নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন ছিলো মেঘ হবো........

জানতেই আছি আর জানতেই আছি,জানার আর শেষ হয়না......

রহস্যময়ী কন্যা

'কিছুটা তো চাই– হোক ভুল হোক মিথ্যে প্রবোধ, অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় পাক সামান্য ঠাঁই কিছুটা তো চাই, কিছুটা তো চাই...'

রহস্যময়ী কন্যা › বিস্তারিত পোস্টঃ

অসংজ্ঞায়িত কষ্ট......

০৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫০





আমার এ শুকিয়ে যাওয়া কান্নার দাগগুলো

লুকিয়ে রেখেছি অনেক সযতনে

আর প্রতিনিয়তই চোখকে ঢেকে দেই রঙিন সানগ্লাসের আড়ালে

নিজকে বিলিয়ে দেই সবার আনন্দের খোরাক বানাতে

কি দরকার সবার জানার??

আমার দুঃখগুলো আমারই থাক না

থাকুক না আমার একান্ত হয়ে

ওরা ছাড়া আমি অসম্পূর্ণ যে,



আমি জানি তো, জানি আমি

সবাই ভালোবাসে আমার দুষ্টুমিকে,আমার চঞ্চলতাকে

গীটারের প্রতিটি তারে মৃদু ঝংকার তুলে

মাতিয়ে রাখি সবাইকে

আর ভুলিয়ে রাখি নিজের অসংজ্ঞায়িত কষ্টকে।



খারাপ কি বলো

যাচ্ছে তো কেটে ভালোই

এইভাবেই একদিন হারিয়ে যাবো

কোন অজানায় অন্তহীন পথে



ক্রমেই এগিয়ে আসছে সে অন্ধকারময় করিডোর

শ্বাসরুদ্ধকর আর বিষাক্ত বাতাস সেখানে

অস্পষ্ট আর চাপা আর্তনাদের শব্দ

তবে কি এখানেই হবে সব বিলীন?









মন্তব্য ৮৩ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৮৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৪

স্নিগ্ধ শোভন বলেছেন: ১ম ভাললাগা।


+++++++++

০৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৬

রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ কবিকে :)

২| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:০২

অনীনদিতা বলেছেন: এভাবেই দিন যদি যায় যাকনা :)

০৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:০৮

রহস্যময়ী কন্যা বলেছেন: আসলেই আমাদের হাত নেই এখানে আপুনি :) :)

৩| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:০৯

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর লিখেছেন ++++++ :)

০৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৭

রহস্যময়ী কন্যা বলেছেন: ধন্যবাদ আপ্নাকে অনেক :)

৪| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন খারাপ করা কবিতা ।
প্লাস দেব কিনা ভাবছি ----------

০৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:২৬

রহস্যময়ী কন্যা বলেছেন: ভাইয়া সত্যিই কি দিবেন না + :(

৫| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অ, ট --
অনীনদিতার দৃষ্টি আকর্ষণ করছি ।
???????????????????????????????????????????????

০৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:২৮

রহস্যময়ী কন্যা বলেছেন: ও আপুনি তুমি কই???????????? :( :( :(( :((

৬| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:২৭

অনীনদিতা বলেছেন: জী দুলাভাই বলেন....................... B-) @গিয়াস ভাই

০৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩০

রহস্যময়ী কন্যা বলেছেন: এসেছো আপুনি.......দেখোনা আমাকে ++ দেয়না :(( :(( :(( :((

৭| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:২৯

*কুনোব্যাঙ* বলেছেন: সুন্দর কবিতা আর একই সাথে সুন্দর দুটি ছবি সংগ্রহ।


৫ম ভালোলাগা :)

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৪

রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কুনো ভাইয়া :) :)
ভালো থাকুন অনেক

৮| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:২৯

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ইস,,, পিচ্চি মেয়ের মনে কত দুস্ক.......... :-B






কবতে ভালা হৈছে........ B-)

০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৯:২৭

রহস্যময়ী কন্যা বলেছেন: আমার কোন দুঃখ নেই তবে দুঃখের কবিতা লিখতে ভালো লাগে :)

৯| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৩

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


:) :) :)


মাশাআল্লাহ!



++++++++++++
ক্রমেই এগিয়ে আসছে সে অন্ধকারময় করিডোর
শ্বাসরুদ্ধকর আর বিষাক্ত বাতাস সেখানে
অস্পষ্ট আর চাপা আর্তনাদের শব্দ
তবে কি এখানেই হবে সব বিলীন?


