নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় যেখানে যেমন, তেমনি হতে চাই...

রোহান খান

আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।

রোহান খান › বিস্তারিত পোস্টঃ

আধুনিক ফেইসবুক আটাসুন্দরী (ফটোসুন্দরী) $$ তফাৎ -আটা-ময়দা-সুজি $$ উপরন্তু এদের বিবাহ না করিবার বিধিনিষেধ এর কারন (- রম্য) রিপোস্ট

২৩ শে মে, ২০১৮ সকাল ৯:১০

লেখাটি দুই বছর আগের - সামুতেই লিখেছিলাম আজ হটাৎ মনে হলো রিপোস্ট করি। পড়ে দেখতে পারেন। ভালো লাগবে।
লিংক -
http://www.somewhereinblog.net/blog/rohanstar2007/30118514

আধুনিক ফেইসবুক আটাসুন্দরী (ফটোসুন্দরী) $$ তফাৎ -আটা-ময়দা-সুজি $$ উপরন্তু এদের বিবাহ না করিবার বিধিনিষেধ এর কারন (- রম্য)

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৮ সকাল ৯:৩৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আটা-ময়দা-সুজি, সাথে ভূসি!!:P

ভেতরে তো কিছুই নেই??:(

২৩ শে মে, ২০১৮ সকাল ৯:৫৫

রোহান খান বলেছেন: লিংকে ক্লিক করুন
অথবা
েেুইউআরএল কপিপেস্ট করুন

http://www.somewhereinblog.net/blog/rohanstar2007/30118514

২| ২৩ শে মে, ২০১৮ সকাল ১০:৪২

কামরুননাহার কলি বলেছেন: আপনার ঐ রম্যটি পড়লাম। তবে একটি কথা আমার মাথায় আসে না।
আচ্ছা বলুন তো আপনি ছেলে মানুষ বলে অন্য একটি জাত মানি মেয়ে জাত নিয়ে বলতে আপনার কাছে সুবিধাই হয়েছে। বাহ কি সুন্দর আপনারদের কর্মকাণ্ড। এই সব কিংবা এর থেকে বেশি খারাপ জঘন্য কাজ যে ছেলেরা করে সেইটা বিষয়ও তো একটু রম্য লিখতে পারতেন তাই নয় কি? নাকি আপনার পেট্রিছে লাগবে। যদি পেট্রিছেই লেগে থাকে তাহলে অন্যদের নিয়ে লেখা একটু বাদ দেন। ভালো খারাপ সবাই আছে। মেয়েদের মধ্যেও আছে ছেলেদের মধ্যেও আছে। তবে মেয়েরা কিন্তু আপনাদের মতো এই সব গীবত নিয়ে বসে থাকে না।

২৪ শে মে, ২০১৮ সকাল ৮:৫২

রোহান খান বলেছেন: পুরো মেয়ে জাত নিয়ে আমি লিখেনি। আমার অনুরোধ থাকবে লেখাটির শেষ দিকের লাইনটি আপনি আরেকবার পড়বেন।
"কোন ভালো মেয়ে নিজেকে পন্য করে দেখাতে ভালো বাসে না
সেই সব মেয়েদের খোজ করুন"

৩| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:০৫

রাজীব নুর বলেছেন: হুম।

৪| ২৪ শে মে, ২০১৮ সকাল ১০:২৩

কামরুননাহার কলি বলেছেন: আপনি না বলতে পারে পুরো মেয়ে জাতিকে নিয়ে সেটা আপনার মাথায় নাও থাকতে পারে। আমি মনে করি একটি মেয়েকে বললে দশটি মেয়ের সম্মানে লাগে। যেমন ছেলেদেরকেও যদি কেউ কিছু বলে তাহলে আপনারও সম্মানে লাগবে।
সরি তর্ক করার জন্য। আসলে মেয়েরা যেটাই করুক না কেনো ছেলেদের মুখে কোন খারাপ কথা শুনতে আমার ভালো লাগে না। কারণ ঐ মেয়ে জাতির মধ্যে আমিও যে পরেছি। আর বিষেশ করে আমার ক্ষোপ হওয়ার কারণ একটাই । এই সমাজগুলোর মানুষেরা মেয়েদের দোষটাই সবার উপরে দেখে আর রাখে। কথায় -”আছে না যত দোষ নন্দ ঘোষ”

২৬ শে মে, ২০১৮ সকাল ৮:৪৪

রোহান খান বলেছেন: আপনি কিসে পড়েন? পারলে জানাবেন?

৫| ২৭ শে মে, ২০১৮ সকাল ১০:৫২

কামরুননাহার কলি বলেছেন: আমি বিএসসি করছি। কম্পিউটার সাইন্স নিয়ে।

০৯ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪

রোহান খান বলেছেন: আবারো বলছি,
আমার লেখার শেষাংসে ভালো করে লেখা ছিলো ""কোন ভালো মেয়ে নিজেকে পন্য করে দেখাতে ভালো বাসে না
সেই সব মেয়েদের খোজ করুন"

সেটাকি আপনি পড়েছেন। আর যদি পড়ে থাকেন তাহলে কি বুজেছেন।

বিএসসি করছেন কম্পিউটার সাইন্স নিয়ে। আপনার তো কথাটা বোঝার কথা।
তারপরেও যদি না বুঝে থাকেন তাহলে ক্ষমার চোখে দেখবেন।
আর পরবর্তীতে ছেলেদের নিয়ে সেইম একটা পোষ্ট ও দেখতে পাবেন।

ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.