![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।
লিখতে গিয়ে কিছু লিখা আসে না।
কিছু লেখার ইচ্ছা খুব।
বোবা মানুষ
তাই লিখে বলতে চাই
ডান হাতকে বাম হাত চেপে ধরে
তুই থেমে যা
মানুষের বলা কথায় তুই কস্ট পাস নে
চুপ হয়ে যা
যা লিখেছিলি ওগুলি ভুল করে দিবি
যা ছিলো তা তুই পেয়েছিস
পাওয়া বুজে নে
তাই তুই এখন চলে যা
আমি আর লিখবো না।
২| ২৩ শে মার্চ, ২০১৬ সকাল ৯:১৩
বিজন রয় বলেছেন: হা হা হা
সুন্দর লাগল।
+++
২৩ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪৯
রোহান খান বলেছেন: ধণ্যবাদ রয় সাহেব।
৩| ২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:৫৩
গাজী আরিফুল হায়দার বলেছেন: ভাইয়া তোমার সাথে যোগাযোগ করা যাবে?
১২ ই মে, ২০১৬ দুপুর ২:৪৬
রোহান খান বলেছেন: যোগাযোগ করা যাবে..মেইল করতে পারেন - [email protected]
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৪৯
মাহবুবুল আজাদ বলেছেন: