![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'কিছুটা তো চাই– হোক ভুল হোক মিথ্যে প্রবোধ, অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় পাক সামান্য ঠাঁই কিছুটা তো চাই, কিছুটা তো চাই...'
এই বিষন্নতায় ভরা রাতের অন্ধকারে
স্তব্ধ হয়ে বসে নিরালায়
চেনা অচেনা জানা অজানাতে
কত শত কল্পনার সুর ভেসে যায়
অমাবস্যার এই রাতের আকাশ
ভাবনায় মিশে যায়
ডাহুক পাখি জেগে রয়
একটি ভোরের অপেক্ষায়
-(মেঘ)
আমার সমস্ত সত্তা দিয়ে যখন তোমাকে অনুভব করি
স্পর্শ করতে চাই তোমার অন্তর্নিহিত সত্তাকে
তখন আমার ভেতরের সমস্ত বোধ,সমস্ত উপলব্ধি থেকে
মোহাবিষ্ট এক সুরের সৃষ্টি হয়,এক অনন্য ঐকতান
যা নিমজ্জিত হয়েছে কোন অচেনা এক গহ্ববরে
একলা আকাশটা আর নক্ষত্রে আলোকিত রাতটা সাক্ষী রইলো
সুরের ঝংকার একদিন বেজে উঠবেই
-(মেঘ)
স্নিগ্ধ শ্বেতশুভ্র তুষারের বুকে আমার এই আনাড়ি হাতে
এলোমেলোভাবে একে যাই ভালোবাসার চিহ্ন
আমি জানি,হয়তো উপহার হিসেবে খুবই যৎসামান্য
কিন্তু পুরোটাই যে তোমারি জন্য
-(মেঘ)
এ যে এক নতুন অনুভূতির জন্ম নিলো আজ
অচেনা এক অনুভুতি,অজানা এক ভালোলাগা
যেন অস্পৃশ্য এক মায়াবী জাদু
ঘোর লেগে যায় চোখে
মায়াবী এই মায়াজালে বন্দী হতে চায় মন
কি যে হলো সেই ভাবনায় কেটে যায় সারাক্ষণ....
-(মেঘ)
ঐ কালো চোখের মাঝে যে একটা দীঘি আছে
সেখানে ডুব দিতে ইচ্ছে করে
স্নিগ্ধ কোমল বাতাস হয়ে আলতো করে
ছুঁয়ে দিতে ইচ্ছে করে
কি যে করি আমি
আজ যে বিদ্রোহী হয়ে উঠেছে মন
কি করে শান্ত রাখি সারাক্ষণ
-(মেঘ)
জানি স্মৃতি হয়ে থাকবে তুমি
লুকিয়ে থাকবে মনের কুঠুরিতে
সেই আনন্দ বেদনার মূহুর্তগুলো সব
মিশে রবে এই অন্তরে
হারানো সুর আর সেই শিকলটা
সাক্ষী হয়ে রবে অগোচরে
-(মেঘ)
ভালোবাসার রংধনু রং ছড়িয়ে পড়েছে আকাশে
সাতরঙা রঙে ভূবন মাতোয়ারা
রাঙিয়ে নাও নিজেকে সবগুলো রঙে
আর খুঁজে নাও ডাহুক পাখিকে
কালবৈশাখী দেখে ভয় পেয়োনা যেন
সেতো ক্ষনিকের আগন্তুক
একটু অপেক্ষা করো সোনা
অচিরেই শেষ হবে অপেক্ষার সময়টুকু
-(মেঘ)
যাক ভেসে মন ঐ সাগর জলে
উন্মাদ ঐ তরঙ্গ তলে
স্বপ্ন সুখের ঢেউ খেলে
ছোট্ট জীবন এগিয়ে চলে
জলকণা আর উদাসী মন
স্বপ্নেই নিদ্রা আর জাগরণ
মাতাল সেই উদাসী হাওয়া
অব্যক্ত উল্লাসের গান গাওয়া
-(মেঘ)
নিস্তব্ধ শান্ত স্মৃতি
মনের গভীরে রাতের ন্যায়
জ্যোত্স্নায় ভেজানো স্বপ্ন চোখের
ঘুম দিয়ে যায় ....
একলা জেগে থাকি আমি
শূন্যদৃষ্টে অজানায়.....
-(মেঘ)
উৎসর্গ:আমার খুব প্রিয় তিন আপুনিকে।অনিনদীতা আমি,রাজকন্যা কঙ্কাবতী,আজ আমি কোথাও যাবো না। আপুনিরা অনেক ভালো থাকো....
