নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় যেখানে যেমন, তেমনি হতে চাই...

রোহান খান

আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।

রোহান খান › বিস্তারিত পোস্টঃ

অবহিত ভগবান ২

০৩ রা নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৮

ও বলছে আমি তার স্বপ্ন ধংস করেছি
ওমা তাই, কিভাবে
যেভাবে আমার টা হয়েছে
তাহলে তো সমান সমান
হুম, তাহলে কি
চুপ থাকো
আার নিজের উদ্দেশ্যতে যাও
কিন্তু
কোন কিন্তুনা
ও যে স্বপ্ন দেখেছে তা তোমাকে ছাড়া
সে সপ্নের ভিতরে বলছে তোমাকে নিয়ে
সম্পুর্ন মিথ্যা
মনে রেখো নারী হলো গাড়ী
মডেল চেন্জ করো ভালোটা পাবে
কিন্তু ওকে আমি হারাতে পারবো না
কেন
আমি ওকে ভালোবাসি
আমি ওকে কথাদিয়েছি
ওহ, অও তো কথা দিয়েছিলো
রেখেছে
না
তাহলে তুমি ভাবো কেন
ওযে বলছে
সব ছলনা
ও তোমাকে মেরে ফেলবে
তো
পরিবর্তন আনো
কিসে
তোমার ভালোবাসার মনটার
আর
মানুষটির
কি পাবো তাতে
শান্তি
না আমি পারবো না
কে তোমাকে পারতে বলেছে
একবার শুধু শুরু করো
তারপর কি
দেখবে সব আপনা আপনি হয়ে গেছে
না, আমি পারবো না
কেন
আমার ভয়
কিসের
হারানোর ভয়
সেটা তোমার কেন
ওর হও্য়া উচিৎ
কিভাবে
যেভাবে সে সাজানো সংসার হারিয়েছে
সন্তানটাকেও একদিন সেভাবেই হারাবে
আমি যে সব হারিয়েছি
না তুমি কিছুই হারাও নাই
পরিবর্তন হয়েছে মাত্র
আর ও
আগেই তো বল্লাম
মা হয়ে সন্তান হারানোর ব্যাথ্যা
অনেক হয় যা সে জানেনা
কবে জানবে
যখণ বয়সন্ধি পেরুবে
তাহলে কি আমি ওয়েট করবো
কখণোনা
এখন থেকে
তোমার পাপ তোমার
তার পাপ তাহার



মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৫ সকাল ১০:২২

সাবলীল মনির বলেছেন: বেশ তো ক্ষোভের প্রকাশ !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.