![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।
ঘটনা ৩
তারপর থেকে যার উপরেই তাকাচ্ছি, তাদের মাথায় একটা ঘড়ি দেখতে পাচ্ছি
ঘড়ি এভাবে ঘোরে ১, ২, ৩, ৪....। কিন্তু সবার মাথার উপর যা দেখছি সেখানে পেছন থেকে ঘুরছে
মানে ৯৯, ৯৮, ৯৭..... এভাবে।
যেন শুন্যের কোঠায় আসলেই সে চলে যাবে।
ঘটনা ২
ঘড়িটা আমার স্ত্রীর মাথায় ১৩, ১২, ১১ দেখাচ্ছে
আমার সন্তানের মাথায়ও ৯৯, ৯৯.৯, ৯৯.৮ দেখাচ্ছে
আবার বাবার দিকে তাকালাম তার মাথায়ও দেখলাম ১৭, ১৬, ১৫
আর মায়ের মাথায় দেখলাম - ০ ০ ০ (শুন্য)
কোথা থেকে শাফিন যেনো দৌরে আসলো ওর মাথায় ৬৯, ৬৮, ৬৭
বারান্দায় গিয়ে দাড়িয় টেরের দোকানে বসা টাকু ওয়ালা লোকটির ২, ১, ০
হটাৎ পেছন থেকে একটা ট্রাক এসে ঐ টাকু আংকেলটার মাথা থেতলে দিয়ে গেলো।
ঘটনা ১
'ড্যান' সদা হাস্য শিষ্ট সুখি একজন মানুষ।
কর্মের সুবাদে ২০১৪ তে আমি 'এ্যলপাইন ড্যাচলান্ডে' কর্মরতের সুবাধে পরিচয়।
বন্ধুত্ব বলবো না তবে ক্লাইন্ট - বায়ারের সম্পর্কের বাইরে আমাদের আরেকটি পরিচয় ছিলো আমরা দুজনেই গিটারিস্ট হবার স্বপ্ন দেখতাম একসময়। আর স্বপ্নই আমাদের এমন কাছে নিয়ে এসেছিলো যা বলে বোঝানো সম্ভব নয়।
তিনি ছিলেন মাত্র ৩৮ বছর বয়সের মানুষ।
এই তো আজ সকলেও ফোনে কথা হলো।
দুপুরে খবর পেলাম তিনি নেই।
১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৭
রোহান খান বলেছেন: মানুষের চলে যাওয়াটা খুবি স্বাভাবিক যেনো ঘড়ি ধরে এই ধরনীতে আসে তারা .... সবাই জানে ...। তারপরেও কেণ এত ঝগড়া বিবাদ, যুদ্ধ, হানাহানী এটা আমার মাথায় ঢুকে না।
২| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪০
রক্তিম দিগন্ত বলেছেন: আমার সন্তানের মাথায়ও ৯৯, ৯৯.৯, ৯৯.৮ দেখাচ্ছে
এইটার সঠিক ক্রম হল - ১০০, ৯৯.৯, ৯৯.৮, ৯৯.৭, ৯৯.৬, ৯৯.৫, ৯৯.৪, ৯৯.৩, ৯৯.২, ৯৯.১, ৯৯।
লেখাটায় কোন ব্যাখ্যা না থাকায় ভাল লাগলো না।
১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৫
রোহান খান বলেছেন: ব্যাখ্যা ব্যাপারটি যার যার কাছে তার নিজের মতন হয়, এজন্যে বলেছি - নিচের থেকে উপরে বা উপর থেকে নিচে যেভাবে ইচ্ছা একবার পড়ে দেখতে পারেন।
৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৮
ঢাকাবাসী বলেছেন: বুঝতে অসুবিধা হল।
১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৩
রোহান খান বলেছেন: স্যার ... ক্ষমা করবেন, কস্ট করে প্রথমে ঘটনা ১, তারপর ঘটনা ৩, তারপর ঘটনা ২ এভাবে পড়ে দেখেন।
©somewhere in net ltd.
১|
১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৪
প্রামানিক বলেছেন: মাথায় ঢুকল না