০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৯:২৮

রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক ধইন্যা তোমাকে আপুনি :) :)

১০| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৭

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: বয়স হইলে এমন কষ্ট সবাই পায়। মা-বাবারে জলদি খুইল্লা কন। :P :P


আর আমগোরে দাওয়াত দিতে ভুল জানি না হয় !! =p~ =p~

০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩০

রহস্যময়ী কন্যা বলেছেন: মা বাবা যে কেন বুঝে না ;) ;)
বুঝলেই দাওয়াত পেয়ে যাবেন :#> :#> :#>

১১| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অনেক ++++++++++++


ভাল থাকবেন।

০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩১

রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ :)

১২| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনীনদিতা @ , প্রতিদিন শ্যালিকার বাড়ী যাই , প্রতিদিনই বাড়ীটা দেখি তালা বদ্ধ । :(
মন মত পাত্র পাচ্ছিনা বলে নাহয় একটু দেরি হচ্ছে , :P তাই বলে একটু বসার স্থানও দিবেন না ? :((
নিজেতো রহস্যময়ী কন্যার বাড়ী থেকে ঘুরে গেলেন ।আমি না হয় দুলা ভাই , সৌজন্যতার খাতিরে রহস্যময়ী কন্যা যদি আপনার বাড়ী বেড়াতে যায় , উনার জন্য হলেও বাড়ীটা কি উন্মক্ত করা উচিত নয় ?


০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩৭

রহস্যময়ী কন্যা বলেছেন: ভাইয়া আমি তো বলতে বলতে হয়রান হয়ে স্টপ করে দিসি বলা।এখন যদি আপনার কথায় কাজ হয় :) :)

১৩| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রহস্যময়ী কন্যার চমৎকার বিষাদ কাব্য প্লাসায়িত । ++++++++++++++++++++++++
=p~ =p~ =p~ =p~

০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩৮

রহস্যময়ী কন্যা বলেছেন: যাক অবশেষে মিলিল সোনার হরিণ :) :)

১৪| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভালো লিখেছো আপু। :) আমার খুব ভালো লেগেছে। আমি খানিকটা দুঃখ বিলাসী কিনা! প্লাস দিয়ে গেছি কিন্তু!

০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪২

রহস্যময়ী কন্যা বলেছেন: আমিও দুঃখবিলাসী হতে চাই আপু।প্লাস দেয়ার জন্য ধইন্যা নাও আপুনি :)

১৫| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:০২

অর্ণব আর্ক বলেছেন: নামটা অসংজ্ঞায়িত কিন্তু আমি তো দেখছি এটা পুরাই সংজ্ঞাসহ বিশ্লেষণ। শুধু কষ্টের রংগুলো কেমন লাল, নীল, গোলাপি বেগুনি নাকি পুরাই কালো সেটা লেখা বাকি আছে।
পিলাচিত...
তবে আবার কৈতাছি কোবতে বিরক্তিকর। :)
কোবতে পড়তে কষ্ট হয়।
এতো ভাব বুঝিনা, এর থেকে গদ্য ভালু পাই।

০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪৬

রহস্যময়ী কন্যা বলেছেন: বিরক্তিকর কবিতায় প্লাস দিলেন কেমনে?? :| :|

১৬| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৭

আশিক মাসুম বলেছেন: পিচ্চির এতো কষ্ট কিসের!!


কবিতা সুন্দর হয়েছে।

০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪৮

রহস্যময়ী কন্যা বলেছেন: পিচ্চির দুঃখবিলাসী হতে মন চায় ভাইয়া :) :)

১৭| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৮

আর.হক বলেছেন: ভাললাগা বাড়িয়ে দিলাম।

০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪৮

রহস্যময়ী কন্যা বলেছেন: এত্তগুলা ধন্যবাদ বুঝে নেন :)

১৮| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ব্লগে আপনাদের লিখা পড়ে কেন জানি মনে হচ্ছে বাংলাদেশের মেয়েরা দুঃখ বিলাসী!
লিখা ভালো হইছে!

০৬ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১৩

রহস্যময়ী কন্যা বলেছেন: মেয়েরা সব ধরণের লেখাই লিখতে পারে ভাইয়া। ;) ;)
ধন্যবাদ অনেক অভি ভাইয়া :)

১৯| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: দুঃখবিলাসী কবিতায় +

০৬ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১৫

রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাইয়া :)

২০| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩৭

মাগুর বলেছেন: পিলাস নাম্বার ১১ প্রদান করা হৈল ;)

বেশ হৈচে কবিতা :)

০৬ ই জুলাই, ২০১৩ সকাল ১০:২৭

রহস্যময়ী কন্যা বলেছেন: মাগুর মাছ আমার কবিতা পড়তে পানি থেকে উঠে চলে আসছে?? :-B :-B :-B
এক বস্তা থ্যাঙ্কু :) :)

