![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'কিছুটা তো চাই– হোক ভুল হোক মিথ্যে প্রবোধ, অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় পাক সামান্য ঠাঁই কিছুটা তো চাই, কিছুটা তো চাই...'
আমার এই বিষয়ে ধারণা তেমন নেই।কিন্তু লেখাপড়ার জন্য হলে থাকার সুবাদে আমার বেশকিছু অতিমাত্রায় ভালোমানুষ (পাজির পা ঝাড়া) বন্ধু পেয়েছি।কিন্তু অনেককেই দেখলাম যে রিলেশনের ব্যাপারে খুবই সিরিয়াস।বয়ফ্রেন্ডকে নিয়ে মজা করতে লাগলেই বলে যে দোস্ত জামাই নিয়া মজা করা বন্ধ।অনেক অনেক প্ল্যানিং থাকে তাদের ভবিষ্যৎ নিয়ে দেখলাম।বাচ্চাকাচ্চার নামও দেখি অনেকের ঠিক করা হয়ে গেছে ।
মাঝে মাঝে অবাক লাগে।আবার ভালোও লাগে এসব দেখে।
তবে বর্তমানে ছেলেদের মধ্যে অনেকেরই দেখলাম রিলেশনের ব্যাপারে অনেক আপত্তি।আর আমার ফ্রেন্ড সার্কেলের ছেলেবন্ধুদের কাছ থেকে জানলাম যে এসব আপত্তির মূল কারণই থাকে যে মেয়েরা অনেক ভাব নেয়, ভালো জব ছাড়া নাকি মেয়েরা পাত্তা দেয়না,বাইক ওয়ালা ছেলেদের নাকি মেয়েরা অনেক পছন্দ করে, টাকা ছাড়া নাকি প্রেমের কোন মূল্য নেই..ব্লা ব্লা ব্লাসসসসসসসসস.......।
কিন্তু ভাইয়ারা বিশ্বাস করুন আর নাই করুন, আমি আমার এই ৩ বছরের হল লাইফে যা দেখলাম তা যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে আমার মনে হয় এসব ধারণা অনেকটাই দূর হয়ে যাবে।
আমি প্রেম করা যে আপুদের অথবা আমার বন্ধুদের চিনি তাদের থেকে জানলাম যে মেয়েরা আসলে চায় যে তাদের প্রিয় মানুষটা তাদের প্রতি ভালোবাসাটা প্রকাশ করুক।সেটা অনেক ছোট ছোট কাজ করে হলেও।একবার যদি কোন মেয়ের মনে এই বিশ্বাসটা জাগিয়ে তোলা যায় যে তার ভালোবাসার মানুষটা শুধুই তার তাহলেই নাকি যে মনের সন্তুষ্টিটা আসে সেটার কাছে আর সব কিছুই তুচ্ছ হয়ে যায়।
আমার কয়েকটা বান্ধবী আর পরিচিত বড় আপুদের সাথে গতকাল আড্ডায় বসেছিলাম।ওখানে থেকেই জানলাম যে উনাদের বয়ফ্রেন্ডরা কিভাবে উনাদেরকে সবসময় হাসিখুশি রাখেন।ওখানে থেকে যে কয়েকটা মনে আছে শেয়ার করলাম
১।প্রথমেই প্রপোজ করার ব্যাপারটা।এখানে মেয়েদেরকে কনভিন্স করার একটা ব্যাপার থাকে।মেয়েরা রিলেশন করার সময় একটা নির্ভরযোগ্য মানুষকেই খোঁজে।যাকে সে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবে।যে তার হাতটা সারাজীবনের জন্য ধরবে।তাই পছন্দের মানুষকে হুটহাট করে প্রপোজ করার চাইতে তাকে নিজের সম্পর্কে জানতে দিন।আপনার পরের স্টেপটা এমনিতেই ইজি হয়ে যায়।সেটা আপনি তার সাথে কথা বলে অথবা তার ফ্রেন্ডসার্কেলের মাধ্যমেও হতে পারে।
২।আপনার প্রিয় মানুষটিকে যে সবসময় আপনার একগুচ্ছ গোলাপ, অর্কিড অথবা দামি ফুলের তোড়া সাথে নিয়েই দেখা করতে হবে এমন কোন কথা নেই।পড়াশুনা বা কাজের প্রেশারে আপনি ভুলে যেতেই পারেন।কিন্তু এসময় যদি আপনি একটা ছোট ঘাসফুল বা গাছ থেকে অন্য কোন ছোট্ট ফুল ছিঁড়ে এনে তাকে দিয়ে স্যরি বলেন আপনার তাতে কোন ক্ষতি তো নেই কিন্তু আপনার প্রিয় মানুষটি অনেক খুশি হবে।
৩।আপনার প্রিয় মানুষটি যখন ভালো রান্না না জানা সত্ত্বেও অনেক চেষ্টা করে আপনার জন্য কিছু রান্না করে নিয়ে আসবে তখন আপনার উচিত রান্না ভালো না হলেও তাকে একটুখানি উৎসাহ দেয়া কারণ আপনার উৎসাহই তাকে আরো অনুপ্রেরণা যোগাবে এবং ভবিষ্যতে সেটা আরো ভালো হয়ে যাবে।
৪।একটা গুরুত্বপূর্ণ পার্ট হলো যখন ঝগড়া হয়।এই সময়টা খুবই বিপজ্জনক সময় মনে হয়েছে আমার কাছে।কারণ,ঝগড়াটা মিটমাট নাহলেই তো ফলফল ব্রেক আপ।ঝগড়ার সময় ২ জনই যদি রেগে যান তাহলেই বিপদ।তাই যতটুকু সম্ভব চেষ্টা করবেন মাথা ঠান্ডা রাখতে।কারণ, আপনি রাগের মাথায় উল্টাপাল্টা কিছু বলে ফেলেছেন কি মরেছেন।কারন,ঝগড়া তো একসময় শেষ হবেই, কিন্তু ঝগড়ার সময় যদি তাকে কষ্ট দিয়ে কিছু বলে থাকেন সেটা সে অনেকদিন পর্যন্ত মনে রাখে এবং এটার প্রভাব কিছুটা হলেও আপনাদের রিলেশনে পড়বে।
৫।এরপর আসে মান-অভিমানের পালা।যারই দোষ থাকুক না কেন, মেয়েদের একটা এক্সপেক্টেশন থাকে যে ফোনটা আগে ছেলেই দিবে। তার রাগটা যত্ন করে ভাঙাবে।তাকে বুঝতে চেষ্টা করবে।এরপর মেয়ের দোষ থাকলে সে নিজেই তখন ১০০ বার স্যরি বলে।
৬।স্পেশাল ডে যেমন বার্থডে, রিলেশনের অ্যানিভার্সারী, ভ্যালেনটাইন ডে অন্যদিকে দিলেও এসব ক্ষেত্রে মেয়েরা ছাড় দিতে চায়না কখনোই।এসব দিন গুলোতে তাদেরকে সময় দিতেই হবে।যদি অনেক কাজ থাকে তাহলে কাজের মধ্যে কিছুটা সময় বাঁচিয়ে হলেও একটু সময় বের করে নিতে হয়।আর যদি তাও সম্ভব নাহয় তাহলে অন্ততঃ তাকে আগে থেকেই ব্যাপারটা বুঝিয়ে বলতে হবে যাতে যখন অন্যদেরকে ঘুরতে দেখে তখন তার খারাপ না লাগে।
৭।মেয়েদের একটা কমন প্রবলেম হলো বাসা থেকে বিয়ের জন্য প্রেশার দেয়া।ঐসময় তারা অনেক মানসিকভাবে বিপর্যস্ত থাকে।চুটিয়ে প্রেম করলেও অনেক ছেলেই ঐ সময়ে মেয়েটার দায়িত্ব নিতে অস্বীকার করে।আপনি এসময় তাকে আশ্বস্ত করুন যে আপনি সবসময় তার সাথে আছেন।প্রয়োজনে তার ফ্যামিলির সাথে কথা বলে রাখতে পারেন।
৮।আর একটা জিনিস নিতান্তই ছেলেমানুষি লাগলেও এটা একটু মাথায় রাখলে ভালো যে আপনার গার্লফ্রেন্ডের সামনে অন্যমেয়ের প্রশংসা কম করুন।
৯।অনেক ছেলেকে বা মেয়েকেই দেখি যে তাদের রিলেশনের অনেক ব্যাপার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে।যত ক্লোজফেন্ডই হোক সে আপনার।তারপরও, নিজের রিলেশনের গোপনীয়তা বজায় রাখতে চেষ্টা করুন।
১০।কখনও মেয়ের পরিবার কিংবা মেয়েটাকে নিয়ে বাজে কোন কথা মানে গালিগালাজ করা যাবে না। এমনকি গায়ে হাত তোলাও যাবে না। এটা অনেক প্রভাব ফেলে মেয়েটার মনে।
১১।অনেককেই বলতে শুনি যে মেয়েদের সাথে রিলেশন করলে নাকি পকেট গড়ের মাঠ হয়ে যায়।যারা এটার সাথে একমত তারা কি একবারও
এটা ভেবেছেন যে আজকাল বেশীরভাগ রিলেশনই তো সেম এজ।ক্লাসমেটদের মধ্যে রিলেশন।তাদের কি গার্লফ্রেন্ডকে শপিং করে দেয়ার মতো টাকা ফ্যামিলি থেকে দেয়া হয়??ম্যানেজ করে রাখতে পারলে এক ঠোঙা বাদাম বা এক প্লেট ফুসকা দিয়েও যে গার্লফেন্ডকে খুশি রাখা যায় সেটার প্রমাণ আপনাদের চোখের সামনেই পাবেন শত শত
আর কিছু মাথায় আসছেনা।মানে ভুলে গেসি আর কি আপনাদের কিছু মনে পড়লে বলবেন কমেন্টে। আমি পোষ্টে এড করে দিবো।আর হ্যাঁ, এই পোষ্টের সবগুলো আইডিয়াই ধার করা, একটাও আমার নিজের না।তবে আমার মনে হয় যারা এখনো এসব কারনে সিঙ্গেল আছেন তারা একটু ভাবতে পারেন
(পোষ্ট খানা সকল সিঙ্গেল এবং মিঙ্গেল ভাইয়াদেরকে উৎসর্গ করিলাম)
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৩
রহস্যময়ী কন্যা বলেছেন: জি আমি চেষ্টা করবো ভাইয়া আরো পয়েন্ট যোগ করতে।
ধন্যবাদ আপনাকে
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৪
ঘাসফুল বলেছেন: খুবই চমৎকার লেখা...
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১২
রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ আপু
ভালো থাকবেন
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৫
রুপ।ই বলেছেন: মজা পেলাম ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৭
রহস্যময়ী কন্যা বলেছেন:
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৫
ক্ষুদ্র মস্তিস্ক বলেছেন: আশা করি কাজে লাগবে।
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৮
রহস্যময়ী কন্যা বলেছেন: কাজে লাগলে কিন্তু মিষ্টি খাওয়ানোর কথা যাতে বলে দিতে না হয় ভাইয়া
৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৮
ইখতামিন বলেছেন:
এবারেও প্রথম ভালোলাগা.
কারও কারও জন্য এই পোষ্ট টা অনেক মূল্যবান, দরকারী ও অসাধারণ পোষ্ট
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫১
রহস্যময়ী কন্যা বলেছেন: প্রথম ভালোলাগা দেয়ার জন্য এক বস্তা ধন্যবাদ ইখতামিন ভাইয়া (চলবে? নাকি আরো দিবো?? )
হুম মূল্যবান আর দরকারী দেখেই তো দিলাম ভাইয়া। কাজ হলে জানাইয়েন কিন্তু
৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
মুনসী১৬১২ বলেছেন: কাজে দেবে
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৩
রহস্যময়ী কন্যা বলেছেন: কাজে তো দিতেই হবে
৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
তানজিম রহমান বলেছেন: সুন্দর পোস্ট, একমত... !
কিন্ত ,ইদানিং কালে, কাউকে কাউকে এতো অল্পে খুশী রাখা যায়না... :p
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৭
রহস্যময়ী কন্যা বলেছেন: চেষ্টা করে তো দেখেন একবার ভাইয়া........
আমি তো অভিজ্ঞদের থেকেই টিপস কালেক্ট করলাম
৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
সাদাসিধা মানুষ বলেছেন: এসব জাইনা লাভ নাই এহন ও সিঙ্গেল মিঙ্গেল
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৯
রহস্যময়ী কন্যা বলেছেন: কি কমু বুঝতেসি না তো
৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: এই পোস্ট সরাসরি প্রিয়তে....
আপনাকেই তো খুজতে ছিলাম আমি.......
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১১
রহস্যময়ী কন্যা বলেছেন: হুম ধন্যবাদ পুচকি প্রিয়তে নেয়ার জন্য তবে তোমার এখনই ট্রাই মারার দরকার নাই
আর একটু বড় হও আর তোমার জিএফকেও বড় হতে দাও কেমন
১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: দুলাভাই ভালো আছে?
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০১
রহস্যময়ী কন্যা বলেছেন: দুলাভাই কই আছে ঐটাই এখনো জানি না আর কেমন আছে কেমনে জানবো পুচকি
১১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০১
অনীনদিতা বলেছেন: অনেকেই বলে ভালোবাসায় নাকি কোন কমিটমেন্ট থাকতে নেই।
আর আমি মনে করি যে ভালোবাসায় কমিটমেন্ট থাকবেনা সেটা আসলে ভালোবাসা না...সেটা হলো সাময়িক আবেগ।আর কঠিন ভাষায় বলতে গেলে যাস্ট টাইম পাস......
তোর লেখাটা অনেক ভালো লাগলো...এটা আসলে সব মেয়েরই মনের চাওয়া।
পৃথিবীর সকল আশ্রয় হারিয়ে গেলেও যেন তার ভালোবাসার মানুষের মনে যে জায়গাটুকু তার,সেই জায়গা টুকু যেন শুধু তারই থাকে।সব কিছুতেই,সব পরিস্থিতিতেই যেন তাকে পাশে পায়।
আরেকটা ব্যাপার হলো,যদি কোন কারনে নতুন করে কা্উকে ভালো লাগে তাহলে একসাথে দুজনকেই ভালোবাসার নামে প্রতারণা করা উচিত না।
যাস্ট লিভ হার ডোন্ট চিট হার
দেখলাতো,সব কিছুর জন্যই সব চেয়ে বেশি প্রয়োজন কোনটার?!!!
কমিটমেন্ট
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৮
রহস্যময়ী কন্যা বলেছেন: তোমার মতামত জানানোর জন্য অনেক ধন্যবাদ আপুনি
হুম আপুনি কমিটমেন্টটাই আসলে সবচেয়ে বড়।একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় নির্ভরতা।তবে কমিটমেন্ট শুধু করলেই হয়না, সেটাকে যথাযথভাবে রক্ষাও করতে হয়।নাহয় কি আর কমিটমেন্টের মূলয় থাকে?
আর সত্যিকারের ভালোবাসায় তো চিটিং এর নামই আসা উচিত না।আর একজনের সাথে কমিটেড থাকা অবস্থায় নতুন কাউকে ভালো লাগবেই বা কেন?যদি লেগেই থাকে তাহলে কি সেটাকে ট্রু লাভ বলা যায়?
১২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১২
মনে নাই বলেছেন: হুম ঠিকই বলেছেন, খুবই দরকারী কথা।
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৫
রহস্যময়ী কন্যা বলেছেন: দরকারে লাগলেই আমার পোষ্ট সার্থক
১৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৪
স্বপ্নবাজ অভি বলেছেন: কাজ হলে মিষ্টি খাওয়াবো আপুনি !
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৩
রহস্যময়ী কন্যা বলেছেন: হুম অপেক্ষায় রইলাম অভি ভাইয়া
১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অন্যদের কাজে লাগতে পারে
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৭
রহস্যময়ী কন্যা বলেছেন: ওরে বাবা!!!!! স্বর্ণাপি আমার ব্লগে B:-) B:-) B:-)
খুশি লাগছে অনেক।
হুম স্বর্ণাপি কারো কাজে লাগলেই তো আমার পোষ্ট সার্থক
ভালো থাকবেন আপি
১৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১০
সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: অনেক কিছু জানলাম আইডিয়া হইলো, গার্ল ফ্রেন্ড হলে তখন কাজে লাগবে
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৯
রহস্যময়ী কন্যা বলেছেন: আইডিয়া কাজে লাগান গার্লফ্রেন্ড পেয়ে যাবেন ভাইয়া
১৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৪
মামুন রশিদ বলেছেন: অনেক কিছু শিখলাম ।
এবার একটা টাইম মেশিন আইন্যা দেন, ঢুইকা পড়ি । হল লাইফে ফিইরা যাইবার চাই
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪০
রহস্যময়ী কন্যা বলেছেন: আমি তো পারলে সময়কে স্টপই করে দিতাম এখানে ভাইয়া
কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ
১৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৮
অর্ণব আর্ক বলেছেন: লুলামির শেষ সীমায় উপস্থিত হৈলে মানুষ যা করে।
পিডাইয়া তর হাড্ডি ভাংগার সময় হৈছে।
এইডা কি দেখাইলি। নগদে মাইণাশ।
আসলে পুস্টটা ভালোই হৈছে।
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৬
রহস্যময়ী কন্যা বলেছেন: যতই পোষ্টে মাইনাস দেন অর্ণব ভাইয়া।এই পোষ্টটা দেখে যে মনে মনে খুশি হইসেন এইটা আমি জানি তো
১৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৭
অদ্বিতীয়া আমি বলেছেন: কেমন আছ আপু ? তোমাকে দেখে ভাল লাগলো ।
হল লাইফ আসলে অনেক মজার , অনেক কিছুই শেখা যায়
হল লাইফের এ রিলেটেড অনেক মজার মজার আড্ডা গল্প , অনেক কিছুই মনে পড়ে গেল ।
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৪
রহস্যময়ী কন্যা বলেছেন: ভালো আছি আপুনি তুমি ভালো আছো??
হুম আপুনি হল লাইফ আসলেই অনেক মজার
খুব মিস করবো পরে
ভালো থেকো আপুনি
১৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৮
ইমরাজ কবির মুন বলেছেন:
প্রিয়মানুষ নাই, এত কিছু করারও দরকার নাই।বড় বাঁচা বাঁচসি ||
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৩
রহস্যময়ী কন্যা বলেছেন: প্রিয়মানুষ না থাকাতে এতো খুশি!!!!!!!!
কেমনে কি মুন ভাইয়া
২০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০১
সুমন কর বলেছেন: ভালো লাগল।
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৪
রহস্যময়ী কন্যা বলেছেন: জেনে আমারো ভালো লাগলো
২১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৮
মাহবু১৫৪ বলেছেন: খুবই সুন্দর পোস্ট
++++++++
সাথে যদি আপনার অভিজ্ঞতাও একটু শেয়ার করতেন।
একটা পয়েন্টঃ কখনও মেয়ের পরিবার কিংবা মেয়েটাকে নিয়ে বাজে কোন কথা মানে গালিগালাজ করা যাবে না। এমনকি গায়ে হাত তোলাও যাবে না। এটা অনেক প্রভাব ফেলে মেয়েটার মনে।
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৮
রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
আপনার পয়েন্ট পোষ্টে এড করে দিয়েছি
ইয়ে মানে আমি তো পোষ্টেই বলেছি আমার কোন ধারণা নেই। সব ধার করা অভিজ্ঞদের কাছ থেকে
২২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৪
ইকরাম বাপ্পী বলেছেন: সব ছেলে এক নাহ... সব মেয়েও এক নাহ... যাকে ভালো লাগে মনে হয় তার সাথে সময় কাটানোর মাধ্যমে তার ভালো লাগা খারাপ লাগা জানার পাশাপাশি নিজের ভালো লাগা খারাপ লাগা জানানোর মাঝেই একটা সম্পর্ক তৈরি হওয়া আর টিকে থাকা নির্ভর করে... ... আর মনে হয় এ কোন পরিস্থিতিতে "মিথ্যা বলা" বন্ধ করা যায় তাহলে ভালো হয়... ... পরিস্থিতির কারনে যদি সত্য বলা নাও যায় তাহলে অন্তত এটা বলা উচিত যে "পরে বলছি" এই পরে বলছি শুনলেই মনে হয় সবার মাথা আওলা ঝাওলা হয়ে যায়... ...
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩১
রহস্যময়ী কন্যা বলেছেন: হুম ঠিক ভাইয়া।তবে এই "পরে বলছি" কথাটা শুনলে আসলেই সবার মাথা আওলা ঝাওলা হয়ে যায়... ...
ভাবে যে মনে হয় ঘাপলা আছে
২৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: ইন্টারেস্টিং।
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৩
রহস্যময়ী কন্যা বলেছেন:
ধন্যবাদ অনেক
২৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন:
মামুন রশিদ বলেছেন: অনেক কিছু শিখলাম ।
এবার একটা টাইম মেশিন আইন্যা দেন, ঢুইকা পড়ি । হল লাইফে ফিইরা যাইবার চাই
আমারও একই অবস্থা
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৩
রহস্যময়ী কন্যা বলেছেন: তাইলে ভাবীকে কোথায় রেখে যাবেন ভাইয়া?
২৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৪
ইখতামিন বলেছেন: তবে আপনার এই পোস্ট মনে হয় আমার কোনও কাজে আসবেনা।
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৪
রহস্যময়ী কন্যা বলেছেন: না আসলে কি আর করা ভাইয়া
২৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩০
শাহরিয়ার রিয়াদ বলেছেন:
রহস্যময়ী আপু,
আপনার বিশ্লেষণ এবং সাজেশন গুলো ভাল লাগল।
তবে ব্যাপার হল যারা পারে তারা এমনিতেই পারে, যারা পারে না তাদের এই রকম লক্ষ কোটি সাজেশন ওয়ালা পোস্ট পড়েও কিছু হবে না। সাজেশন ওয়ালা (হাউ টু)পোস্ট এই জীবনে তো কম পড়লাম না।
আলাস, হি ইজ ডাইড।
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৩
রহস্যময়ী কন্যা বলেছেন: রিয়াদ ভাইয়া,
আমি এই সাজেশনগুলো দিয়েছি যাতে রিলেশনে প্রবলেমগুলো কম হয়।আর একটা সুন্দর রিলেশনের জন্য একটুখানি মেনে চললে ক্ষতি কি বলেন?
আর আমি আপনার সাথে একমত হতে পারলাম না এই ব্যাপারে যে,
"যারা পারে তারা এমনিতেই পারে, যারা পারে না তাদের এই রকম লক্ষ কোটি সাজেশন ওয়ালা পোস্ট পড়েও কিছু হবে না।"
কারণ একটা রিলেশন এমনি এমনি ভাঙেনা, অবশ্যই কিছু কারণ থাকে।
আর আমি মেয়েদের দিক থেকে যেসব প্রবলেম হয় সেগুলো তুলে ধরলাম জাস্ট।
ভালো থাকা হোক
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭
রহস্যময়ী কন্যা বলেছেন: আলাস, হি ইজ ডাইড?????????
২৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৫
ভিয়েনাস বলেছেন: প্রিয়মানুষ কে খুশি করার তরিকা তো জানা হলো কিন্তু প্রিয়মানুষ কই?? পড়ে মুখস্থ্য করে রাখলাম প্রিয়মানুষের জন্য,কাজ দিলেও দিতে পারে
দোয়া রাইখেন
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৭
রহস্যময়ী কন্যা বলেছেন: দোয়া করে দিলাম ভাইয়া যাতে প্রিয়মানুষ পেয়ে যান আর আমার টিপস কাজে লাগাতে পারেন
আর কাজে লাগলে কিন্তু মিষ্টি পাওয়া থাকবে আমার
ভালো থাকবেন অনেক
২৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৫৫
দি সুফি বলেছেন: আগে বিবাহ করি, তারপর ইনশআল্লাহ চেষ্টা করে দেখব নে!
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪০
রহস্যময়ী কন্যা বলেছেন: অ্যাঁ!!! বিবাহ করার পর????
২৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:১৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
মেয়েদের খুশী করার উপায় মেয়েদের কাছ থেকে জেনে বলটা এখন নিজের কোর্টেই মনে হচ্ছে । কিন্তু আফসুস
বিপক্ষ টিম এখন মাঠে হাজির হয়নি।
অনেক কিছু জানলাম। কিন্তু এপ্লাই করার সুযোগ আল্লাহ্ কপালে রাখছে কিনা কে জানে।
সুন্দর পোষ্টে ++++
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪২
রহস্যময়ী কন্যা বলেছেন: আরেহ! শোভন ভাইয়া কেমন আছেন??
হুম ভাইয়া আমি কিন্তু কাজ অনেক সহজ করে দিলাম
এখন শুধু প্রিয় মানুষ খুঁজে নিলেই হয়
প্লাস পেয়ে ভালো লাগলো
৩০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৫১
নোমান নমি বলেছেন: হা হা হা বেশ মজার! তবে আদতে নিয়ম মেনে কিছুই হয় না। এমন এমন অবস্থা আসে যে হাসফাঁসফাসহাঁস টাইপ। এসব অবস্থা প্রত্যেক ব্যাক্তির জীবনে আলাদা আলাদ করে আসে। তখন ব্যাকরণ ঠিক থাকে না,উপমা ঠিক থাকে না। এরপর যা হবার তাই হয় আরকি
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৯
রহস্যময়ী কন্যা বলেছেন: আমার পোষ্টে নোমান ভাইয়া এই প্রথম কমেন্ট করলেন
ভালো লাগছে অনেক
ভাইয়া এই ব্যাপারগুলোকে নিয়ম হিসেবে দেখলে অবশ্য হাসফাঁস লাগাটাই স্বাভাবিক।তবে, যদি এটা ভেবে করেন যে আপনি আপনার প্রিয়মানুষকে খুশি রাখার জন্য করছেন তাহলে মনে হয় আর হাসফাঁস লাগবে না আশা করি
ভালো থাকবেন ভাইয়া
৩১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৭
আজ আমি কোথাও যাবো না বলেছেন: থিওরিক্যাল পড়লাম এবার প্র্যাক্টিক্যাল
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১১
রহস্যময়ী কন্যা বলেছেন: হুম আপুনি ওইটাই তো আসল
কেমন আছো আপুনি?
৩২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১০
মাহতাব সমুদ্র বলেছেন: ভালো ওয়ে.।
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৬
রহস্যময়ী কন্যা বলেছেন: হিহিহি
জানি তো ভাইয়া,
মুখস্ত করে রাখো
কাজে লাগতেও পারে
৩৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভালো আছি আপু! তুমি কেমন আছো?
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৫
রহস্যময়ী কন্যা বলেছেন: ভালো না রে আপুনি
হরতালের জন্য ফাইনাল আটকে আছে
তোমাদের অনেক মিস করি আপুনি
আজকে দেখে খুব ভালো লাগলো
৩৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৭
সায়েম মুন বলেছেন: এরপর মেয়ের দোষ থাকলে সে নিজেই তখন ১০০ বার স্যরি বলে।---প্রেমিকারা কি স্যরি বলতে জানে। মানে দোষ স্বীকার করতে জানে।
পোস্টে মজা পেয়েছি।
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫১
রহস্যময়ী কন্যা বলেছেন: অবশ্যই বলে ভাইয়া
প্রথমে অভিমানটা কেউ একটু ভাঙালেই হয় আর কি
৩৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৭
সিয়ন খান বলেছেন: খুব ভাল লাগলো আপু। সুন্দর পোস্ট।
জীবনের প্রতিটা ক্ষেত্রে কমিটমেন্ট থাকা দরকার।
আর রিলেশনের ক্ষেত্রে কমিটমেন্ট, কম্প্রমাইজ, আনডাসট্যান্ডিং থাকলে সেই রিলেশনের অনেক সুন্দর হয়।
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫২
রহস্যময়ী কন্যা বলেছেন: এটাই তো আমি পোষ্টে বোঝাতে চেয়েছিলাম ভাইয়া
ধন্যবাদ অনেক
৩৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৯
উনমানুষ বলেছেন: এইসব শেয়ারিং কেয়ারিং দিয়ে কিছু হয় না। রিলেশানের গুষ্টি কিলাই। আপনার তালগাছ(মানে ক্যারিয়ার আরকি !!) যদি ঠিক না থাকে । শ্যারিং ক্যারিং ভুলতে দুইদিনও লাগবে না। আপনি শ্যারিং ক্যারিং করবেন দেখবেন বলবে "টুমি আমার কুব বাল বন্ডু" জাস্ট প্রেন্ড।
মেয়েরা মুখে বলে শ্যারিং ক্যারিং ভালবাসার প্রথম শর্ত। মনে মনে ঠিকই বিরাট তালগাছ চায়।
(দুখিত এরচেয়ে ভাল কিছু বলতে নাপারার জন্য।)
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৯
রহস্যময়ী কন্যা বলেছেন: আপনি যদি এটাই মনে করে বসে থাকেন যে বিচার মানি তালগাছ আমার তাহলে আমার কিছু বলার নেই।
আমি পোষ্টে এটা তো বলেছি যে এটা আমার নিজের ধারণা না, যারা প্রেম করে তাদের থেকে জেনেছি। তারা তাদের দৃষ্টিভঙ্গি থেকে যা বলেছে আমি তাই লিখেছি এখানে।
আর আপনি যে বললেন "মেয়েরা মুখে বলে শ্যারিং ক্যারিং ভালবাসার প্রথম শর্ত। মনে মনে ঠিকই বিরাট তালগাছ চায়।"
ভাইয়া, আপনি কি দেখেননি সেম এজ রিলেশনগুলো, এক এক জন প্রায় ৪/৫ বছর প্রেম করার পর বিয়ে করে এটা তো সবজায়গাতেই দেখা যায়। আপনার চোখে কি পড়েনি??আর সেম এজ রিলেশনে তো বেশির ভাগ ছেলেই থাকে বেকার।তারা কি রিলেশন করছেনা??নাকি "বাল বন্ডু" হয়েই আছে??
স্পেশাল দিন গুলো যেমন ভ্যালেনটাইন ডে তে আমরা যত কাপল দেখি সেখানে কি স্টুডেন্ট দেখেন না??নাকি ঐদিনও খালি বন্ধু নিয়েই ঘুরে সবাই??
আমি চাইলে আরো অনেক যুক্তিই দিতে পারি,কিন্তু আপনি যেখানে বলেই দিয়েছেন "রিলেশানের গুষ্টি কিলাই" সেখানে আর কিছু বলেও লাভ নেই।শুধু বলবো যে সব জেনেও যারা না জানার ভান করে তাদেরকে কি আর বুঝানো যায়??
৩৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
বাসুরী বাসীয়ালা বলেছেন: অনেক কিছু জানতে পারলাম । আপনি তো দেখি পুরা ভালোবাসার উপর পি এস ডি ডিগ্রি নিয়েছেন । তয় আপনার এই লিখায় কিছু ভুল আছে । সব মেয়েরা আপনার লিখার চরিত্রের নয়। আগের যুগে ছিলো এমন এখন আর নেই। এখন টাকা গাড়ী বাড়ী চাই। এই গুলা না থাকলে কোন পাত্তা নেই। আর যদি আমার এই কথার প্রমান চান তবে আপনাকে দেখাতে পারি।
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৩
রহস্যময়ী কন্যা বলেছেন: আমার প্রমাণ লাগবেনা,প্রমাণ কি আমি দিতে পারিনা ভাইয়া??
আমি জাস্ট একটা কথাই বলবো ভাইয়া যে আমি পোষ্টে প্রিয়মানুষকে কিভাবে খুশি রাখতে হয় সেটা বলেছি।
আচ্ছা ভাইয়া আপনিই বলুন, বাংলাদেশের এভারেজে কতজন মানুষের নিজের বাড়ি গাড়ি আছে??
আর কাপলের সংখ্যা কত সেটাও নিশ্চয় বলে দিতে হবে না।
আর এদের তো বেশির ভাগেরই বিয়ে হচ্ছে।সেটার প্রমাণও আপনার সামনে আছে।
সব মেয়েই যদি বাড়ি গাড়িওয়ালা পোলা খুজতো তাহলে তো বেশীরভাগ মানুষের কপালেই জিএফ জুটতনা
কিন্তু কাপলের সংখ্যা আর লাভ ম্যারেজ যে হারে বাড়ছে তাতে কি প্রমাণ হচ্ছে বলেন তো??বাংলাদেশের সব মানুষ কি গাড়ি বাড়িওয়ালা হয়ে যাচ্ছে নাকি??
৩৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩১
শাহরিয়ার রিয়াদ বলেছেন:
যারা পারে তারা এমনিতেই পারে, যারা পারে না তাদের এই রকম লক্ষ কোটি সাজেশন ওয়ালা পোস্ট পড়েও কিছু হবে না।
আমি আসলে রিলেশনের প্রি-ব্যাপারগুলোকে বুঝিয়েছি। যারা প্রাইমারি স্টেজ পার করে নাই তাদের আবার পোস্ট-স্টেজের ব্যাপারগুলো নিয়ে চিন্তা করা মানে গাছে কাঁঠাল গোঁফে তেলের মত ব্যাপার।
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫০
রহস্যময়ী কন্যা বলেছেন: ওহ
তা অবশ্য ঠিক ভাইয়া
৩৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৩
*কুনোব্যাঙ* বলেছেন: রিলেশন হবে কিভাবে সে ব্যাপারে কোন কিছু নাই? আগে তো রিলেশন হতে হবে তারপর তো প্রিয় মানুষকে খুশি রাখার চিন্তা!
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৩
রহস্যময়ী কন্যা বলেছেন: হুম তাই তো
তাইলে কিভাবে রিলেশন করবেন ঐটা নিয়েও পোষ্ট লেখা লাগবে নাকি ভাইয়া??
৪০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৩
*কুনোব্যাঙ* বলেছেন: উনমানুষ বলেছেন: মেয়েরা মুখে বলে শ্যারিং ক্যারিং ভালবাসার প্রথম শর্ত। মনে মনে ঠিকই বিরাট তালগাছ চায়।
ঠিক ঠিক ঠিক। আর শুধু তালগাছ না তাল ফল, তালের রস, তালের পাখা সব একসাথে চায়। :/
সম্প্রতি আমার কিছু বন্ধুর বিবাহোত্তর দুঃখগাঁথা দেখে এই ব্যাপারে আমার ধারণা আরো পাকাপোক্ত হয়েছে।
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৬
রহস্যময়ী কন্যা বলেছেন: ঠিকই তো আছে। চাইবে যখন কম চাইবে কেন তাইনা??
৪১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৮
দি সুফি বলেছেন: লেখক বলেছেন: অ্যাঁ!!! বিবাহ করার পর????
এর আগে তো প্রিয় মানুষ হবে না। তাই পরেই চেষ্টা করে দেখব!
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৮
রহস্যময়ী কন্যা বলেছেন: ইয়ে মানে ভাইয়া, প্রেমিকা কি প্রিয়মানুষ হতে পারেনা??
৪২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৭
দি সুফি বলেছেন: আমি অন্য ধরনের মানুষ। আমার সূত্রমতে প্রেম হল বিয়ের পরে। সুতরাং, বউ হবে প্রেমিকা। সেই হিসেবে প্রেমিকা অবশ্যই প্রিয় মানুষ।
কিন্তু আপনাদের হিসাবটা উল্টা, যেটা আমার পছন্দ নয়। তাই আমি বিয়ের কথা বলেছি।
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৩
রহস্যময়ী কন্যা বলেছেন: ঠিক আছে ভাইয়া
বিয়ের দাওয়াত পাবো তো??
৪৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৮
দি সুফি বলেছেন: হাহাহাহা। এখনও কোন প্ল্যান নেই। আগে অনার্স শেষ করি। তারপর নিজের পা দুইটাকে মজবুত করি, তারপর চিন্তাভাবনা। দিল্লী এখনও বহুদূর
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৫
রহস্যময়ী কন্যা বলেছেন: অ্যাঁ!!!!!!!! আপনি এখনো অনার্সে????আমি তো আপনাকে আরো অনেক বড় ভাবসিলাম
কোন ইয়ার কি বলা যাবে??
৪৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩২
দি সুফি বলেছেন: হাহাহাহা। অনার্সে পড়ি বলে ছোট মনে হইতেছে? আইচ্ছা বয়স বাড়ানোর মত কয়েকটা কথা বলি আমার ২ বছরের স্ট্যাডি গ্যাপ আছে, আমার এক বন্ধু ঢাবি থেকে অনার্স-মাস্টার্স শেষ করে এখন এমবিএ করতেছে, স্কুলের দুই ক্লাসমেট দুইটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক! দেখলেনতো আমি তত ছোট না
লাস্ট সেমিষ্টার চলতেছে। এই ডিসেম্বরে ইনশআল্লাহ বিশ্ববিদ্যালয়কে বিদায় জানাবো
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৩
রহস্যময়ী কন্যা বলেছেন: হুম তাইলে তো আপনি বড়ই
আসলে কি জানেন অনার্স কমপ্লিট না হওয়া পর্যন্ত সবাই কেন যেন ছোটই বলে,আমাকেও বলে এখনো
আমিও অনার্সে
আমি বড় হইবার চাই ভাইয়া
৪৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৭
দি সুফি বলেছেন: আমাকে কিন্তু কেউ ছোট বলে না পুরোপুরি স্বাধীন। পরিবার থেকেও কিনদিন কোন ব্যাপার নিয়ে কিছু বলে না। আমার মা সব সময় একটা কথা বলেন "তুমি বড় হইছ। নিজের বুঝ নিজেই সবচাইতে ভালো বুঝ। সুতরাং সবসময় ভালোভাবে চলবা!" এই পর্যন্তই।
কোন ইয়ারে আছেন? আর এটা কোন ব্যাপার না। সময় দেখতে দেখতে কেটে যাবে। মনে হয় এইতো মাত্র সেদিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। দেখতে দেখতেই ৪ বছর কেটে গেল!
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৯
রহস্যময়ী কন্যা বলেছেন: আপনাকে ছোট বলার তো কারণই দেখি না ভাইয়া
আপনার কথাগুলো সব বড়দের মতো
আমিও তো আপনাকে অনেক বড় ভেবেছিলাম
থার্ড ইয়ার ফাইনাল দিচ্ছি
তবে এই ভার্সিটি লাইফটা আসলেই অনেক মজার
৪৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩১
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: বাচ্চা পোলাপানের ব্যাপার-স্যাপারই আলাদা। তবে সাবধানের মার নেই কথাটার সিংহভাগ সত্য।
প্রেম-ভালোবাসাটা যেমন হিসেব-নিকেশ করে হয় না, বিয়েটা কোনো না কোনো ভাবে হয়েই যায়, আটকেও থাকে না। আসল সমস্যা শুরু হয় তখনই। কিন্তু সংসার করতে করতে যুগ পার করলে বোঝা যেতো যে, কাঁধে এসে পড়লে অনেক কিছুই করা যায়।
তবে দুজনের স্বচ্ছতা জরুরি। একজন আরেকজনের কাছে গোপন করবে না কিছু তা যত ছোটই আর নির্দোষ হোক- এ থেকে সমস্যার মহীরুহ জন্মাতে পারে। এমন কি সংসারটা কোনোদিন ভেঙে যাবে তার সূত্রপাত হতে পারে সেই গোপন ব্যাপারটি থেকে। কারণ গোপনীয়তার কারণে বিস্বস্ততা ক্ষুণ্ণ হয়। যা প্রেম-ভালোবাসা-দাম্পত্য বা যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই প্রযোজ্য।
রান্না না জানলেও ক্ষতি নেই, প্রিয় মানুষটা কী খেতে পছন্দ করে তা মেয়েরা এমনিতেই শিখে যায় এমন কি কখনো কাউকে না জিজ্ঞেস করেও কেবল রেসিপি দেখেই। তাই এটা কোনো ব্যাপার না। অন্যান্যগুলাও কোনো রকমে সামাল দেওয়া যায়।
তবে খারাপ কথা বলে ফেলা, জঘন্যটাইপের গালি দিয়ে ফেলা ঘটনার সুরাহা তেমন একটা হয় না। তার পরিণতি একদিন বিচ্ছেদ অবশ্যম্ভাবী। সংসার তো টিকবেই না।
আরেকটা ব্যাপার হচ্ছে খোঁটা দেওয়া। অক্ষমতার কথা (তা যত ছোট বা বড় হোক) কারণে অকারণে স্মরণ করিয়ে দেওয়া। এ থেকে পুরো পরিবারটি (স্বামী সহ তার অথবা স্ত্রী সহ তার পরিবার)র ওপর স্থায়ী ঘৃণার জন্ম হতে পারে। এমনকি সেই খোঁটাটি যাতে স্বামী বা স্ত্রীটিকে শুনতে না হয় সে জন্যে অনেক সময় বিচ্ছেদ অনিবার্য হয়ে পড়ে।
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৭
রহস্যময়ী কন্যা বলেছেন: প্রথমেই জুলিয়ান ভাইয়াকে আমার ব্লগে স্বাগতম এবং ধন্যবাদ জানাই এতো সুন্দর একটা কমেন্ট করার জন্য।
ভাইয়া আপনার প্রতিটি কথাই অনেক বাস্তববাদী আর অর্থপূর্ণ।দৈনন্দিন জীবনের ছোটখাটো প্রবলেমগুলো যদি তখনই মীমাংসা করা হয়ে যায় তাহলে সেটা অনেক বড় ধরণের কোন প্রবলেম যেমন সংসার ভাঙা থেকে বাঁচানো যায়।
আর রিলেশনের বিয়ের ক্ষেত্রে যেটা হয় যে আগে থেকেই তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, একজন আরেকজনকে বুঝতে পারে তাই তাদের মধ্যে বিয়ের পর প্রবলেম হওয়ার চান্সটা কম থাকে।
আর "দুজনের স্বচ্ছতা জরুরি"
আপনার একথার সাথে আশা করি সবাই একমত হবেন
আপনার দৃষ্টিভঙ্গি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।
ভালো থাকবেন
৪৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৫৪
হার্ট ব্রেকার বলেছেন: আইচ্ছা !!
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১০
রহস্যময়ী কন্যা বলেছেন:
৪৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৫৪
হার্ট ব্রেকার বলেছেন: আইচ্ছা !!
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১২
রহস্যময়ী কন্যা বলেছেন: পোলাপান খালি চোখ মারে কেন
৪৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৫৪
অপু তানভীর বলেছেন: এতো কিছু করা লাগে না !
সে এমনিতেই খুশি !!
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৫
রহস্যময়ী কন্যা বলেছেন: অপু ভাইয়া আপনার তো রাজকপাল
এরকম একটা বৌ খুঁজলেও আর একটা পাওয়া যাবে না
৫০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:১০
প্রিন্স হেক্টর বলেছেন: ভালো
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৪
রহস্যময়ী কন্যা বলেছেন:
হুম জানি তো
৫১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৯
ইখতামিন বলেছেন: দেশের সবাই দেখি গাড়ি বাড়ির মালিক হয়ে গেছে।
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৬
রহস্যময়ী কন্যা বলেছেন: হুম ভাইয়া তাই তো দেখছি
গাড়ি বাড়িওয়ালাদের লিষ্টে কি ইখতামিন ভাইয়ারও নাম আছে নাকি??
৫২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১২
ইখতামিন বলেছেন: হেক্টুকে বলছি। আপনার পোষ্টে মন্তব্য বন্ধ কেন ?
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১১
রহস্যময়ী কন্যা বলেছেন: আমিও দেখলাম এখন
৫৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৭
ঘুমন্ত আমি বলেছেন: কবি বলিয়াছেন প্রেম করার চেয়ে মুরগী পালন ভালো !
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৮
রহস্যময়ী কন্যা বলেছেন: তাইলে মুরগীই পালেন, এক্সট্রা ইনকামও হবে
৫৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩১
লাবনী আক্তার বলেছেন: সবগুলোই ঠিক আছে। একদম সত্য কথা। কন্যার সাথে সহমত জানাচ্ছি।
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪২
রহস্যময়ী কন্যা বলেছেন: লাবনী আপি!!!!!
ওয়াও
আমার ব্লগবাড়িতে স্বাগতম আপি
আর অনেক ধন্যবাদ আমার সাথে একমত হওয়ার জন্য
ভালো থাকবেন অনেক আপি
৫৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৫
ইখতামিন বলেছেন: জি না. ওই লিস্টে আমার নাম নেই।
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০০
রহস্যময়ী কন্যা বলেছেন: বলা যায় না
সবাই কি আর মুখে স্বীকার করে
ছুপা লিষ্টে থাকলেও থাকতে পারে
৫৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২২
ইখতামিন বলেছেন: নাহ। ওই লিস্টে থাকার তো চান্সই নাই
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
রহস্যময়ী কন্যা বলেছেন: ঠিক আছে ভাইয়া চেক করে দেখবো কিন্তু
৫৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অভিজ্ঞালব্দ পোস্ট মনে হচ্ছে
বেশ ভালো।।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
রহস্যময়ী কন্যা বলেছেন: হুম ভাইয়া অভিজ্ঞতা তো আছেই, তবে আমার না আর কি
৫৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪১
ভিয়েনাস বলেছেন: আমি মিষ্টি কিনে রেডি থাকবো কিন্তু কাজ যেন তাড়াতাড়ি হয় ।বেশি বেশি দোয়া করুন
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
রহস্যময়ী কন্যা বলেছেন: মিষ্টি আগে থেকে পাঠিয়ে দিলে চিন্তা করে দেখতে পারি..
৫৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৪
মায়াবী ছায়া বলেছেন: কোন অভিজ্ঞতা নেই । তবে জেনে ভাল লাগলো আপু ।।
ধন্যবাদ .... ভাল থাকুন ।।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২১
রহস্যময়ী কন্যা বলেছেন: ধন্যবাদ আপি
আমার ব্লগে স্বাগতম
৬০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৫
সাদমান সাদিক বলেছেন: অনেক কিছু জানলাম এডভাইস দেয়া যাবে
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৮
রহস্যময়ী কন্যা বলেছেন: দুনিয়াতে খালি মনে হয় এই এডভাইসই একটা জিনিস যেটা ফ্রীতে পাওয়া যায়
৬১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২২
ইখতামিন বলেছেন: চেক করতে গেলে শুধু শুধু আপনার মূল্যবান সময়ের অপচয় হবে।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৬
রহস্যময়ী কন্যা বলেছেন: কাহিনী কি??
ভয় পাইলেন নাকি??
৬২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৮
বিভূতিভুষন বলেছেন:
তাই নাকি??
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২১
রহস্যময়ী কন্যা বলেছেন: হুম তাই
৬৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৫
সাদমান সাদিক বলেছেন: হুমম আপু
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৯
রহস্যময়ী কন্যা বলেছেন:
৬৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৭
ইখতামিন বলেছেন:
আমি ভয় পাইনা
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪০
রহস্যময়ী কন্যা বলেছেন: তাই নাকি?? ঠিক আছে দেখা যাবে
৬৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৪
এক্সপেরিয়া বলেছেন: কাজ হলেই হয় ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫০
রহস্যময়ী কন্যা বলেছেন: কাজে লাগিয়েই দেখুন
৬৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১১
ইখতামিন বলেছেন: কবে..কখন..কোথায়.. ঝাটি জানতে চায়
এমনিতেই আমার দিনকাল ভালো যাচ্ছেনা..সরাসরি এবং দ্রুত বলে ফেলুন..