০৩ রা মে, ২০১৩ রাত ৯:০৮
রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ আপুনি পড়ার জন্য
২| ০৩ রা মে, ২০১৩ রাত ৮:২৭
অনীনদিতা বলেছেন: ৫ নাম্বার ছবিটা অসামমমমমমমমম
খুব সুন্দর...
০৩ রা মে, ২০১৩ রাত ৯:০৯
রহস্যময়ী কন্যা বলেছেন: হমম. আমি জানি আপুনি যে তোমার পছন্দ হবে...... thnx
৩| ০৩ রা মে, ২০১৩ রাত ৮:২৯
স্বপনবাজ বলেছেন: অনেক ক্ষণ ধরে বারবার রিফ্রেশ করছিলাম ! পরার মত কিচ্ছু পাচ্ছিলাম না !
ছবিগুলো সত্যি সুন্দর ! আর মেঘের কথায় এক কথায় মুগ্ধ !
শুভকামনা থাকলো !
০৩ রা মে, ২০১৩ রাত ৯:১০
রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।আপনার জন্যও শুভকামনা ভাইয়া
৪| ০৩ রা মে, ২০১৩ রাত ৮:৩৩
অনীনদিতা বলেছেন: অনীনদিতা কি আমি?
০৩ রা মে, ২০১৩ রাত ৯:১২
রহস্যময়ী কন্যা বলেছেন: বুঝে নাও আপুনি
৫| ০৩ রা মে, ২০১৩ রাত ৮:৩৭
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
প্রতি কবিতার শেষে বন্ধনীকৃত মেঘ দ্বারা কি বুঝাচ্ছেন?
মেঘ সিরিজ?
যাই হোক, কবিতাগুলোয় মুগ্ধ হলাম।
শুভ কামনা।
০৩ রা মে, ২০১৩ রাত ৯:১৫
রহস্যময়ী কন্যা বলেছেন: আসলে ভাইয়া আমি প্রতিটি কবিতার শেষে এমনিতেই আমার নাম দিয়েছি।আর কিছুই না।পড়ার জন্য অনেক ধন্যবাদ
৬| ০৩ রা মে, ২০১৩ রাত ৮:৪৫
অপি আক্তার বলেছেন: চমৎকার
০৩ রা মে, ২০১৩ রাত ৯:১৬
রহস্যময়ী কন্যা বলেছেন: thnx apuni
৭| ০৩ রা মে, ২০১৩ রাত ৮:৫৮
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: পোস্ট পড়তে যাচ্ছি। তার আগে অপি আফারে হাই।
হ্যালো আফা কেমুন আছেন???
মাইরালা আম্রে রহস্যময়ী কন্যাও সেলেব্রেটি হয়া গেল???
০৩ রা মে, ২০১৩ রাত ৯:১৭
রহস্যময়ী কন্যা বলেছেন:
৮| ০৩ রা মে, ২০১৩ রাত ৯:০২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার মেঘ বচন , সুন্দর ছবি ।
০৩ রা মে, ২০১৩ রাত ৯:১৯
রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া আমার লেখা পড়ার জন্য
৯| ০৩ রা মে, ২০১৩ রাত ৯:১০
সায়েদা সোহেলী বলেছেন: মেঘ বাক্যে মুগ্ধতা! !!!!!
০৩ রা মে, ২০১৩ রাত ৯:২১
রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ আপুনি,ভালো থাকবেন
১০| ০৩ রা মে, ২০১৩ রাত ৯:১২
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: @মেঘ, কবিতাগুলি অসাধারন হয়েছে। প্লাস, প্লাস, প্লাস।
পাঁচ নম্বর পিলাচ টিপছি। সাথে অপি আফারেও পিলাচ।
আসলে অপি আপুনিরে দেখে কবিতা পড়ার কথা প্রায় ভুলে গেছিলাম।
@অপি আফা আপ্নার আরেকটা কমেন্ট আমার ব্লগে পাওয়ার অপেক্ষায় আছি
০৩ রা মে, ২০১৩ রাত ৯:১৭
রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।আপনার জন্য শুভকামনা ভাইয়া
১১| ০৩ রা মে, ২০১৩ রাত ৯:২৩
এরিস বলেছেন: ৬ নাম্বার ছবিটা খুব সুন্দর। লেখাগুলো ছোট কিন্তু অনুভূতির সুতীব্র বহিঃপ্রকাশে সমর্থ।। যদি কিছু মনে না করেন, লেখিকার কাছে একটি প্রশ্নঃ আপনি কি ফেসবুকে '' মেঘ বৃষ্টি জল'' নামের পেজের কেউ?