২১| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪১

সপ্নাতুর আহসান বলেছেন: সুন্দর কবিতা, ছবি দুটিও সুন্দর।

০৬ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৪

রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া :)

২২| ০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আহা!
একটা সানগ্লাস দরকার।।

ভালো লাগলো।

০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৮

রহস্যময়ী কন্যা বলেছেন: কাউকে বলেন ভাইয়া গিফট করতে :P :P
ধন্যবাদ :)

২৩| ০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১২

রাইসুল সাগর বলেছেন: যাচ্ছেতো দিন যাক না।

০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৪

রহস্যময়ী কন্যা বলেছেন: দিন তো যাচ্ছেই, কিন্তু আপনি কই গেলেন ভাইয়া?? ফেবুতে দেখিনা কেন?? :|| :||

২৪| ০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:

আমি জানি তো, জানি আমি
সবাই ভালোবাসে আমার দুষ্টুমিকে,আমার চঞ্চলতাকে
গীটারের প্রতিটি তারে মৃদু ঝংকার তুলে
মাতিয়ে রাখি সবাইকে
আর ভুলিয়ে রাখি নিজের অসংজ্ঞায়িত কষ্টকে।


++++++++++++++++++

আর কিছু বলার নাই। :P

০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০২

রহস্যময়ী কন্যা বলেছেন: ভাইয়া এইটা শুধুই কবিতা তো #:-S #:-S
সবাই খালি উল্টা বুঝে কেন?
কেন? কেন?? কেন?? :(( :(( :(( :(( :(( :(( :((

২৫| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১২

~মাইনাচ~ বলেছেন: বাহ, সুন্দর হয়েছেতো আপু মনি

মাইনাচ B-)

০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫২

রহস্যময়ী কন্যা বলেছেন: মাইনাচ ভাইয়ার মাইনাচ পেয়ে আমি আনন্দিত :) :)
ধন্যবাদ ভাইয়া

২৬| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২৬

আমিনুর রহমান বলেছেন:


চমৎকার +++

০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৪

রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকা হোক সবসময় :)

২৭| ০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

মামুন রশিদ বলেছেন: সুন্দর কবিতায় ভালোলাগা :)

০৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৯

রহস্যময়ী কন্যা বলেছেন: ধন্যবাদ আপনাকে ভাইয়া :)

২৮| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৪

প্রত্যাবর্তন@ বলেছেন: খুব সুন্দর

০৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫২

রহস্যময়ী কন্যা বলেছেন: ধন্যবাদ আপনাকে :)

২৯| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৬

মাহবু১৫৪ বলেছেন: খুব সুন্দর

১৫ তম ভাল লাগা

+++++

০৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৪

রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)

৩০| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৫

অদ্ভুত_আমি বলেছেন: আমার দুঃখগুলো আমারই থাক না
থাকুক না আমার একান্ত হয়ে
ওরা ছাড়া আমি অসম্পূর্ণ যে ..............

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৫

রহস্যময়ী কন্যা বলেছেন: হুম :) :)

৩১| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৯

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর কথা মালা

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৬

রহস্যময়ী কন্যা বলেছেন: ধন্যবাদ আপনাকে :)

৩২| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪০

সিয়ন খান বলেছেন: খারাপ কি বলো
যাচ্ছে তো কেটে ভালোই
এইভাবেই একদিন হারিয়ে যাবো
কোন অজানায় অন্তহীন পথে। :( :(

০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪১

রহস্যময়ী কন্যা বলেছেন: ওমা! সিয়ন ভাইয়া মন খারাপ করে কেন?? :|| :||

৩৩| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪১

হাসান মাহবুব বলেছেন: ++

০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৩

রহস্যময়ী কন্যা বলেছেন: ওয়াও হামা ভাইয়া কবিতায় প্লাস দিয়েছেন??? B:-) B:-)
অনেক অনেক থ্যাঙ্কস ভাইয়া :) :) :)

৩৪| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৫

অপর্ণা মম্ময় বলেছেন: চারিদিকে খালি কষ্ট আর কষ্ট !

