![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'কিছুটা তো চাই– হোক ভুল হোক মিথ্যে প্রবোধ, অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় পাক সামান্য ঠাঁই কিছুটা তো চাই, কিছুটা তো চাই...'
যে নূপুরের শব্দ সৃষ্টি করতো কারো হৃদয়মন্দিরে আলোড়ন
আলতো করে জাগিয়ে যেতো মৃদু শিহরণ
আজ সে নূপুর হয়েছে দৃশ্যমান শিকল
হয়েছে তুচ্ছ,মায়াহীন আর অচল
সাধের তানপুরাটা আজ অবহেলিত
মলিন,প্রতিটি তারে ধুলার রাজত্ব
বালিকার সঙ্গী এখন শুধু তামুকের ধূম্রজাল
দেহের প্রতিটি পরতে এখন নেশার মায়াজাল
আনত সে নয়নে শুধু একটি দিনের প্রতীক্ষা
তবেই তো সফল হবে তার সকল তিতীক্ষা।
যেদিন আসবে তার মহামুক্তির দিন
ফুরাবে অপেক্ষা, স্বাধীনতা সীমাহীন।
১১ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
রহস্যময়ী কন্যা বলেছেন: ধন্যবাদ ভাইয়া।আপনাকেও শুভকামনা
২| ১১ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
মাহতাব সমুদ্র বলেছেন: প্রথম প্যারার, ভাষা নির্বাচন ঠিক আছে কিন্তু সামঞ্জস্য আরো দরকার। প্রথম প্যারা গদ্য কাব্য হলেও দ্বিতীয় প্যারা ছন্দ কাব্য হয়েছে। যে কোন একট।। নিতে হবে। শুভ কামনা।।
১১ ই জুন, ২০১৩ রাত ৮:০৩
রহস্যময়ী কন্যা বলেছেন: আমি তো পুরাটা ছন্দ কাব্যই করতে চেয়েছি ভাইয়া।হয়নাই বুঝি??
৩| ১১ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
*কুনোব্যাঙ* বলেছেন: বিরানীর সাথে যেমন বোরহানী লাগে ছ্যাকার সাথে তেমনি তামুকের ধোঁয়া :দ
১১ ই জুন, ২০১৩ রাত ৮:১৪
রহস্যময়ী কন্যা বলেছেন: আপনি কুনোব্যাঙ হইয়া মনুষ্য প্রজাতির এতোকিছু কেমনে বুঝেন?? জানতে মন চায়
৪| ১১ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর।
শুভসন্ধ্যা ||
১১ ই জুন, ২০১৩ রাত ৮:১৫
রহস্যময়ী কন্যা বলেছেন: ধন্যবাদ ভাইয়া।শুভসন্ধ্যা
৫| ১১ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
অদ্বিতীয়া আমি বলেছেন: সুন্দর , ভাল লেগেছে ।
১১ ই জুন, ২০১৩ রাত ৮:১৭
রহস্যময়ী কন্যা বলেছেন: ধন্যবাদ আপু।কেমন আছো??