০৩ রা মে, ২০১৩ রাত ৯:৪৬
রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।আর আমি ওই পেজ এর কেঊ না।
১২| ০৩ রা মে, ২০১৩ রাত ৯:৩০
সোহাগ সকাল বলেছেন: সবাই তো বইলা দিলো সব। আমি আর কি কমু!
০৩ রা মে, ২০১৩ রাত ৯:৪৮
রহস্যময়ী কন্যা বলেছেন: কিছুই কি বলবেন না ভাইয়া?? এই দুঃখ আমি কই রাখি??
১৩| ০৩ রা মে, ২০১৩ রাত ৯:৫৮
তামিম ইবনে আমান বলেছেন: ছোটখাট একটা কবিতা পোস্ট করার আগে অনেক গুলো কবিতা একসাথে পোস্ট করাকে আমি সমর্থন করি।
আপনার কবিতাগুলো ভালো লাগলো। ছবিগুলোও সুন্দর। প্লাস।
০৩ রা মে, ২০১৩ রাত ১০:০৬
রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া পড়ার জন্য.... প্রোপিকটা তো জোসসসসসসস
১৪| ০৩ রা মে, ২০১৩ রাত ১০:৩৬
এম এম কামাল ৭৭ বলেছেন: ভাল লাগলো।
০৩ রা মে, ২০১৩ রাত ১১:০৪
রহস্যময়ী কন্যা বলেছেন: thnx
১৫| ০৩ রা মে, ২০১৩ রাত ১০:৫৪
একজন আরমান বলেছেন:
দুই আর পাচ নাম্বার টা বেশি ভালো লেগেছে।
শুভকামনা মেঘ।
০৩ রা মে, ২০১৩ রাত ১১:১৩
রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আরমান ভাইয়া......একা থেকে দোকা কবে হবেন ভাইয়া???
১৬| ০৩ রা মে, ২০১৩ রাত ১০:৫৫
মাহতাব সমুদ্র বলেছেন: ঘোর লাগা গুমোট আবহাওয়ার মাঝে এক শীতল বাতাসের ঝাপটায় যেমন অজানা ভালোলাগায় শিহরণ খেলে যায়.. তেমনি চরণগুলো শীতল বাতাসের মতই ছুঁয়ে গেলো..
০৩ রা মে, ২০১৩ রাত ১১:১৪
রহস্যময়ী কন্যা বলেছেন: তোমার কমেন্টটাও মন ছুয়ে গেলো ভাইয়া
অনেক ভালো থেকো
১৭| ০৩ রা মে, ২০১৩ রাত ১০:৫৯
*কুনোব্যাঙ* বলেছেন: চমৎকার ভাব, চমৎকার ছন্দ এবং মধ্যিখানে চমৎকার সব ছবি সংগ্রহ সব মিলে সুন্দর।
নবম ভালোলাগ
০৩ রা মে, ২০১৩ রাত ১১:১৭
রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া পড়ার জন্য
১৮| ০৩ রা মে, ২০১৩ রাত ১১:১৮
দ্রুতগামী উল্কা বলেছেন: খুব সুন্দর হইছে। +++ ইনফিনিটি।
প্রত্যেকের আলাদা একটা পৃথিবী থাকে, কারো পৃথিবীতে থাকে মেঘের আনাগোনা আর কারো সূর্য রশ্নি। কিন্তু এসবের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের দায়িত্ব গুলো। যাই হোক এতো সুন্দর কিছু [যদিও আমার কাছে সব মিলে একটা মনে হইছে, ] কবিতা পড়ে সত্যি মুগ্ধ। কবির অনুভূতির তীব্রতা যেকোনো মানুষকে ছুয়ে যাবে, যদিও পৃথিবীতে কিছু কিছু রোবোট ও বাস করে।
০৩ রা মে, ২০১৩ রাত ১১:২৭
রহস্যময়ী কন্যা বলেছেন: আমার কবিতাগুলো একান্তই আমার মনের এলোমেলো সব কথামালা।রোবোট না হোক অন্তত কোন মানুষকে ছুঁয়ে গেলেই তা হবে আমার কবিতার সার্থকতা।সময় করে আমার লেখা পড়ার জন্য ধন্যবাদ ভাইয়া.......
১৯| ০৭ ই মে, ২০১৩ সকাল ১০:৫৬
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
ঐ কালো চোখের মাঝে যে একটা দীঘি আছে
সেখানে ডুব দিতে ইচ্ছে করে
স্নিগ্ধ কোমল বাতাস হয়ে আলতো করে
ছুঁয়ে দিতে ইচ্ছে করে
কি যে করি আমি
আজ যে বিদ্রোহী হয়ে উঠেছে মন
কি করে শান্ত রাখি সারাক্ষণ - এইটা আমার সব চাইতে পচ্ছন্দ হয়েছে !!
