নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় যেখানে যেমন, তেমনি হতে চাই...

রোহান খান

আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।

রোহান খান › বিস্তারিত পোস্টঃ

জয়

৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৯

পরোপকার মানুষকে ছোট করে না।
যদি বেচে থেকে চারপাশের মানুষকে হাসি খুশী না রাখতে পারি তবে এই ছোট্ট জীবনের কি লাভ বলো?
যখন মারা যাবো তখন সবাই বলবে ঐ মানুষটি ছিলো যে আমাদের সবাই কে হাসিয়ে ভরিয়ে রাখতো। মিলিয়ে রাখতো।
আর জন্ম যখণ নিয়েছি একদিন তো মরতে হবেই - না, এটাই তো সর্ব সত্য।
এর উল্টোটা ভাবো তো। খুব ভয়ংকর।
যাবার সময় মানুষের ভালবাসাটুকুই আমরা সাথে নিয়ে যা.
যদি সেটাই না পাই তো জীবন বৃথা।
বাইরের মানুষের জন্য নিজের আপন রক্তকে যারা ঘৃনার চোখে দেখে তারা উজবুক, বোকা।
বেচে থাকতেও মরে গেলেও উজবুক আর বোকা।
একটা ছোট্ট চেষ্টা তোমার জীবনে বদলে দিতে পারে।
সব কিছুরি সময় থাকে
এখন তোমার সময় বদলে দেবার, সবাইকে বদলে দেবার, এক করে দেবার।
আমি জানি তুমি পারবে... হয় আজ বা কাল।
না পারলে ভয় নেই, আমি আমি তোমার পাশে ছায়ার মত তোমার জয় কে যুক্ত করতে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.