![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'কিছুটা তো চাই– হোক ভুল হোক মিথ্যে প্রবোধ, অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় পাক সামান্য ঠাঁই কিছুটা তো চাই, কিছুটা তো চাই...'
বালিকা আজকের রাতটা হোক জোছনাময়
চাঁদের আলো দেখে কেটে যাক তোমার সময়,
অগণিত নক্ষত্ররাজির আলোকে ভরে যাক এ ভূবন
স্নিগ্ধতা আর অনাবিল আনন্দে পূর্ণ হোক তোমার মন।
বালিকা আজকের ভোরের সূর্যরশ্মির যে প্রথম বর্ণছটা
সেটা তোমারি,বুঝে নিও শুধু তোমার জন্যই আজকের সকালটা,
বালিকা আজ তোমার জন্মদিন, তোমার জন্য রইলো
অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা সীমাহীন।
অনীনদিতা আপুনির সাথে আমার প্রথম পরিচয় হয় আমি যখন সবে প্রথম ব্লগে আসি।নতুন ব্লগার, কিছুই বুঝতাম না ব্লগের।পরিচিত কেউই ছিলোনা তেমন।আপুনির সাথে আমার পরিচয় যেদিন হয় কাল্পনিক ভালোবাসা ভাইয়ার একটা আড্ডা পোষ্ট দেয়া হয়েছিলো সেদিন, সবাই অনেক মজা করছিলো ঐ পোষ্টে।আপুনি আমাকে বলে যে তুমিও কমেন্ট করো একটা। আমি বলেছিলাম আপুনি আমি কি কমেন্ট করবো বুঝতে পারছি না।তখন আপুনি বললেন আরে সাহস করে একটা করে ফেলো,কিছু হবে না। আর বেশি বেশি ব্লগ পড়বা।তাহলেই হবে।
এরপর থেকে আপুনি সবসময় আমাকে ভালো পোষ্ট পেলেই লিংক দিয়ে দিতো।সেগুলো পড়তাম আর অপেক্ষায় থাকতাম আপুনি কখন নতুন পোষ্ট দিবে।আপুনির লেখা যারা ব্লগে পড়েছেন তারা তো জানেনই যে আপুনি লেখা কেমন ছিলো তাই আমি আর কিছু বললাম না এখানে ।
ফেসবুকে যখনই আসতাম এসেই আগে ইনবক্সে আপুনিকে একটা ম্যাসেজ দিয়ে দিতাম।আপুনি যখনই দেখতো তখনই রিপ্লাই পেয়ে যেতাম।অনেক অনেক মজা করতাম ফেবুতে, ব্লগে। আমিও তখন একটু একটু করে পোষ্ট দিই। পোষ্ট দিয়েই আপুনিকে বলতাম যাতে আপুনিই সবার আগে আমার পোষ্টটা দেখে।যতই খারাপ হতো আপুনি বলতো যে না অনেক ভালো হয়েছে।মজাই লাগতো।অনুপ্রেরণা পেতাম অনেক।
এরপর থেকে আমার এমন অবস্থা হলো যে আপুনিকে সব কথা না বলতে পারলে ভালোই লাগতোনা।আপুনিকে ফেবুতে না পেলে ফোন করে নিয়ে আসতাম। আপুনিও।ফেবুতে না আসলেও আমাদের গল্প আর মজা চলতেই থাকে ননস্টপ।আমার বড় বোন না থাকার যে একটা শুন্যস্থান ছিলো মনে সেখানে আপুনিকে রেখে তা পূর্ণ করে দিলাম।এখন তো অনেকেই আমাকে আর আপুনিকে আপন বোনই ভাবে।অনেকেই বলে ভার্চু্য়াল জগতে নাকি সম্পর্কের মাঝে একটা দূরত্ব থেকেই যায়।কিন্তু আমি আর আপুনি সে দূরত্বটাকে মিটিয়ে দিতে পেরেছি অন্তত আমার মনে হয়।তাই কখনো সামনা সামনি দেখা না হলেও আমরা অনেক আপন।
আমার সেই আপুনির আজকে জন্মদিন।আপুনি তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।আই লাভ ইউ আপুনি। এত্তগুলো.........
আচ্ছা তোমার জন্য সেই মাইলসের গানটা যে না গাইলেই নয়.....
আজকের আকাশে অনেক তারা
দিন ছিল সূর্য্যে ভরা
আজকের জোছনাটা আরো সুন্দর
সন্ধ্যাটা আগুন লাগা
আজকের পৃথিবী তোমার জন্য
ভরে থাকা ভালো লাগায়
মুখরিত হবে দিন গানে গানে
আগামীর সম্ভাবনায়
তুমি এইদিনে পৃথিবীতে এসেছো
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছ্বল দিন কামনায়
আজ জন্মদিন তোমার।।
আপুনি তোমার জন্য আমার কিছু টুকরো উপহার......
জানি তোমার সাদা গোলাপ সবচেয়ে পছন্দ তাই..
আপুনি ব্লগ ছেড়ে দিয়েছ জানি।হয়তো এই পোষ্টই দেখবেনা।কিন্তু আমি তো তোমাকে এই ব্লগেই পেয়েছি তাই আমি ব্লগেই লিখলাম।লাভিউ আপুনি। জন্মদিন অনেক অনেক ভালো কাটুক তোমার। শুভকামনা রইলো।
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩৬
রহস্যময়ী কন্যা বলেছেন: আপুনি আর ফিরবেনা ব্লগে। একেবারেই ছেড়ে দিয়েছে...
২| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩৩
টুম্পা মনি বলেছেন: শুভজন্মদিন অনীনদিতা আপু।
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪০
রহস্যময়ী কন্যা বলেছেন: আপুনির পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে
৩| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৮
তন্ময়০১৩ বলেছেন: শুভজন্মদিন হারামি অনী
হারামিটাকে মিস করছি খুব
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:০৯
রহস্যময়ী কন্যা বলেছেন: আপুনির পক্ষ থেকে আমিই ধন্যবাদ দিয়ে দিলাম ভাইয়া
৪| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:১২
অর্ণব আর্ক বলেছেন: কেকের ভারে চিৎ কাইত হওয়া পোস্ট।
আপু আপনার জন্মদিন হোক কেগুলোর মতো সুন্দর।
কিন্তু আপনি একাই গপাপগ কেক খাইতেছেন। আমাদের গুলো কুতায়
কেক না পাইরে শুভেচ্ছা পুনর্বিবেচনার সুযোগ আছে কৈয়া রাখলাম।
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩৬
রহস্যময়ী কন্যা বলেছেন: অর্ণব ভাইয়া এই কেক থেকে আপনাদেরও ভাগ আছে তো। খেয়ে নেন।
৫| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৫
মায়াবী ছায়া বলেছেন: শুভ জন্মদিন অনীনদিতা আপু
অনেক ভালো থাকুন ।
ব্লগে ফিরে আসুন ।
অনেক শুভ কামনা ।।
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩৬
রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
৬| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনীনদিতা কোথায়?
হ্যাপি বার্থ ডে।
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:০৪
রহস্যময়ী কন্যা বলেছেন: স্বর্নাপু, আপুনি তো অনেকদিন থেকেই ব্লগে আসেন না।
৭| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫০
ভিয়েনাস বলেছেন: অনীনদিতাকে অনেক অনেক শুভেচ্ছে।
উনি ব্লগ ছেড়েছেন কেন?
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:০৬
রহস্যময়ী কন্যা বলেছেন: আপনাকে ধন্যবাদ ভিয়েনাস, আপুনি যে কেন ব্লগ ছেড়েছেন তা আজও জানতে পারলাম না
৮| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:১৫
বাসুরী বাসীয়ালা বলেছেন: শুভ জন্মদিন, আজ আমার ও জন্মদিন, অনেক শুভ কামনা রইলো।
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:১৮
রহস্যময়ী কন্যা বলেছেন: জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে বাসুরী
৯| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:৩৪
বটবৃক্ষ~ বলেছেন: উপযুক্ত কারন দর্শানো ব্যাতিরেকে ব্লগ ছাড়া যাবেনা- এই মর্মে আপিকে নোটিস দেয়া হইলো!!
