| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রহস্যময়ী কন্যা
'কিছুটা তো চাই– হোক ভুল হোক মিথ্যে প্রবোধ, অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় পাক সামান্য ঠাঁই কিছুটা তো চাই, কিছুটা তো চাই...'
আবারও একটি মুহূর্ত এলো
নাহ, কোন বেদনার সাক্ষী হয়ে না
স্বপ্নের মায়াজালে জড়ানো
মৌনতার সুতোয় বোনা
অনেক দিনের কাঙ্খিত আর লালিত
ক্যানভাসের রঙিন রঙতুলির মতো
পায়েলের মৃদু ছন্দের মতো
নরম ঠোটের স্পর্শের মতো
আর একটুখানি ভালোবাসার আভরণ
আধো স্বপ্ন আর আধো জাগরণ
ভাবনাটা কি খারাপ হতো??
যদি এভাবেই দিন চলে যেতো ??
থাকুক লুকিয়ে মনের কোণে
স্বপ্নময় সে সব মুহূর্ত
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুন, ২০১৪ বিকাল ৪:৪৬
লিরিকস বলেছেন: +