![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।
তুমি মরবে কেন?
কেন সে তোমাকে ছেড়েছে বলে
তাহলে তোমার সপ্নের কি হবে
ভক্সি সেই মেরুন কালারের গাড়িটি
দোতলা বাড়ি
সমুদ্র স্লান
এসবের হবে কি?
স্বপ্ন গুলোকে মেরে ফেলবে
কখনই না,
সে তো চলে গিয়েছে কারন তার যাবারি কথা
তুমি তো আছো
তোমার স্বপ্নরাও আছে
সাথে তোমার ছেলে
হুম সে আমার ছেলে
একথা মাথা নিচুকরে কেন বলো
যে চলে গিয়েছে ঐ পথে
একটু পাশে তাকাও
এইনাও আরেকটা
ওমা আরেকটা
কিন্তু আমি যে ওকে...
চুপ হও
আমি যা বলেছি
পুরস্কার তোমার যাও খেলা করো
স্বপ্ন গুলোকে সজাগ রাখার জন্যই
বেচে থাকো --
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৪৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।