নাইস পোস্ট
১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৭
রহস্যময়ী কন্যা বলেছেন: এই নোটিশে যদি কাজ হতো তাহলে আমিই সবচেয়ে খুশি হতাম আপুনি
১০| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:৩৯
দুঃস্বপ্০০৭ বলেছেন: অনীন্দিতাকে জন্মদিনে অনেক শুভেচ্ছা ।
রহস্যাময়ী কন্যা আপু এখানে দেখেন তো কেউ একজন আপনাকে স্মরন করেছে Click This Link
১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫১
রহস্যময়ী কন্যা বলেছেন: হুম দেখে আসলাম ভাইয়া।আমার সম্পর্কে আপনার এতো ভালো ধারণা দেখে সম্মানিত বোধ করছি।ভালো থাকবেন অনেক
১১| ১৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:৪২
সেলিম আনোয়ার বলেছেন: বোঝলামনা তার ব্লগ ছাড়ার রহস্য।রহস্যময়ী কন্যা জানলে জানতে পারে। ব্লগে আসলে না শুভজন্মদিন। অনীনদিতা সম্ভব হলে ফিরে আসেন। ভাল থাকবেন। আমার কোন অন্যায় হয়ে থাকলে সরি।
১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৩
রহস্যময়ী কন্যা বলেছেন: না ভাইয়া আমিও সঠিক কারণটা জানিনা। আপনার ম্যাসেজ আমি আপুনিকে পৌঁছে দিবো।ভালো থাকবেন
১২| ১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:১০
দায়িত্ববান নাগরিক বলেছেন: বাহ ! সম্পর্কের ভিত্তিটা দারুন !
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৭
রহস্যময়ী কন্যা বলেছেন: আপুনির পক্ষ থেকে ধন্যবাদ
১৩| ১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:২৮
রিমন রনবীর বলেছেন: আমার জাণ্টুস আপুকে শুভ জন্মদিনের সাথে আমার পক্ষ থেকে ভালবাসাও জানিয়ে দিও
১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০১
রহস্যময়ী কন্যা বলেছেন: হাহাহা। আচ্ছা ঠিকাছে পিচ্চি
১৪| ১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৩
সিয়ন খান বলেছেন: জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন অনীনদিতা
১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪১
রহস্যময়ী কন্যা বলেছেন: আপুনির পক্ষ থেকে আমিই ধন্যবাদ দিয়ে দিলাম ভাইয়া ঈদ কেমন কাটলো??
১৫| ১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৪
ইখতামিন বলেছেন: আমার পক্ষ থেকে তাকে অনেক অনেক অনেক শুভেচ্ছা রইল...
আপনাকেও অনেক ধন্যবাদ
১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪২
রহস্যময়ী কন্যা বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ আমার এবং আপুনির পক্ষ থেকে ইখতামিন ভাইয়া। ঈদ কেমন কাটলো??
১৬| ১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১৩
আরজু পনি বলেছেন:
শুভ জন্মদিন অনীন্দিতা ।।
১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪০
রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ আপুনি।ভালো থাকবেন অনেক
১৭| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
শুভ জন্মদিন উনাকে।
দারুন পোস্টে ধন্যবাদ আপনাকেও।
ভালো থাকুন দুজন।
১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৯
রহস্যময়ী কন্যা বলেছেন: আমার এবং আপুনির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ দূর্জয় ভাইয়া। ভালো থাকবেন অনেক
১৮| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৪
সায়েম মুন বলেছেন: উনাকে জন্মদিনের শুভেচ্ছা। আশা করছি আবারো ফিরে আসবেন।
১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৭
রহস্যময়ী কন্যা বলেছেন: আপুনির পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে ভাইয়া
১৯| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৪
হাসান মাহবুব বলেছেন: শুভ জন্মদিন অনিন্দিতা। ফিরে আসুন সহজাত চাপল্যে আবার।
১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৬
রহস্যময়ী কন্যা বলেছেন: আমরা সবাই চাই ভাইয়া যে আপুনি আবার ফিরে আসুক ব্লগে। আপুনির পক্ষ থেকে ধন্যবাদ
২০| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: শুভ জন্মদিন। উনি উনার ব্লগের পাসওয়ার্ড ভুলে গিয়েছেন। তাই আসতে পারছেন না।
১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৩
রহস্যময়ী কন্যা বলেছেন: হুম এজন্যই তো আপুনির পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে দিচ্ছি। ধন্যবাদ আপনাকে কা_ভা
২১| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪২
আমিনুর রহমান বলেছেন:
শুভ জন্মদিন অনিন্দিতা। ব্লগে তোর সারল্য পদাচারন দেখতে চাই। ফিরে আয় আবার।
ধন্যবাদ রহস্যময়ী কন্যা সুন্দর পোষ্টের জন্য।
১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৪
রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া। ব্লগে আপুনিকে খুব মিস করি। আপুনি আবার ফিরে আসলে অনেক ভালো হতো
২২| ১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০০
রোহান খান বলেছেন: কেন চলে গেলে আপুনি-----চেয়ে দেখ আমরা সবাই বসে আছি তোমারি জন্যে। ফিরে এসো একটি বারের জন্য। আজ তো তোমার জন্মদিন সবাই তোমাকে শুভেচ্ছা দিয়েছে। অন্তত তাদের দিকে তাকিয়ে ফেরত আসো। মায়াতলে মায়াবিনি তুমি ফিরে এসো এই কামোনায় শুভ জন্মদিন জানালাম তোমায় - ফিরে এসো।
১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৭
রহস্যময়ী কন্যা বলেছেন: আমরা সবাই চাই আপুনি আবার ব্লগে ফিরে আসুক
২৩| ১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৯
বাংলার হাসান বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা
১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
রহস্যময়ী কন্যা বলেছেন: ধন্যবাদ ভাইয়া
২৪| ১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৪
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভজন্মদিন অনীনদিতা আপু।
১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
রহস্যময়ী কন্যা বলেছেন: আপুনির পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে ভাইয়া।ঈদ কেমন কাটলো অভি ভাইয়া??
২৫| ১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: শুভ জন্মদিন!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
২৬| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫৪
অনীনদিতা বলেছেন: হুম.... এখন পর্যন্ত তোর এই লেখাটা অনেক অনেক বার পড়েছি।কিন্তু কি কমেন্ট করবো ভেবেই পাচ্ছিনা.... আমাদের বন্ধনটা রক্তের না,আত্মার বন্ধন।তাই যতদিন এ দেহে আত্মা থাকবে ততদিন এই বন্ধন ও থাকবে.... দেখা হয়নি আজও তোকে তবুও মনে হয় কত চেনা...তোর সব কিছু আমার জানা।ঠিক তেমনি আমাকেও তুই চিনিস জানিস। ইনবক্স এ আমার মেসেজ এর রিপলাইয়ে যখন শুধু ইমো ই্উজ করিস তখন বুঝে যাই,তোর মন খারাপ।আবার আমি যখন শুধু ইমো দেই আর তুই ঐ ইমোর রিপলাইয়ে এত্ত এত্ত কথা বলিস!!! তখন বুঝে যাই খোশ মেজাজে আছিস
আমি চাই আমি যেন সবসময় ঐ ইমোটাই দিয়ে যাই।আর তুই এত্ত এত্ত কথা বলিস।মানে হলো সব সময় যেনো মজ্জাই থাকিস...ভালোবাসি বাসি তোকে...
আর যারা যারা এতদিন পরেও আমাকে মনে রেখেছেন সব্বাইকে এত্ত গুলা ধ্ইন্যাপাতা।
আমার দুলাভাইকে দেখছিনা যে?
@হেক্টু,,মাইর খাওয়ার আগে সোজা হয়ে যাও...কেনো বলছি বুঝেছো নিশ্চই?
সবাই কিন্তু আমাকে মিস করবেন।নইলে কিন্তু খব্বর আছে কইলাম। স্বর্ণা মনি তুমি যেখানে আমি সেখানে
সেকি জানোনা
এক পিচ্চি আমাকে হারামি বলছে তার খবর ইতি মধ্যে নেওয়া হয়ে গেছে,,
সবার কাছে কিন্তু জন্মদিনের গিফ্ট পাওনা রইলাম মনে করে পাঠিয়ে দিয়েন
১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৮
রহস্যময়ী কন্যা বলেছেন: যাক, যার জন্য এই পোষ্ট দিয়েছিলাম অবশেষে তার পদধূলি পরলো।আর আমার পোষ্ট সার্থক হলো।
আপুনি আমার যা বলার সবই পোষ্টে বলে ফেলেছি।আর যে গুলো বলা হয়নি তাও আমি জানি যে তুমি বুঝো
লাভিউ আপুনি.....