৬| ১১ ই জুন, ২০১৩ রাত ৮:০৬
অপর্ণা মম্ময় বলেছেন: ভালো লেগেছে জেদী বালিকার কথা । তবে নেশার মায়াজাল ভালো না
শুভেচ্ছা রহস্যময়ী কন্যা
১১ ই জুন, ২০১৩ রাত ৮:২০
রহস্যময়ী কন্যা বলেছেন: আপু আমি আসলে বাস্তবতাকে একটু তুলে আনার চেষ্টা করেছি মাত্র।
ধন্যবাদ আপু।আপনাকেও শুভেচ্ছা
৭| ১১ ই জুন, ২০১৩ রাত ৮:১৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুমম
১১ ই জুন, ২০১৩ রাত ৮:২১
রহস্যময়ী কন্যা বলেছেন: কেমন আছেন ভাইয়া আপনি?? দেখি এইটার কি রিপ্লাই দেন।
৮| ১১ ই জুন, ২০১৩ রাত ৮:২৭
রোজেল০০৭ বলেছেন: নেশার মায়াজাল আসলেই ভালো না,''
তবু ও কবিতায় একরাশ ভালো লাগা।
১১ ই জুন, ২০১৩ রাত ৯:০৯
রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
৯| ১১ ই জুন, ২০১৩ রাত ৮:৪৭
তুষার আহাসান বলেছেন: ৩ নং ভাল লাগা।
১১ ই জুন, ২০১৩ রাত ৯:০৮
রহস্যময়ী কন্যা বলেছেন: ধন্যবাদ আপনাকে
১০| ১১ ই জুন, ২০১৩ রাত ৮:৫৪
প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো।
১১ ই জুন, ২০১৩ রাত ৯:০৫
রহস্যময়ী কন্যা বলেছেন: ধন্যবাদ
১১| ১১ ই জুন, ২০১৩ রাত ৯:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: বালিকার সঙ্গী এখন শুধু তামুকের ধূম্রজাল...তামাকের হলে আরও ভাল হত বোধ হয়।
কবি দারুণ হয়েছে কবিতা । ভাল লাগলো।
১১ ই জুন, ২০১৩ রাত ৯:৫৫
রহস্যময়ী কন্যা বলেছেন: তামুক শব্দটা ইচ্ছে করেই ব্যবহার করেছি ভাইয়া।
ধন্যবাদ আপনাকে
১২| ১১ ই জুন, ২০১৩ রাত ১০:১২
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ভাল হৈছে কন্যা
১১ ই জুন, ২০১৩ রাত ১০:৪১
রহস্যময়ী কন্যা বলেছেন: আপনাকে অনেক ধইন্যাপাতা ভাইয়া
১৩| ১১ ই জুন, ২০১৩ রাত ১০:২৩
স্বপ্নবাজ অভি বলেছেন: অপেক্ষার অবসান হোক ! পোষ্টে প্লাস
১১ ই জুন, ২০১৩ রাত ১০:৪৪
রহস্যময়ী কন্যা বলেছেন: ধন্যবাদ অভি ভাইয়া
১৪| ১১ ই জুন, ২০১৩ রাত ১০:৩১
অনীনদিতা বলেছেন: কন্যা ছলাত ছলাত নাচেরে,পিছন পানে চায়নারে......
ও কইন্যা বুঝছোতো?
১১ ই জুন, ২০১৩ রাত ১০:৩৬
রহস্যময়ী কন্যা বলেছেন: আপুনি তুমি একটু পিছন ফিরে চাও না গো।ব্লগকে তো ভুলেই গেলা একেবারে
১৫| ১১ ই জুন, ২০১৩ রাত ১০:৪০
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: ওইখানে(ফেবুতে) না বলে এইখানে বলতে এলাম ...... লেখার হাত দিন দিন কি ভালো হচ্ছে রে আপ্পিই !!
++++
১১ ই জুন, ২০১৩ রাত ১০:৪৯
রহস্যময়ী কন্যা বলেছেন: হাহাহা।এইতো আপুনি তোমাদের লেখা পড়ে পড়ে শিখছি একটু একটু করে।ধন্যবাদ আপুনি তোমাকে।ব্লগে তোমাদের কারণেই তো লেখার সাহস পাই আপুনি। ভালো থেকো অনেক
১৬| ১১ ই জুন, ২০১৩ রাত ১০:৪০
মাহবু১৫৪ বলেছেন: চরম
+++++++
১১ ই জুন, ২০১৩ রাত ১০:৫০
রহস্যময়ী কন্যা বলেছেন: ধন্যবাদ
১৭| ১১ ই জুন, ২০১৩ রাত ১১:৫৫
হাসান মাহবুব বলেছেন: বালিকা কিসের জন্যে অপেক্ষা করে আছে? অবক্ষয়ের চুড়ান্তে যেতে, নাকি নতুন ভোরে জেগে উঠতে?
