![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।
রোবেলের দুই ওভার বাকি থাকল কেন?আর শেষে রোবেলকে বল করতে দেয়া হলনা কেন?তাসকিন যখন মার খাচ্ছিল তখনওতো রোবেলকে বল করতে দেয়নি এর রহস্য কি সুষ্ট তদন্ত করা হোক। সাকিববের শেষ ওভারে ৬ মারার দৃশ্য সবাই দেখেছেন আশাকরি, ফুল অফ স্ট্যাম্পে বাউন্স দিতে চাইছিলো বোকা আর এই চান্সটিই নিচে ব্যাট্সম্যান, দরকার ছিলো শুধু টাইমিং। এমন বোকার হর্দ কোন ইন্টার ন্যাশনাল প্লেয়ার দেখাতে পারে না। সুন্দরী মেয়ের সাথে বেশীক্ষন থাকলে পুরুষের মাথা ঠিকমত কাজ করেনা। সাকিব ইচ্ছা করে এই ম্যাচটা হরাইছে ।
আর মাহমুদুল্লাহ, একমাত্র উনিই একজন যিনি ব্যাটকে ভালোভাবে নিয়ন্ত্রন করতে জানেন আর তার সাথে নাসির ও একজন অণ্যতম। উনাদের খেলার প্রতিটি স্ট্রাইক ইন্টারন্যাশনাল যেকোন খেলোযারের সমতুল্য। মাঝে মাঝে সাকিব মুশফিকের ব্যাটিং দেখলে আনমনা পিকেটার মনে হয়। শেষ কথা একা সাকিব সাকিব বা আশরাফুল বা মুসফিক বা মাসরাফি কিংবা নাসির কেউনা, সবাই মিলে বাংলাদেশ। সবাইকেই মাহমুদুল্লাহর মত মিলে মিশে ১০০ হতে হবে । ইন্ডিয়ার বিরুদ্ধে জয় ছাড়া অন্য কিছু আশানেই। এবার সব তোমাদের হাতে, তোমারাই পারো এই ১৬ কোটি মানুষকে আরেকবার এক করতে।
১৪ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:১৫
রোহান খান বলেছেন: কোন এক ইন্ডিয়ানের টুইনটের জবাবে আমার উত্তর ছিলো - "কনফিডেন্ট ইজ গুড বাট ওভার কনফিডেন্ট কুউডবি রেজন অফ ব্যাড লাক, মেয় আল্লাফ হেল্পইউ টু লার্ন মোর"।
আমি ইন্ডিয়া বা ঐ দেশের কাউকে অসম্মান করিনি, শুধু বুজিয়েছি আল্লাহ চাইলে তোমার হুং্কার ধুলোয় মিশিয়ে দিবে। আল্লাহ প্লিজ হেল্প আস ...।
২| ১৪ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৫৯
ঢাকাবাসী বলেছেন: ভারত হারতে পারে না? নিশ্চই হারতে পারে।
১৪ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:১৬
রোহান খান বলেছেন: ওদের কাছে হারজিত সম্পুর্ন নিজের কনফিডেন্ট এর উপর, এরা ভুলে গেছে নিজের গাড়িও মাঝে মাঝে ব্রেক ফেল করে.....।
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৫৫
কলাবাগান১ বলেছেন: ইন্ডিয়া নাকানি চোবানি খাচ্ছে জিম্বাবুয়ের সাথে..... বাংলাদেশের সাথে অবধারিত পরাজয়