২৭| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনীনদিতা, আবারও জন্মদিনের শুভেচ্ছা।
খুব মেঘ করে এলে কখনো কখনো বড় একা লাগে, তাই লিখো
করুণা করেও হলে চিঠি দিও, মিথ্যা করেও হলে বলো, ভালোবাসি। :#>
১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৯
রহস্যময়ী কন্যা বলেছেন: আপুনি তো বলেই দিয়েছে সব
২৮| ১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
শুভজন্মদিন অনীনদিতা আপু।
১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪০
রহস্যময়ী কন্যা বলেছেন: আপুনি ধন্যবাদ দিয়ে দিয়েছে
২৯| ১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪১
রাধাচূড়া ফুল বলেছেন: শুভজন্মদিন! দেরি হয়ে গেল।
১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৩
রহস্যময়ী কন্যা বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনার নিকটা তো অনেক সুন্দর।
স্বাগতম আমার ব্লগবাড়িতে
৩০| ১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৮
রাধাচূড়া ফুল বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমার ব্লগে দাওয়াত রইল।
২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২৪
রহস্যময়ী কন্যা বলেছেন: ধন্যবাদ
৩১| ১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: nice post for aponi but she is no more in this blog! now wish i best of her in this day of memorable Hapy Brithday to Aponi
২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২৪
রহস্যময়ী কন্যা বলেছেন:
৩২| ১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫২
চুক্কা বাঙ্গী বলেছেন: ব্রাদার জীবনের আনন্দ এবং নির্মল আনন্দের গুনের কবিতার মত আমিও পুছলাম-
ইদানিং ব্লাডে সুগার লেভের বেড়ে গেছে।
এন্ড্রামিডা নক্ষত্রের গুল্লি মারি
রাস্তার পাশের টং-এর দোকানের মালাই কারি
বরিশালের লঞ্চে বসে টোস্ট বিস্কিট খায়-
অনীনদিতা কোথায়?
শুভ জন্মদিন।
২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৪৪
রহস্যময়ী কন্যা বলেছেন:
আপুনি তুমি কোথায়??
৩৩| ১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৭
ইখতামিন বলেছেন: ওই......
আমিও কিন্তু উইশ করেছিলাম
২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০৯
রহস্যময়ী কন্যা বলেছেন: আপুনি কিছু বলো
৩৪| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:২৬
অনীনদিতা বলেছেন: চুক্কা বাঙ্গী বলেছেন: ব্রাদার জীবনের আনন্দ এবং নির্মল আনন্দের গুনের কবিতার মত আমিও পুছলাম-
ইদানিং ব্লাডে সুগার লেভের বেড়ে গেছে।
এন্ড্রামিডা নক্ষত্রের গুল্লি মারি
রাস্তার পাশের টং-এর দোকানের মালাই কারি
বরিশালের লঞ্চে বসে টোস্ট বিস্কিট খায়-
অনীনদিতা কোথায়?
এইযে আমি
২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২১
রহস্যময়ী কন্যা বলেছেন:
৩৫| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ২:৪৩
পরিবেশ বন্ধু বলেছেন: বেশ টপিক
হ্যাপি জন্মদিন
আর পোস্টে ধন্যবাদ
২৫ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৬
রহস্যময়ী কন্যা বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি
৩৬| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫৩
মাগুর বলেছেন: অনেক দেরী হয়ে গেলো
হ্যাপি বার্থডে
২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৮
রহস্যময়ী কন্যা বলেছেন: আপুনির পক্ষ থেকে মাগুর মাছকে ধন্যবাদ
মাগুর মাছ কি বার্থডে কেক খায়??
৩৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২২
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: অনিন্দিতা আপু অনেক প্রিয় ?
লেট হ্যাপি বাথ ডে টু ইউর ফেভারিট অনিন্দিতা আপু
পোস্টের ছবি গুলো অনেক কিউট
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪০
রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ আপুনি
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২৯
প্রিন্স হেক্টর বলেছেন: অনীপু কেন যে ব্লগ ছেড়ে গেল। এত রিকোয়েষ্ট করছি ফিরে আসার জন্য........ শুনছেই না
আপুকে জন্মদিনের শুভেচ্ছা