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫২
রহস্যময়ী কন্যা বলেছেন: ঝাটি জানতে চায়
ওকে ভাইয়া বের করেই আপনাকে সবার আগে জানানো হবে
৬৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৪
ইখতামিন বলেছেন: হি হি থাকলে তো বের করবেন
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৪
রহস্যময়ী কন্যা বলেছেন: ঐটা তো বের করার পরই জানা হয়ে যাবে ভাইয়া
৬৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৭
অদৃশ্য বলেছেন:
বাহ্... অনেক কথা বললেনতো... জানা থাকবার পরো তা যেন নতুন লাগে...ভালো লাগলো খুব...
শুভকামনা...
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৯
রহস্যময়ী কন্যা বলেছেন: ধন্যবাদ ভাইয়া।এইসব কালেক্ট করেছি অভিজ্ঞদের কাছ থেকে
যদি ভবিষ্যতে কাজে লেগে যায় আরকি :#>
৬৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৫
মৃত্যুঞ্জয় বলেছেন:
আপনি দেখছি অনেক গবেষণা করেছেন
যাই হোক, আপনাকে আমি খুজে পাচ্ছিনা, আপনি কি আমাকে নক করবেন
ধন্যবাদ
২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৭
রহস্যময়ী কন্যা বলেছেন: এতোদিন পর কোথ্থেকে আসলেন ভাইয়া....
আমাকে তো ফেবুতে পাবেন না ভাইয়া এখন
আপনি কেমন আছেন??
৭০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১১
ইখতামিন বলেছেন: আপনার সাথে আর পারলাম না
২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২০
রহস্যময়ী কন্যা বলেছেন: ঠিক আছে যান ছেড়ে দিলাম ভাইয়া
৭১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৬
তৌফিক আনজাম বলেছেন: অনেক ধন্যবাদ ,অনেক কাজে লাগবে ।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৫
রহস্যময়ী কন্যা বলেছেন: ধন্যবাদ ভাইয়া অনেক
আমার ব্লগে স্বাগতম
৭২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪০
এ্যংরি বার্ড বলেছেন: আকাইম্মা পোস্ট
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০১
রহস্যময়ী কন্যা বলেছেন: এ্যংরি বার্ড এর কথা শুনে আমিও এ্যংরি হয়ে গেলাম
৭৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪১
সেলিম আনোয়ার বলেছেন: প্রিয়মানুষটিকে কিভাবে খুশি রাখবেন হেড লাইনটা ভালো লেগেছে। প্রিয় মানুষকে খুশি রাখা গুরুত্বপূর্ণ ব্যাপার। সুন্দর বিষয়েরউপর পোস্টে ভাল লাগা।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৩
রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।ভালো আছেন ???
৭৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪২
মানুষ বলেছেন: প্যাকেজ নাটক দেখে দেখে পোলাপানের মাথা গেছে একেবারে
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৪
রহস্যময়ী কন্যা বলেছেন: হুম তা তো হইসেই
৭৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৮
মাহমুদ০০৭ বলেছেন: অরে বাবা !! প্রিয় মানুষকে খুশি রাখতে এত কিছু
করতে হবে !! ভয় পাইছি
পোস্টে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট এসেছে , যেমন নির্ভরযোগ্যতার ব্যাপারটা ।
প্রথম পয়েন্টাও খেয়াল করার মত । একমত আমি ।
তা দ্বিতীয় কিস্তি কবে আসছে ?
ভাল থাকুন এবং সুস্থ থাকুন ।
শুভকামনা নিরন্তর
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৬
রহস্যময়ী কন্যা বলেছেন: তা তো একটু করতে হবেই,
ভয় পেলে তো চলবে না ভাইয়া
দ্বিতীয় কিস্তি নিয়ে এখনো ভাবিনি ভাইয়া
ধন্যবাদ অনেক
ভালো থাকা হোক
৭৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৯
বাতায়ন এ আমরা কজন বলেছেন: প্রিয়মানুষটিকে কিভাবে খুশি রাখবে- এক হিসাবে খুব জটিল টপিকস।
পারস্পরিক বিশ্বাসটাকে পাশ না কাটিয়ে বরং লালন করে, একে অপরের অপছন্দের বিষয়গুলোকে পাশ কাটিয়ে যেতে পারলেই অনেকটা হয়ে যায়,
আবার একে অপরের পছন্দ অপছন্দ গুলোকে মাথায় রেখে পথ চললেই অনেক সমস্যা এড়িয়ে যাওয়া যায়।আর ভালবাসার মানুষের দেয়া কষ্টগুলো বুকে ধারণ করতে পারলেও সুখী হওয়া যায় জীবনে। --- ভাল লিখেছেন।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫২
রহস্যময়ী কন্যা বলেছেন: ধন্যবাদ।আপনিও অনেক সুন্দর গুছিয়ে বলেছেন
৭৭| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০০
অণুজীব বলেছেন: ভালো লাগলো। ++++
০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১১
রহস্যময়ী কন্যা বলেছেন: ধন্যবাদ আপনাকে
৭৮| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫৬
বশর সিদ্দিকী বলেছেন: দুঃখজনক ব্যাপার হইলো
আমি প্রেম ঠিকই শুরু করি কিন্তু প্রেম যখন আমার দুর্বল এবং রুগ্ন মানিব্যাগের দিকে টান মারে তখন আর চালাইতে পারি না। তখন মোবাইল বন্ধ করে শীত নিদ্রায় যাইয়া প্রেমনামক জীন ছারাইতে হয়।
কোন কিছু না বইলাই অনেক মাইয়ার লগে প্রেম করা বন্ধ কইরা দিছি ঠিক এই কারনে। শরমের চোটে কাওরে কিছু বলিনাই। তাই এখন চিন্তা করছি পকেটে টেকা নাই.....তাই প্রেমও নাই।
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫২
রহস্যময়ী কন্যা বলেছেন: আর একবার ট্রাই করে দেখতে পারেন ভাইয়া
কাজ হয়েও যেতে পারে
৭৯| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৯
দুঃস্বপ্০০৭ বলেছেন: দারুণ সব আইডিয়া । আশা করছি কাজে লাগবে পর্যবেক্ষনে রাখলাম ।
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৩
রহস্যময়ী কন্যা বলেছেন: ধন্যবাদ ভাইয়া। ভালো আছেন তো??
৮০| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ২:০৪
শহুরে আগন্তুক বলেছেন: ছিঙ্গেলদের পক্ষ থেকে একটা শুকনা, বাসি , ভেজাল ধন্যবাদ জানিয়ে গেলাম
:#>
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৪
রহস্যময়ী কন্যা বলেছেন: ভেজাল জিনিসে দেশটা ভরে গেলো রে
কি যে করি
৮১| ১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৪
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: গুড পোস্ট
১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪২
রহস্যময়ী কন্যা বলেছেন: ধন্যবাদ আপুনি
৮২| ১৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
অলওয়েজ ড্রিম বলেছেন: Chomotkar post. Nojor eriye giyecilo. Ashole idaning blogging er sujog kom pachci.
The Mysterious Girl, ami kintu ekhono kauke pyni jar hat ami dhorte pari. Ki kori bolento?
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫২
রহস্যময়ী কন্যা বলেছেন: খুঁজতে থাকেন ভাইয়া। পেয়ে যাবেন
৮৩| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৬
দুর্বৃত্ত বলেছেন: বেশ কাজের পুস্ট মনে হচ্ছে !থ্যাংকু আপি . . .