১২ ই জুন, ২০১৩ রাত ১২:২৫
রহস্যময়ী কন্যা বলেছেন: ভাইয়া এখানে বালিকা মৃত্যুর জন্য অপেক্ষা করছে যাতে করে তিলে তিলে শেষ হওয়া থেকে মুক্তি লাভ করবে সে.......
১৮| ১২ ই জুন, ২০১৩ রাত ১২:৫৮
একজন আরমান বলেছেন:
ভালো লাগলো কিন্তু কেমন যেন বিপরীতমুখি মনে হয়েছে নিচের লাইনগুলি।
বালিকার সঙ্গী এখন শুধু তামুকের ধূম্রজাল
দেহের প্রতিটি পরতে এখন নেশার মায়াজাল
আনত সে নয়নে শুধু একটি দিনের প্রতীক্ষা
তবেই তো সফল হবে তার সকল তিতীক্ষা।
১২ ই জুন, ২০১৩ সকাল ৯:৫০
রহস্যময়ী কন্যা বলেছেন: ভাইয়া কথাগুলো অভিমানী বালিকার তো তাই এরকম মনে হয়েছে
ধন্যবাদ তোমাকে
১৯| ১২ ই জুন, ২০১৩ রাত ১২:৫৯
বাংলার হাসান বলেছেন: চমৎকার কাব্য। যদিও কাব্যের "ক" বুঝিনা।
১২ ই জুন, ২০১৩ সকাল ৯:৫২
রহস্যময়ী কন্যা বলেছেন: হাহাহা।ধন্যবাদ
২০| ১২ ই জুন, ২০১৩ রাত ১:০০
শিপু ভাই বলেছেন:
যেদিন আসবে তার মহামুক্তির দিন
ফুরাবে অপেক্ষা, স্বাধীনতা সীমাহীন।
++++++++++++++++++
তবে নয় হতাশা- বিরহের পদ্য
আনন্দের ভরে যাক মনটা তোর সদ্য!!!
১২ ই জুন, ২০১৩ সকাল ৯:৫৪
রহস্যময়ী কন্যা বলেছেন: ভাইয়া আমি লিখতে গেলে কেন যেন এইগুলাই বের হয়
তবে এরপর চেষ্টা করবো ভিন্নধর্মী লিখতে
অনেক ধন্যবাদ আর শুভকামনা
২১| ১২ ই জুন, ২০১৩ রাত ১:১৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন তো।
ভালো লাগলো।।
১২ ই জুন, ২০১৩ সকাল ৯:৫৭
রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকবেন অনেক
২২| ১২ ই জুন, ২০১৩ রাত ১:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ওয়াও +++++
১২ ই জুন, ২০১৩ সকাল ৯:৫৮
রহস্যময়ী কন্যা বলেছেন: আপনাকে এত্তগুলা ধন্যবাদ ভাইয়া
২৩| ১২ ই জুন, ২০১৩ রাত ৩:০৫
ঘুড্ডির পাইলট বলেছেন: বালিকার সঙ্গী এখন শুধু তামুকের ধূম্রজাল
দেহের প্রতিটি পরতে এখন নেশার মায়াজাল
আনত সে নয়নে শুধু একটি দিনের প্রতীক্ষা
তবেই তো সফল হবে তার সকল তিতীক্ষা।
হঠাত কবিতা কেনও ?
