![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।
ঈদ মার্কেট যাবো, কিন্তু কিভাবে...? দেশ থেকে যে অনেক দুরে...?
প্রিয়জনকে নিয়ে ঈদ করবো...? কিন্তু কিভাবে...? দেশ থেকে যে অনেক দুরে...?
ঈদের দিনের সকালে তার হাতের পায়েস খেয়ে ছেলেকে নিয়ে ঈদের নামাজ পরতে যাবো...কিন্তু কিভাবে...?
দেশ থেকে যে অনেক দুরে...?
এভাবে আমাদের আর ঈদ করে হয়ে ওঠে না,
এভাবে আমরা ঈদের দিনেও অফিসে কাজে ব্যাস্ত থাকি
এভাবে আমরা কারউ খুব কাছের একজন কখনোই হতে পারিনা
কারন আমরা প্রবাসী, আমাদের সুখ, দু:খ, ইচ্ছা, কস্ট, ভালোলাগাতে তাদের কিছু জায় আসে না...।
আচ্ছা ! খুব জানতে ইচ্ছা করে -
আমরা তো তোমাদের কোন আবাদার অপুরন রাখি না
আমরা তো তোমাদের কাছে কোন দামী গিফট চাই না
আমরা শুধু চাই তোমাদের একজন হতে, এই দুর হতেও
যেনো আমরা তোমাদের একদম কাছে আছি
তবুও তোমাদের দরকারের সময়টুকু ছাড়া আমাদের সম্পুর্ন ভুলে যাও...
এটা বড়ও কস্টদায়ক আমাদের জন্য
কারন আমরা তোমাদের সুন্দর ভবিষ্যতে সাথে আমাদের জীবনের সব-সুন্দর সময়কে বিক্রি করেছি..।
আর আজ এই আমাদের জন্য কি তোমাদের এতটুকুও করুনাও হয় না...।
(সকল অভিবাসীর পক্ষথেকে যারা আপন জন ছেড়ে বিদেশে থাকেন)
২| ৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:০৫
শায়মা বলেছেন:
ঈদের দিনেও ছুটি নাই ভাইয়া???
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: প্রাবাসীরা হলেন টাকার খনি, ব্যস, এটুকুই...