অনেক অনেক ভালোলাগা নিও আপুউ !!!!!!
প্রতিটা কবিতাই ছুঁয়ে গেলো !
আর ক'কেজি ধইন্ন্যা লাগবে কও তো :#> :#> আমি কয়েক কেজি নিয়ে বসে আছি তোমার জন্যে
ভালো থেকো আপুনি ... অনেক অনেক অনেক ভালো !
০৭ ই মে, ২০১৩ দুপুর ১২:৫৬
রহস্যময়ী কন্যা বলেছেন: আপুনি এতো পরে দেখলা??সামু তো সব সুন্দর ছবি খেয়ে দিসে।এইটা কিসু হইলো বলো?? আমি তো তোমাকে দেখাতেই পারলাম না ধইন্ন্যা দিয়া আর কি হবে?? এই দুঃখ আমি কই রাখি বলো আপুনি
২০| ০৭ ই মে, ২০১৩ দুপুর ১:৪৫
রাফা বলেছেন: অনেক,অনেক-অনেক সুন্দর হোয়েছে।
আমি পুরো অবাক,মেঘ তো পুরো পুরি
কবি হোয়ে যাচ্ছে।
খুব ভালো লাগলো।
রহস্যময়ী কন্যা।
ধন্যবাদ।
০৭ ই মে, ২০১৩ রাত ১১:৪২
রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ রাফা ভাইয়া।আমাকে কবি বললে কবি যারা আছেন তারা কবিতা লেখা ছেড়ে দিবেন।একটু চেষ্টা করলাম আর কি....পড়ার জন্য ধন্যবাদ।
২১| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৩:১৭
বাংলার হাসান বলেছেন: কবিতার আমি কিছুই বুঝিনা কি কইতে গিয়া কোন বিপদে পড়ি, ++++++দিয়া যাইগা।
০৭ ই মে, ২০১৩ রাত ১১:৫৩
রহস্যময়ী কন্যা বলেছেন: onk thnx vaiya
২২| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৪:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
মেঘ সমগ্র ভালই লাগল
০৭ ই মে, ২০১৩ রাত ১১:৪৯
রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য কান্ডারী ভাইয়া
ভালো থাকবেন অনেক
২৩| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৪:১৮
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
দুঃখিত আপু । ছবি দেখতে পাচ্ছি না , কিন্তু কাব্য সমগ্র তো পাচ্ছি ... এটাই তো অনেক ... আমি দেখেছিলাম সেল থেকে । কিন্তু উৎসর্গ খেয়াল করিনি । এবার ডেএক্সটপ থেকে দেখে তো অবাক ! মন্তব্য ও দেয়া হয়নি ... দিতে এসেছিলাম তাই ...
দুঃখ কইরো না রে আপ্পি ! ... ( যদিও ছবি দেখতে না পারার কষ্ট আমি ও পাচ্ছি! )
আমি সামু থেকে একেবারে বিদায় নেবার প্রস্তুতি নিচ্ছি ...
আশা করি তুমি ভালো থাকবে আপি ...
লেখা লিখি কখনো ছাড়বে না খবরদার ! তোমার মাঝে অনেক কিছুই( প্রতিভা) আছে যা আমরা সবাই চাই বেরিয়ে আসুক ...
অনেক শুভ কামনা থাকবে সব সময় !
পাশে সব সময় থাকবো ...
০৮ ই মে, ২০১৩ রাত ১২:০০
রহস্যময়ী কন্যা বলেছেন: কিন্তু কেন আপুনি??ব্লগ কেন ছেড়ে দিবা??এমন কি হয়ে গেলো আপুনি??
মানলাম যে তোমার হয়তো কারো কথায় কষ্ট হয়েছে কিন্তু সেজন্য তুমি আমাদেরকে ছেড়ে, এই ব্লগ ছেড়ে চলে যাবা এটা কেমন কথা আপুনি??
না না সেটা তো হবে না আপুনি।তুমি তোমার মত বদলাও লক্ষী আপুনি আমার।
পিলিজ লাগে....
