নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় যেখানে যেমন, তেমনি হতে চাই...

রোহান খান

আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।

রোহান খান › বিস্তারিত পোস্টঃ

বহু আইডি বা ফেইক আইডি

২২ শে জুন, ২০১৫ বিকাল ৪:২৬

আইডি নিজের আইডেন্টিটি। একটি আইডি একটি পরিচয়।
আজকাল আমাদের নেট দুনিয়ায় নতুন কিছু সাইকো দেখতে পাচ্ছি।
এদের থেকে দুরে থাকুন।
কারন এদের কর্মকান্ডই এদের বাপের সংখ্যা বুজিয়ে দেয়।
বহু আইডি ব্যাবহারকারী হতে সাবধান।
এরা নিজেরা কখনো শান্তিতে থাকেনা আর যাদের সাথে থাকে তাদেরও শান্তিত থাকতে দেয় না। (প্রমানিত)
ভেবে দেখুন - নামব সমাজে একটা আইডি যদি একটা মানুষের পরিচয় হয় তাহলে একজন বহু আইডি
ব্যাবহারকারীর আইডির সংখ্যা যত বাপের সংখ্যাও তত।
এতগুলো বাপের বির্য্যের সংমিশ্রনে এদের মায়েদের জোনী বিষাক্ত হয়ে হীন মানষিকতার মানব/মানবী জন্ম দেয়।
তাই এদের নিয়ে ভালো থাকা সম্ভব নয়। এরা অসুস্থ্য।

সাইকোপ্যাথ বা সাইকো হলো ঔন পারসোনালিটি ডিসওর্ডার।
অর্থাত হিউম্যান পারসোনালিটির বাইরে এমন কোন আচরন
যা সাভাবিক জীবনজাপন কে প্রশ্নবিদ্ধ করে তোলে।
এদের থেকে দুরে থাকবেন।

এদের চেনার সবচেয়ে সহজ উপায় হলো :

- এদের অনেকগুলো ফেসবুক/ইমেইল আইডি থাকবে,
- কতগুলো অন্যের নামে আর কতগুলো দুই একটা কাই ফাই নামে,
- অন্যের বা পুতুলের ফটো দিবে,
- দুই একটা উৎসবে কমেন্টস দিবে,
- মাঝে মাঝে নিজের সাইড ফটো বা ফেড ফেসেড ফটো দিবে,
- বেশীর ভাগি মেয়ে, দু একটা ছেলে পাবেন তবে এরা
এদের অনেক গুলো মোবাইল নাম্বারো থাকবে, তবে কোনটিই বেশীদিন চালু থাকবে না।
কোন একজনের কাছে পরিচয় ফাস হবার দরুন হলেই দেখবেন নাম্বারটি বন্ধ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.