![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।
ইয়া আল্লাহ, আমি আশ্রয় চাচ্ছি আমার সন্তানের একটা স্বাভাবিক আর সুন্দর জীবনের জণ্য। ইয়া আল্লাহ, আমি তোমার দয়া কামনা করছি তার সুন্দর ভবিষ্যতের জন্যে। সকল বিপদে আল্লাহ তুমি যেনো তার চারপাশে থেকে তাকে রক্ষা করো। আমি তাকে তোমার হাতে তুলে দিলাম। তুমি তাকে রক্ষা করো 'আল্লাহ'। সকল বিপদে তুমি তার পাশে থেকো আল্লাহ। সে যেনো সৎ আর যোগ্য একজন মানুষ হিসেবে পরিচিত পায়। তুমি তাকে সকল নাপাক জিনিস, নেশা, খারাপ নারী থেকে দুরে রেখো। হে আল্লাহ তাকে যেনো দারিদ্রতা ছুতে না পারে তার ব্যবস্থ্যা করো। তার রিজিক হালাল করো। একজন সভ্য ও নীতিবান মানুষ হিসেবে গড়ে তোলো আল্লাহ। তুমি ছাড়া আর কোন মাবুদ নাই, তুমি ছাড়া আর কারউ কাছে চাও্য়ার কিছুই নাই। আমিন।
১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১:২৭
রোহান খান বলেছেন: ছিলেম তবে ব্লগে না দেখার আরেকটা কারন হল মডু মামু।
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৯
টুম্পা মনি বলেছেন: আপনার সন্তানের জন্য অনেক দোয়া রইল রোহান খান। আপনাকে অনেক দিন পর ব্লগে দেখলাম। খুব ব্যস্ত ছিলেন বুঝি?