![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।
এভাবেই সবাই চলে যায়। এভাবেই সবাইকেই একদিন চলে যেতে হয়।
মায়ের ছোট বেলার দিন গুলোর সাথি ছিলেন তিনি। স্কুল বা বাসা সব খানেই তাদের বন্ধুত্ব। এমন কি দুজনের বিয়ের পরেও যুগ যুগ।
এমন কি আমি হবার পরও সপ্তাহে না হোক মাসে একদিন হলেও তার বাসায় আমার মা যেতেন। এ এমন এক সম্পর্ক।
মা না হলেও মায়ের একজন খুব কাছের মানুষ ছিলেন তিনি। মা বলে কোন দিন ডাকিনি তবে মা যে সে না তা নয়।
যদিও রক্তের সম্পর্ক নেই তবুও একজন মা চলে গেছেন আল্লাহর দরবারে, আল্লাহ তুমি তাকে বেহেস্ত নসীব করো। আমিন....।
©somewhere in net ltd.