![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।
আজ এক অনিশ্চয়তার মাঝ থেকে তোমাকে দেখা
আমি তোমার দেয়া পরিহাস কে নিয়ে সমুদ্রে ভাসছি
সেই অজানা কথা আজও জানা হয়নি,
আর হবে কিনা তাও জানিনা
আমার সুপ্ত ভালোবাসা শুধু তোমাকে নিয়ে
আমার ভালোবাসার অপারময় সৃতি শুধু তুমি
তোমার অপরিসিম ভালোবাসার সৃগ্ধতা
আমাকে নতুন করে বাচতে শিখিয়েছে ।
২| ০১ লা এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯
হাবিব বলেছেন: সুপ্ত ভালোবাসা প্রকাশ পেয়ে আপনার প্রেয়সীর মন ছুঁয়ে যাক
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৯ বিকাল ৫:০৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।