১২ ই জুন, ২০১৩ সকাল ১০:০১
রহস্যময়ী কন্যা বলেছেন: ভাইয়া একটু চেষ্টা করে দেখলাম কেমন হয়।ভাইয়া কেমন হইসে না বলেই চলে গেলেন??এই দুঃখু আমি কই রাখি
২৪| ১২ ই জুন, ২০১৩ সকাল ১০:৩৫
হাবিব কবি বলেছেন:
সেই রাতে ওর ঘুম ভাঙ্গিয়ে
ভুল করেছি
যে ছিল বংশী বাদক
সে এখন মাদক সেবক।
১২ ই জুন, ২০১৩ সকাল ১১:০৮
রহস্যময়ী কন্যা বলেছেন: ভাইয়া ঠিক ধরতে পারি নাই
২৫| ১২ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৮
ৎঁৎঁৎঁ বলেছেন: নেশার মায়াজাল ছাড়া বাইচ্যা লাভ কি?
কবিতা, সুরা অথবা উৎকর্ষ, যার যেটা পছন্দ!
কবিতা ভাল লেগেছে হে রহস্যময়ী! আরও কবিতা চাই!
প্রথম প্যারা আর দ্বিতীয় প্যারার টোন(ছন্দ) একটুখানি আলাদা হইসে, একই হইলে বেশী ভাল লাগত।
শুভকামনা রইল।
১২ ই জুন, ২০১৩ দুপুর ২:১৫
রহস্যময়ী কন্যা বলেছেন: খাইসে!!!!!!!!! কাকে দেখলাম আমার ব্লগে???
কবিকে আমার ব্লগে স্বাগতম
ভাইয়া আমি কবিতা লিখায় নতুন তো তাই একটু এমন হইসে।আমি এরপর থেকে আরো ভালো লেখার চেষ্টা করবো।আর আপনারা যদি একটু আমার ভুলগুলো ধরিয়ে দেন খুব খুশি হব।ভালো থাকবেন অনেক।
২৬| ১২ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৪
ভিয়েনাস বলেছেন: অভিমানি বালিকার কাব্য ভালো লাগলো.....
প্লাস
১২ ই জুন, ২০১৩ দুপুর ২:১৭
রহস্যময়ী কন্যা বলেছেন: আমার ব্লগবাড়িতে স্বাগতম ভিয়েনাস
কবিতা পড়ার জন্য ধন্যবাদ অনেক।
শুভকামনা আপনার জন্য
২৭| ১২ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩১
অদৃশ্য বলেছেন:
লিখাটি চমৎকার হয়েছে...
তবে
মহামুক্তি শব্দটি অন্যকিছু ভাবায়...
শুভকামনা...
১২ ই জুন, ২০১৩ রাত ৯:২১
রহস্যময়ী কন্যা বলেছেন: আমি এখানে মৃত্যু বুঝিয়েছি।ধন্যবাদ আপনাকে
২৮| ১২ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
শিপন মোল্লা বলেছেন: চমৎকার
১২ ই জুন, ২০১৩ রাত ৯:২৩
রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভকামনা রইলো
২৯| ১২ ই জুন, ২০১৩ রাত ৯:৩৪
আরজু পনি বলেছেন:
বালিকার জন্যে শুভকামনা রইল।।
১২ ই জুন, ২০১৩ রাত ১১:২২
রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ আপু।আমার ব্লগে স্বাগতম
৩০| ১২ ই জুন, ২০১৩ রাত ১০:০৩
তানিয়া হাসান খান বলেছেন: সুন্দর তো! +++++++++
১২ ই জুন, ২০১৩ রাত ১১:৪৫
রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ আপু।আমার ব্লগে স্বাগতম
৩১| ১৩ ই জুন, ২০১৩ সকাল ৯:৫৮
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: এমন স্বাধীনতা আমিও চাই.....
