![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'কিছুটা তো চাই– হোক ভুল হোক মিথ্যে প্রবোধ, অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় পাক সামান্য ঠাঁই কিছুটা তো চাই, কিছুটা তো চাই...'
আজকে আবার নস্টালজিক হয়ে যেতে ইচ্ছে করছে
ঘাসের বুকে জমে থাকা শিশিরের বিন্দুগুলো
কুয়াশার চাদরে মোড়ানো সেই ভেজা পথটা ধরে
খালি পায়ে হেটে চলে যাওয়া আর
হিমশীতল বাতাসের স্পর্শে একটু কেঁপে উঠা
উষ্ণতার পরশ পেতে দুষ্টুমির ছলে
তোমার হাতটা আলতো করে ছুঁয়ে দেয়া
তোমার গায়ের চাদরটা পাওয়ার লোভে
ইচ্ছে করেই শীতের কাপড় বাসায় ফেলে আসা
ভাবতেই অজান্তেই একচিলতে হাসি দেখা দিয়ে যায় ঠোঁটে
হুম অনেক দিন পার হয়ে গেছে জানি
এখন তো তুমি আর আমি বসে বসে
আয়না দেখি আর পাকা চুল গুণে দেখি
তাতে কি?? স্মৃতিগুলো তো এখনো আছে
সেই আগের মতই আবেগে জড়ানো আর চিরতরুণ।
(নিউ ইয়ারের পোষ্ট দিতে দেরী হয়ে গেলো,তাতে কি?? মাত্রই তো শুরু হলো বছর। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে )
০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১১
রহস্যময়ী কন্যা বলেছেন: যেটা পড়ে আসে সেটাতেই ভাগ বসাবো
অনেক ধন্যবাদ মুন ভাইয়া
২| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: স্মৃতি রোমন্থিত চমৎকার কবিতা । কবিকে নতুন বছরের শুভেচ্ছা ।
০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১২
রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া
আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা
৩| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৩
স্বপ্নবাজ অভি বলেছেন: আজকে আবার নস্টালজিক হয়ে যেতে ইচ্ছে করছে
হয়ে যাও কন্যা
০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৭
রহস্যময়ী কন্যা বলেছেন: হয়ে গেলাম তো ভাইয়া
ধন্যবাদ ভাইয়া
আর নতুন বছরের শুভেচ্ছা আপনাকে
৪| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৫
বেঈমান আমি. বলেছেন: বুড়ি হয়ে গেলা নাকি আপুনি?
০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৯
রহস্যময়ী কন্যা বলেছেন: বুড়ি হয়ে যাওয়ার পর যদি আর লিখতে না পারি তাই আগেভাগেই লিখে রেখে দিলাম ভাইয়া
নতুন বছরের শুভেচ্ছা রইলো ভাইয়া
৫| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬
জুন বলেছেন: অনেক অনেক আবেগী কবিতা রহস্যময়ী কন্যা। সত্যি অনেক ভালোলাগলো। স্মৃতিগুলো তো এখনো আছে সেই আগের মতই আবেগে জড়ানো আর চিরতরুণ।
এমন একটা বিষয় বস্ত নিয়ে আমি একটি ছোট গল্প লিখেছি সময় থাকলে পড়তে পারেন। আশাকরি খারাপ লাগবে না
Click This Link
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫১
রহস্যময়ী কন্যা বলেছেন: ধন্যবাদ।হুম,পড়ে আসলাম আপুনি
অনেক অনেক সুন্দর লেখা
মিস করে ফেলেছিলাম
৬| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯
বোধহীন স্বপ্ন বলেছেন: বেঈমান আমি'র প্রশ্নটা আমারও ছিল। যাক জবাব পেয়েই গেছি।
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৪
রহস্যময়ী কন্যা বলেছেন: ধন্যবাদ অনেক
৭| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিকে নতুন বছরের শুভেচ্ছা ।
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৫
রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
আপনাকেও অনেক শুভেচ্ছা
৮| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৪
মামুন রশিদ বলেছেন: এখন তো তুমি আর আমি বসে বসে
আয়না দেখি আর পাকা চুল গুণে দেখি
তাতে কি?? স্মৃতিগুলো তো এখনো আছে
সেই আগের মতই আবেগে জড়ানো আর চিরতরুণ।
হুম, এমনি করে নস্টালজিয়ায় ভাসতে হয়
হ্যাপি নিউ ইয়ার আপু!
