![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।
ওরা পাঁচ'জন বন্ধু খাগড়া ছড়ি ঘুড়তে গেছিলো। মাঝের জনের মন খারাপ।
কারন, কয়দিন আগে উনার বউ ভাগছে!
তাই উনার মন ভালো করার জন্য খাগড়া ছড়ি গেছিলো সবাই মিলে।
কতকি পার্টি চলছিলো, বারবিকিউ, ফেরেন্স ফ্রাই।
খাগড়াছড়ি'তে মোবাইল নেটওয়ার্ক সমস্যা।
বেশ'কিছু দিন নেটওয়ার্কের বাইরে ছিলো ওরা।
আজকে এসে পড়েছে ঢাকায়। এসেই পোস্ট দিছে - ফেসবুকে।
২| ১৫ ই জুলাই, ২০২০ দুপুর ২:৪৮
নেওয়াজ আলি বলেছেন: রিমান্ডে বাঁশ দেওয়া দরকার
৩| ১৫ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৩০
শায়মা বলেছেন: হা হা তাই নাকি ভাইয়া??
৪| ১৫ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: জটিল দূর্ণীতি বাজ।
৫| ১৫ ই জুলাই, ২০২০ রাত ১০:৪৭
মা.হাসান বলেছেন: পোস্টের থিম খানা ভালো লাগিয়াছে।
৬| ০১ লা অক্টোবর, ২০২০ দুপুর ১:৩১
নাসরিন ইসলাম বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০২০ দুপুর ১:৫৬
রাজীব নুর বলেছেন: দেশের স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি এবং অব্যবস্থাপনা দেশের অন্য সব সেক্টরের দুর্নীতিকে ছাড়িয়ে গেছে। বাংলাদেশের দুর্নীতি দেখতে দেখতে আমি ক্লান্ত, ক্ষিপ্ত।