১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৮
রহস্যময়ী কন্যা বলেছেন: কাজে লাগলে কিন্তু মিষ্টি পাওনা
৮৪| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৪
অলওয়েজ ড্রিম বলেছেন: Amito sei kobe theke khujtei aci khujtei aci. Kintu apnara jodi ektu na helpan tahole kmne chole?
Eid Mubarak!
১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫০
রহস্যময়ী কন্যা বলেছেন: খাইসে!!ঘটক পাখি বোন হইতে ভয় লাগে তো ভাইয়া।পরে তো কিছু ভুল পাইলেই সব দোষ হবে ঘটকে উপরে
ঈদ মুবারাক ভাইয়া
৮৫| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৯
অলওয়েজ ড্রিম বলেছেন: :-( :-( :-(
;-( ;-( ;-(
১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৬
রহস্যময়ী কন্যা বলেছেন: হায় হায়! কান্নাকাটি কেন ভাইয়া??
আচ্ছা ঠিকাছে খুজতেসি ভাইয়া।
৮৬| ১৭ ই অক্টোবর, ২০১৩ ভোর ৬:৩৫
অলওয়েজ ড্রিম বলেছেন: :-D:-D:-D
১৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩১
রহস্যময়ী কন্যা বলেছেন:
৮৭| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০১
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: এই সবগুলো আইডিয়া যদি বিয়ের পড়ে স্বামী এবং স্ত্রী কাজে লাগায় তাহলে খুব যথার্থ হয়।
বিয়ের পূর্বে প্রেম ভালবাসা নামক একটা অবৈধ সম্পর্কে থেকে এই আইডিয়াগুলো যতই কাজে লাগানো হোক না কেন, বাস্তবতা কি দাঁড়ায়, সেটা বোঝার জন্য সবাইকে এবিসি রেডিও এফএম ৮৯.২ এর রবিবার এবং বুধবার রাত ১১:২০ এর দু'টো প্রোগ্রাম যথাক্রমে "যাহা বলিব সত্য বলিব" এবং "হ্যালো ৮৯২০" শোনার অনুরোধ করছি।
আমি দেশের বাইরে থাকি, ব্লগে একজনের দেয়া লিঙ্কের সূত্র ধরে এবিসি রেডিওর ওয়েব সাইট থেকে অনুষ্ঠানগুলো নামিয়ে শুনি। এই প্রোগ্রামগুলো সবার শোনা উচিত, বিশেষ করে যারা নতুন বাবা-মা হয়েছেন বা হতে যাচ্ছেন, তাদের বেশী শোনা জরুরী, যাতে সন্তানদের সঠিকভাবে লালন পালন করতে পারেন এবং ধর্মীয় মূল্যবোধের বাচ্চাদের বড় করাটা যে কত জরুরী সেটা অনুধাবন করতে পারেন।
১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৩
রহস্যময়ী কন্যা বলেছেন: আমার ব্লগে স্বাগতম আপনাকে ভাইয়া।
হুম ভাইয়া আমি এ ব্যাপারে আপনার সাথে পুরোপুরি সহমত।
বিয়ের পরের প্রেমই আজীবন টিকে থাকে ।
প্রোগ্রামগুলো শোনা হয়নি, শুনতে হবে
মূল্যবান কমেন্টের জন্য ধন্যবাদ আপনাকে।
ভালো থাকবেন
৮৮| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১০
সিস্টেম বলেছেন: আইচ্ছা ঠিকাছে। এইগুলা ত জানি, নতুন কিছু নাই?
১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৭
রহস্যময়ী কন্যা বলেছেন: হুম আরো অনেক আছে তো।আপনার কোনটা লাগবে??
৮৯| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১২
সিস্টেম বলেছেন: কিভাবে গার্লফ্রেন্ডের টাকায় খাওয়া ঘুরা যায় তারে খুশি কইরা ?
১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৮
রহস্যময়ী কন্যা বলেছেন: ভাই দুইটা থেকে একটা সিলেক্ট করেন। হয় গার্লফ্রেন্ডের টাকায় খাওয়া ঘুরা আর নাহয় তাকে খুশি করা
৯০| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১:২০
সিস্টেম বলেছেন: আগে বলেন গার্লফ্রেন্ড ক্যাম্নে পামু? তারপরে পরের কথা
২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৩২
রহস্যময়ী কন্যা বলেছেন: ঐ ব্যবস্থাটা নিজে করতে পারলে ভালো হয়।
এইটাও না পারলে কেমনে হবে ভাই?
তবে না পারলে আওয়াজ দিয়েন
ঐটা নিয়াও নাহয় পোষ্ট দিবো একটা
৯১| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১৫
সিস্টেম বলেছেন: তারাতারি পুষ্টান, ক্যামনে গার্লফ্রেন্ড পাওন যায়।
২৮ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩০
রহস্যময়ী কন্যা বলেছেন: এইটাও না পারলে কেমনে হবে ভাই
৯২| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪২
সিস্টেম বলেছেন: খ্যাক খ্যাক! আফোনে জানুইন না
০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৭
রহস্যময়ী কন্যা বলেছেন: কি জানি না??
৯৩| ১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৮
ড. জেকিল বলেছেন: বহুত কামের পোস্ট। মজা ও পাইছি বহুত।
ভালো থাকবেন।
০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৭
রহস্যময়ী কন্যা বলেছেন: থ্যাঙ্কু
আপনিও ভালো থাকবেন
৯৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৮
ঠোঁটকাটা কাকাতুয়া বলেছেন: যারা প্রেম না করে ডাইরেক্ট বিবাহ করতে ইচ্ছুক তাদের জন্য কিছু চাই ।
একটা কোশ্চেন ছিল, ফুল নিয়েই কেন প্রতিবার দেখা করতে হবে? : : ফুলের সাথে গার্লফ্রেন্ডের সম্পর্কটা কি?
০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৯
রহস্যময়ী কন্যা বলেছেন: ঐটার জন্য ঘটক পাখি ভাইয়ের পরামর্শ নিন ডক্টর কাকাতুয়া ভাইয়া
ফুল সব মেয়েই পছন্দ করে তাই বলেছি
৯৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৩
ঠোঁটকাটা কাকাতুয়া বলেছেন:
অকে.
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৫
রহস্যময়ী কন্যা বলেছেন: বাব্বাহ কত্ত খুশি রে!!!
৯৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০২
রংটাণর্ বলেছেন: কথা সত্য, কিন্তু সব সময় কাজ করে নাহ
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৬
রহস্যময়ী কন্যা বলেছেন: বেশীরভাগ সময়ই তো কাজ করে
৯৭| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৭
অপ্রচলিত বলেছেন: খাইছে দারুণ পোস্ট! চমৎকারভাবে গুছিয়ে লিখেছেন হালকা সুরে
জাপানিজ এনিমে মনে হয় খুব ভালো লাগে আপনার
৯৮| ০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৭
হারিয়ে যাওয়া ঘাসফড়িঙ বলেছেন: ++++++++++ জন্য এত্ত গুলা ভালোলাগা আর প্লাস
৯৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৫
হারিয়ে যাওয়া ঘাসফড়িঙ বলেছেন: ভালো জব ছাড়া নাকি মেয়েরা পাত্তা দেয়না,বাইক ওয়ালা ছেলেদের নাকি মেয়েরা অনেক পছন্দ করে, টাকা ছাড়া নাকি প্রেমের কোন মূল্য নেই.। এটাই সত্য
১০০| ৩০ শে জুন, ২০১৪ রাত ১:৫০
সোজা কথা বলেছেন: আমার ক্যাম্পাসে ঐরকমের মেয়ে নাই। তারপরো আমি এদের দেখা পাই, আবার স্বপ্নের মাঝেই হারাই!
হাহাহা
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫১
অর্থনীতিবিদ বলেছেন: আপনার দৃষ্টিভঙ্গিগুলো ভালো লাগলো। একজন মেয়ের দৃষ্টিতে একটি ছেলের আচরণ কেমন হওয়া উচিত তার একটি সুষ্পষ্ট ধারণা দিয়েছেন। আশা করি পোস্টটিতে আরো পয়েন্ট যোগ করবেন।