কবতে সেইরকম হৈছে। প্লাস না দিলে অন্যায় হপে.......+++
১৩ ই জুন, ২০১৩ সকাল ১০:০৩
রহস্যময়ী কন্যা বলেছেন: তোমাকে ধইন্না ভাইয়া
শুভকামনা রইলো
৩২| ১৩ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫০
আজ আমি কোথাও যাবো না বলেছেন: পড়লাম আপ্পি। অনেক ভালো লেগেছে। ব্লগে অনিয়মিতো হয়ে পড়ছি মনে হচ্ছে।
১৩ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৮
রহস্যময়ী কন্যা বলেছেন: তাওতো মনে করে আমার ব্লগে এসেছো আপু।আমি খুশি
ভালো থাকো আপু
৩৩| ১৫ ই জুন, ২০১৩ দুপুর ১:২৯
সিয়ন খান বলেছেন: ভাল হইছে।
১৬ ই জুন, ২০১৩ দুপুর ২:৪৩
রহস্যময়ী কন্যা বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৩৪| ১৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১২
শ্রাবণ জল বলেছেন: কবিতায় ভাল লাগা।
২০ শে জুন, ২০১৩ বিকাল ৫:১৬
রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ আপুনি
৩৫| ২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বালিকার প্রতিক্ষার অবসান হোক ।
সহজ ভাষায় কঠিন এক কবিতা লিখেছেন ।+++++++++
২১ শে জুন, ২০১৩ রাত ৮:৪৯
রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া আপ্নাকে
৩৬| ২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বালিকার প্রতিক্ষার অবসান হোক ।
সহজ ভাষায় কঠিন এক কবিতা লিখেছেন ।+++++++++
২১ শে জুন, ২০১৩ রাত ৮:৫০
রহস্যময়ী কন্যা বলেছেন:
৩৭| ২১ শে জুন, ২০১৩ রাত ৯:১২
সায়েম মুন বলেছেন: বেশতো!
২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
রহস্যময়ী কন্যা বলেছেন: ভাইয়া আপনি বলেছেন???তাহলে মনে হয় আসলেই ভালো হয়েছে।সাহস পাচ্ছি।অনেক ধন্যবাদ ভাইয়া।ভালো থাকা হোক
৩৮| ২১ শে জুন, ২০১৩ রাত ৯:১৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সুন্দর।
২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
রহস্যময়ী কন্যা বলেছেন: ধন্যবাদ ভাইয়া। আমার ব্লগে স্বাগতম
৩৯| ২১ শে জুন, ২০১৩ রাত ৯:৫৮
তাসজিদ বলেছেন: নেশা কোন সমস্যার সমাধান করতে পারে না। সৃষ্টি করতে পারে।
২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
রহস্যময়ী কন্যা বলেছেন: মন অভিমানী হয়ে উঠলে তো কত কিছুই হয়ে যায় ইচ্ছা না থাকলেও
৪০| ২২ শে জুন, ২০১৩ ভোর ৪:৪০
অন্ধকারের আমি বলেছেন: চালায়া যাও।
২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
রহস্যময়ী কন্যা বলেছেন: এতোদিন পরে??
দেখে ভালো লাগলো
৪১| ২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
সপ্নাতুর আহসান বলেছেন: ভাল হইছে কইন্যা
বালিকার সঙ্গী এখন শুধু তামুকের ধূম্রজাল
দেহের প্রতিটি পরতে এখন নেশার মায়াজাল
২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন অনেক
৪২| ০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৩:২৩
মাক্স বলেছেন: সুন্দর!
০১ লা জুলাই, ২০১৩ রাত ৮:৩০
রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
৪৩| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩১
মাগুর বলেছেন: বালিকার সঙ্গী এখন শুধু তামুকের ধূম্রজাল
আহা! তামুকের কথা শুইনা মনটা কেমুন আনচান করতিসে
সুন্দর হৈচে
পিলাস++++++
০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩০
রহস্যময়ী কন্যা বলেছেন: হুম খালি তো তামুকটাই চিনেন
প্লাস দেয়ার জন্য ধইন্যা ভাইয়া
৪৪| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২৭
প্রত্যাবর্তন@ বলেছেন: বেশ সুন্দর ।
২৩ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২৭
রহস্যময়ী কন্যা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১১ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
রাইসুল সাগর বলেছেন: চমৎকার কাব্য। শুভকামনা জানিবেন নিরন্তর।