদ্ধ হয়ে পরি স্বপ্নের ঘোলা অন্ধকারে
তবুও বদ্ধঘরে ফিরে দেখা ঘুমের ঘোরে
তবুও স্বপ্নে খুজি চেতনার আহবান
আমি ভাবি একা পাবকি এর দেখা
আবার সেই শেষ কে -
আবারো সেই 'মেনে নেয়া'
অথবা, ফিরে দেখা - আবারো শেষ,
মেনে নেয়া সেই আবেগ
পারিনি তো তা বোঝাতে - আমার শেষ আবেগ !
©somewhere in net ltd.