নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় যেখানে যেমন, তেমনি হতে চাই...

রোহান খান

আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।

রোহান খান › বিস্তারিত পোস্টঃ

আধুনিক ফেইসবুক আটাসুন্দরী (ফটোসুন্দরী) $$ তফাৎ -আটা-ময়দা-সুজি $$ উপরন্তু এদের বিবাহ না করিবার বিধিনিষেধ এর কারন (- রম্য)

১৯ শে মার্চ, ২০১৬ রাত ৩:৫১

কারন, তাহার দুইটা রুপ।

রুপ নং ১

তার চেহারা একদম মলিন, যাহা তিনি আমাদিগকে দেখাইতে ইচ্ছা পোষন করে।
যেমন মাথায় মুরুব্বী দেখলেই কাপড়, বাবা কে সবচেয়ে বেশী ভালোবাসে এরা।
বলতে গেলে এদের বাবা - রা একপ্রকার কিং এর মত আর তিনি হচ্ছে প্রিন্সেস।

কেউ মারা গেলে ফুপিয়ে ফুপিয়ে কেদে কেদে ফেইসবুক আপডেট দেয় এভাবে : "বিশ্বাস হচ্ছে না মানুষটা চলে গেলো"
আর নিজের ফটো চিরদিনি তুমি যে আমার টাইপে ফুটিয়ে (কালার ডিপ্রোচ) তারপর আপডেট।

কতোভালো মেয়েটা । আহা ...।

রমজানে এরা ২৭ টা রোজা রাখার অধিকার রাখেন। রোজা ২৯ হোক বা ৩০ নো প্রবলেম তারা ২৭ টাই রাখবেন।
আর মাগরিবের নামাজ। উফ কোন দিনি বাদ দেন না। তবে মাঝে মাঝে আছরের নামাজ পড়তে ভালোবাসেন।

এমন এক মেয়েকে এব্যাপারে আমি জিগেস করায় তার উত্তর ছিলো এরকম :
উঊঊডজ..ডুড।
সকালে ঘুম'য, দুপুরে স্যার'য আর রাতে টিভি সিরিয়াল, শুধু'য বিকাল'জ আর সন্ধায় ছাদে দাড়িয়ে থাকি।
যেদিন RAIN'z হয় সেদিন সামনের দোকানে কোন ROMEO থাকেনা।
কি আর করা সাদে না গিয়ে নামাজ পরে টাইম পাস - আর কি>... " .. B:-)

তাইলে বুঝেন অবষ্থ্যাটা।


রুপ নং ২

এবার পর্দার বাইরে আসুন
মাঝে মাঝে এদের ঘরের দরজা বন্ধো পাবেন। কারন সামনে পরীক্ষা পড়া চলছে।
জি !!! প্রেম প্রেম পড়া।
আর ফেইসবুক, বাবা বা পরিবার যেই ID জানে সেইটা ব্যাতিত ৫ খান না হলে এদের পোষেই না।
এগুলোর উদেশ্য কিছু 'না' যদি মনে করেন তাহলে ভুল করবেন।
এসব ফালতু একাউন্টে যেসব লোকাল খ্যাত আছে সেগুলোকে দিয়ে তাহার পছন্দের পোলার নাম্বার যোগার - তারপর ফোন।

এরা অবিবাহিত জীবনে রাত ৭ টা থেকে মোবাইলে কথা বলা শুরু করে-
৭টা থেকে ৮ একজন
৮ থেকে ১২ টা একজন
আর ১২ থেকে ৩ টা আরেক জন।

বিবাহিত জীবনে ঐ তিনটার সবগুলোকে বাদ দিয়ে
টাক ওয়ালা কিন্তু টাক ধাকার জন্য টাকা ওয়ালা লোক বয়সে বেশ একটু বেশী তাদের প্রথম পছন্দের।
সারারাত তাদের হ্যাসবেন্ডের সাথে থাকলেও মন পরে থাকে পাশের বাড়ির ভাড়াটিয়া স্মার্ট ছেলেটির দিকে
আর
দিনে দুপুরে মার্কেটে বা কলেজে একটু আধটু বন্ধুদের সাথে দেখা
না করলে হয় না। আর প্রয়োজনে তো লিটনের ফ্লাট আছেই। যখণ দরকার তখন যাও্য়া যাবে ব্যাস।

কিন্তু বেচারা এদের বাবা মায়ে-রা মেয়ের এই চেহারা কোনদিনও দেখতে পায় না।
তাই এদের থেকে দুরে থাকুন।
কোন ভালো মেয়ে নিজেকে পন্য করে দেখতে ভালোবাসে না।
সেই সব মেয়েদের খোজ করুন।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৬ ভোর ৬:২৭

জাহিদ হাসান মিঠু বলেছেন: নোট করে রাখলাম, ভবিষ্যতে কাজে লাগবে !
ভাল থাকবেন, ধন্যবাদ।

২| ১৯ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৪২

দায়ী বলেছেন: খারাপ বলেননি

৩| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৮:২৫

চাঁন মিঞা সরদার বলেছেন: ওয়াও মেনযয, কেমনে পারোও?? অসাম বিশ্লেষন। এডের কে চিনে রাখতে হবে। :)

৪| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৫৮

বিজন রয় বলেছেন: ছবি কই অাটা সুন্দরীর?

৫| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৪৬

আবদুল্লাহ সাফি বলেছেন: চিইন্না রাখলাম আটা সুন্দরিগ

৬| ১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৭:৫৫

অনিক_আহমেদ বলেছেন: হুমম। আটা সুন্দরী হতে সাবধান!

৭| ২৩ শে মে, ২০১৮ দুপুর ১:৫৫

চাঁদগাজী বলেছেন:



আপনি অনেকদিন কিছু লিখেননি; আজকালকার মেয়েদের নিয়ে লিখুন।

২৬ শে মে, ২০১৮ সকাল ৮:৪৫

রোহান খান বলেছেন: লিখবো... কিন্তু সময় পাই না।

৮| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:০৬

রাজীব নুর বলেছেন: ম্যাও ম্যাও পোষ্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.