২৪| ০৭ ই মে, ২০১৩ রাত ১১:৫১
সেলিম আনোয়ার বলেছেন: কিছু সুন্দর ছবি আর মেঘের এলোমেলো লেখা. ভাল লাগলো +++++১২
০৮ ই মে, ২০১৩ রাত ১২:০৪
রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
২৫| ০৯ ই মে, ২০১৩ বিকাল ৫:০৮
সায়েম মুন বলেছেন: সুন্দর সব কবিতা। অনেক ভাললাগা রইলো।
০৯ ই মে, ২০১৩ রাত ১০:১৪
রহস্যময়ী কন্যা বলেছেন: আরেহ!কবি দেখি আজকে আমার ব্লগ বাড়িতে.....স্বাগতম কবি
আমার এই অগোছালো লেখা পড়ার জন্য অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন অনেক
২৬| ০৯ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
হা হা হা আপ্পি ! একটা মানুষ না থাকলে কিছু হয় নারে বুড়ী!!! ... কেমন আছো!!??
০৯ ই মে, ২০১৩ রাত ১০:২২
রহস্যময়ী কন্যা বলেছেন: কেমনে ভালো থাকি বলো?? তোমাকে ফেবুতেও তো পাচ্ছিনা.....ব্যাক করো আপুনি
২৭| ১০ ই মে, ২০১৩ দুপুর ১:০৭
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
নারে আপ্পি ... যে যায় সে আর ফেরে না ...
অনেক প্রিয় প্রিয় কিছু থেকে মায়া কাটানোর চেষ্টায় ছিলাম ... পেরেছি মনে হয় এবার ...
সামু এবার একদমই ছেড়ে দিলাম ...
তবে মাঝে মাঝে এসে তোমাদের দেখে যাবো আপ্পিইইইইই ... তোমাকে , শ্রাবণজল আপুনি , অনিন্দিতা আপুনি , বনলতা আপুনি কে এসে এসে দেখে যাবো ...
ভালো থেকো অনেএএএএএএএক ...
১০ ই মে, ২০১৩ বিকাল ৩:৩২
রহস্যময়ী কন্যা বলেছেন: ঠিক আছে আপুনি তুমি যা ভালো মনে করো
অনেক অনেক ভালো থেকো
আর আমাদের মনে রেখো
২৮| ১৫ ই মে, ২০১৩ সকাল ৭:২২
স্নিগ্ধ শোভন বলেছেন:
চমৎকার !!!!
++++++++++++
@তোমার গল্পের মৃত রাজকন্যা।
হে গল্পের পেত্নী !!!
তোমার হটাত কি হইলো???
আশা করি আবার ফিরে আসবে আমাদের মাঝে।
শুভ কামনা রইলো।
১৬ ই মে, ২০১৩ রাত ১:২৪
রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ শোভন ভাইয়া।
আর আমরা সবাই চাই যে আপুনি আবার ব্লগে ফিরে আসুক
২৯| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১:১১
শ্রাবণ জল বলেছেন: ছবি দেখা যাচ্ছেনা।
কবিতা ভাল লেগেছে।
শুভ কামনা।
০৪ ঠা জুন, ২০১৩ রাত ৯:৫৭
রহস্যময়ী কন্যা বলেছেন: হুম ধন্যবাদ আপুনি।এই কবিতা গুলোর সাথে মিলিয়ে চমৎকার কিছু ছবি দিয়েছিলাম।সামু সব খেয়ে দিলো
৩০| ০৯ ই জুন, ২০১৩ রাত ১:৩৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুমম
০৯ ই জুন, ২০১৩ দুপুর ২:০২
রহস্যময়ী কন্যা বলেছেন: আমিও বলি হুমম
৩১| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন:
২৯ শে জুন, ২০১৩ রাত ৯:৪২
রহস্যময়ী কন্যা বলেছেন:
৩২| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২৬
প্রত্যাবর্তন@ বলেছেন: মিস্টি কবিতায় প্লাস ।
১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৮
রহস্যময়ী কন্যা বলেছেন: ধন্যবাদ আপনাকে
৩৩| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২৮
~মাইনাচ~ বলেছেন: ছবিতো দেখা যায়না
১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৪
রহস্যময়ী কন্যা বলেছেন: সামু খেয়ে দিসে সব ছবি ভাইয়া
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৩ রাত ৮:২৭
আজ আমি কোথাও যাবো না বলেছেন: স্নিগ্ধ শ্বেতশুভ্র তুষারের বুকে আমার এই আনাড়ি হাতে

এলোমেলোভাবে একে যাই ভালোবাসার চিহ্ন
আমি জানি,হয়তো উপহার হিসেবে খুবই যৎসামান্য
কিন্তু পুরোটাই যে তোমারি জন্য
লাইন গুলো অসাম হয়েছে গো আপু! প্রথম প্লাস দিলাম! সাথে শতশত প্লাস পাওনা রৈলো অপুর্ব একটা পোস্ট দেয়ায়।