নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় যেখানে যেমন, তেমনি হতে চাই...

রোহান খান

আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।

রোহান খান › বিস্তারিত পোস্টঃ

প্যারা

১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০০

বহুত প্যারায় আছি, মাইয়া মানুষের মন বুজবার গিয়ে সব 'হ-জ-ব-র-ল' হইয়া যাইতাছে।
খালি প্যারা প্যারা প্যারা, এই খানে যাও প্যারা, ঐ খানে যাও প্যারা ----- এসব কি?
আরে জীবন হলো সকালে অফিস যাবো রাতে বাসায় ফিরবো ঘুমাবো খাবো দাবো এইতো, তো তাতে
এতো প্যারা দিলে ক্যামনে কি?
আর ঐ হালারা, সায়েন্টিসরা -
মোবাইলের ডিলিট অপসনের মত 'মনের' ডিলিট অপসনডা বানাইলে এমন কি আর হইত?
সামসং গালাক্সি এস ৬ বা আইফোন ৬ এর চেয়ে বেশী দামী হলেও আমি কিনতাম।
এই প্যরা দেখতাছি আমায় দুনিয়া ছাড়া করবো।
ইয়া আল্লাহ বাচাও আমারে, কি দিয়া তৈরী করছো কে জানে তবে এক্কান পিস বানাইছো।
এই 'পিস' বাংলাদেশে এক্কানি আছে যা আমার ভাগ্যে দিছো।
বাংলাদেশের প্রতিটি ঘড়ে ঘড়ে এমন এক্কান পাডাইদেও।
দেখবা বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা বলে কিচ্ছু থাকবো না।
থাকবো কেমনে রাজনৈতিক সহিংসতা বলতে কিছু চিন্তা করার টাইমি পাইবো না গারান্টি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৪৪

রাজীব নুর বলেছেন: জীবনটাই একটাই প্যারা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.