![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।
তোমার পরিবর্তন আমাকে কস্ট দেয়না, তবে যখন বুজতে পারি মুখশের আড়ালে ঐ যে মানুষটা, যাকে এখন দেখছি আমি, সেটা আমাকে ভেঙেচুরে চুরমার করে দেয়, বুকের জলজ্যান্ত কলিজার উপর প্রচন্ড উত্তপ্ত বালু ঢেলে দেয়, শ্বাসনালী সংকুচিত হয়ে আসে, মনে হয় আর না হয় যাক কোন নি:শ্বাস ঐ আমার দুশছয় খাচার প্রকোস্টে।
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:০২
আদম_ বলেছেন: দুশছয়, প্রকোস্ট, কস্ট, বুজতে