উড়িয়ে দাও মুমূর্ষু স্বপ্ন গুলো
প্রাণ ভরে হাসো

শুভকামনা তোমার জন্য।

০৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

রহস্যময়ী কন্যা বলেছেন: ওকে আপি হাসলাম :) :) :)
আপনার জন্যও অনেক শুভকামনা আপি

৩৫| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৬

সমুদ্র কন্যা বলেছেন: এইসব মন খারাপ টারাপ ভাল জিনিস না। তবে কবিতা লিখতে হলে একটু মন খারাপের ভাব আনাই লাগে। :P

কবিতা ভাল লাগল।

০৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

রহস্যময়ী কন্যা বলেছেন: আপুনি দুঃখবিলাসী কবিতা লিখতে ভালো লাগে :) :)
ভালো থাকুন আপুনি :)

৩৬| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১১

ইখতামিন বলেছেন:
মাইনাস দিলাম :)

০৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:০০

রহস্যময়ী কন্যা বলেছেন: মাইনাস :(( :(( :((

৩৭| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৪

আমি বাঁধনহারা বলেছেন:



ভালো লাগলো প্রিয় আপু:++++++++++
শুভ কামনা আপনার জন্য।



ভালো থাকবেন
মনে রাখবেন!!!!

০৮ ই জুলাই, ২০১৩ রাত ৯:০৪

রহস্যময়ী কন্যা বলেছেন: প্রিয় ভাইয়া
ধন্যবাদ ভালোলাগার জন্য


ভালো থাকবো
মনে রাখবো !!!! B-) B-)

৩৮| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৬

মৃত্যুঞ্জয় বলেছেন: ক্রমেই এগিয়ে আসছে সে অন্ধকারময় করিডোর
শ্বাসরুদ্ধকর আর বিষাক্ত বাতাস সেখানে
অস্পষ্ট আর চাপা আর্তনাদের শব্দ
তবে কি এখানেই হবে সব বিলীন?


কয়েকদিন আগে এই লাইন কটা দেখেছিলাম ফেবুতে, তখন বুঝিনি

কিন্তু এখন বুঝলাম এর আগে কি ছিল।

আমার এ শুকিয়ে যাওয়া কান্নার দাগগুলো
লুকিয়ে রেখেছি অনেক সযতনে
আর প্রতিনিয়তই চোখকে ঢেকে দেই রঙিন সানগ্লাসের আড়ালে
নিজকে বিলিয়ে দেই সবার আনন্দের খোরাক বানাতে
কি দরকার সবার জানার??
আমার দুঃখগুলো আমারই থাক না
থাকুক না আমার একান্ত হয়ে
ওরা ছাড়া আমি অসম্পূর্ণ যে


কিন্তু এই অংশটি আমার বেশী ভালো লেগেছে। কয়জন পারে এই কাজ করতে

নিজের দঃখ চেপে রেখে হাঁসি মুখে থাকতে


আপনার আর একটি রহস্য উম্মচিত হোল :)

ধন্যবাদ

০৮ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫৬

রহস্যময়ী কন্যা বলেছেন: মৃত্যুঞ্জয় ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে।আপনি আমার ব্লগে এই প্রথমই আসলেন তাইনা??স্বাগতম :)
ভালো থাকা হোক :)

৩৯| ০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২২

একজন আরমান বলেছেন:
তুই এতো দিন লিখিস নি কেন আগে সেইটা বল? X( X( X((

০৯ ই জুলাই, ২০১৩ রাত ৯:০৭

রহস্যময়ী কন্যা বলেছেন: এখন লিখবো যে তাই এতোদিন লিখিনি ভাইয়া। এতো রাগ কার উপরে ভাইয়া?? :|| :||

৪০| ০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১০

মৃত্যুঞ্জয় বলেছেন: আসলে কি হয়েছে ভাইয়া, আমি কবিতা খুব একটা ভালো বুঝিনা। আসিনি যে তা নয়, এসেছি, কিন্তু কমেন্ট করার মতো সাহস হয়নি :(

কিছু কবিতা আবার চট করেই বুঝে ফেলি :) এই যেমন এইটি।

আমার ব্লগে আসার আমন্ত্রণ থাকল :)

০৯ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫১

রহস্যময়ী কন্যা বলেছেন: ধন্যবাদ ভাইয়া অনেক।আপনার ব্লগ থেকে ঘুরে আসলাম এখন।ব্লগে অনেক কম আসেন আপনি :)
ভালো থাকা হোক অনেক :)

৪১| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪২

একজন আরমান বলেছেন:

তোর উপরে। এখন থেকে রেগুলার লিখবি। :)

১০ ই জুলাই, ২০১৩ রাত ৯:২৭

রহস্যময়ী কন্যা বলেছেন: ঠিক আছে ভাইয়া :) :)
আর তুমি আমার এই অখাদ্য লেখাগুলো পড়বা :P :P

৪২| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১:১৭

তানজিয়া মোবারক মণীষা বলেছেন: আমার দুঃখগুলো আমারই থাক না
থাকুক না আমার একান্ত হয়ে
ওরা ছাড়া আমি অসম্পূর্ণ যে
:( :( :(

১৭ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৭

রহস্যময়ী কন্যা বলেছেন: ধন্যবাদ আপি। ব্লগে স্বাগতম :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.