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৮
রহস্যময়ী কন্যা বলেছেন: ভাসতে কিন্তু খারাপ লাগে না ভাইয়া
হ্যাপি নিউ ইয়ার ভাইয়া
ভালো থাকবেন অনেক
৯| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:২২
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: নস্টালজিক সুন্দর হয়েছে
হ্যাপি নিউ ইয়ার আপু
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৩
রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
হ্যাপি নিউ ইয়ার আপুনি
১০| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫১
ইখতামিন বলেছেন:
কবিতাটা কবে কোনখানে জানি পড়েছিলাম।
অনেক দারুণ কবিতা। সুন্দর অভিব্যক্তি
নববর্ষের শুভেচ্ছা [নাহয় না-ই] দিলাম
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৫
রহস্যময়ী কন্যা বলেছেন: কোথায় পড়েছিলেন তা তো জানি না
ধন্যবাদ
নববর্ষের শুভেচ্ছা দিতে কিপ্টামি করাতে মাইন্ড খাইলাম
১১| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:২১
সকাল রয় বলেছেন:
লিখতে লিখতে ই সুন্দর সব লেখা বেড়িয়ে আসবে।
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৯
রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
১২| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৩
ইখতামিন বলেছেন:
আমি তো বলেছি নববর্ষের শুভেচ্ছা [ ] দিলাম
আপনি ব্রাকেটের ভেতরের লেখা পড়তে গেলেন কেনো?
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৯
রহস্যময়ী কন্যা বলেছেন: ব্রাকেট যে মনের কথা বলে
১৩| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অনেক ভালো লাগলো।
হ্যাপি নিউ ইয়ার!
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৩
রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
হ্যাপি নিউ ইয়ার
১৪| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৪
*কুনোব্যাঙ* বলেছেন: সুন্দন নষ্টালজিক কবিতা
তা চুল কয়টা পাকলো ??
০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৩
রহস্যময়ী কন্যা বলেছেন: থ্যাঙ্কু ভাইয়াআআআআআআআ
এখনো পাকেনাই তো,
সবাই খালি আমাকে বুড়ি বানিয়ে দেয় কেনু
১৫| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৪
এহসান সাবির বলেছেন: আয়না দেখি আর পাকা চুল গুণে দেখি
তাতে কি?? স্মৃতিগুলো তো এখনো আছে
সেই আগের মতই আবেগে জড়ানো আর চিরতরু......
স্মৃতিগুলো এই ভাবে থেকে যায়.....!!!
০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৫
রহস্যময়ী কন্যা বলেছেন: হুম ভাইয়া, আর নস্টালজিক করে দেয়............
ধন্যবাদ ভাইয়া
১৬| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫১
সুমন কর বলেছেন: নস্টালজিক হয়ে যেতে ইচ্ছে করছে.........
স্মৃতিগুলো তো এখনো আছে .........
হ্যাপি নিউ ইয়ার !!
০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৮
রহস্যময়ী কন্যা বলেছেন: হয়ে যান নস্টালজিক, ঐটার আনন্দটাই আলাদা
ধন্যবাদ ভাইয়া
আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা
১৭| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৫
সায়েম মুন বলেছেন: পাকাচুল গোনার ব্যাপারটা ইন্টারেস্টিং। কবিতায় ভাললাগা।
০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪০
রহস্যময়ী কন্যা বলেছেন: পাকা চুল গুনতে গুনতে আগের স্মৃতি মনে পরে যায়
ধন্যবাদ মুন ভাইয়া
১৮| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১:৪১
অপ্রচলিত বলেছেন: কবিতা খুব ভালো লাগল।
নববর্ষের বিলম্বিত শুভেচ্ছা
০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩১
রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
নববর্ষের বিলম্বিত শুভেচ্ছা
১৯| ০৩ রা জানুয়ারি, ২০১৪ ভোর ৬:১০
আমিই মিসিরআলি বলেছেন:
vorer kuasha'y
gache patar fake fake,
kauya dekha jayna
kintu 'ka ka' sona jay, :p
+ bihin post ta kemon khali khali dekhay
HAPPY NEW YEAR
০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৩
রহস্যময়ী কন্যা বলেছেন: কাউয়া দেখা যাবে কিভাবে??কাউয়া তাড়ানোর জন্য যে কাকতাড়ুয়া আছে। তাই কাউয়া দূরে থেকেই কা কা করে
প্লাসের জন্য ধন্যবাদ অনেক।
হ্যাপি নিউ ইয়ার
২০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪২
একজন আরমান বলেছেন:
নস্টালজিক কবিতা কিন্তু আমার পড়ে উল্টোটা মনে হল। ভাবলাম বুড়ো হলে যখন চুল পেকে যাবে তখন কি লিখবো? কি স্ট্যাটাস দিবো? কি বলবো?
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৬
রহস্যময়ী কন্যা বলেছেন: তখন লিখতে পারলে লেখার টপিকের তো অভাব হওয়ার কথা না
আর লেখার কিছু না পাইলে নাতিপুতি নিয়া লিখবা আর কি ভাইয়া
২১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০১
লেখোয়াড় বলেছেন:
"আজি হতে শতবর্ষ পরে.............. পড়িছ আমার কবিতাখানি"
আপনার কবিতা পড়ে এই লাইনটা মনে পড়ল। অনেক দুরের চিন্তা করেছেন, ভাল লাগল।
তবে কবিতা এত আটপৌরে হওয়া না হতেই পারতো।
আপনাকেও নতুন বৎসরের শুভেচ্ছা।
ভাল থাকুন।
০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৯
রহস্যময়ী কন্যা বলেছেন: লেখোয়াড় ভাইয়া আমি আসলে থিমটাতে একটু খানি বৈচিত্র আনতে চাইসিলাম আর কি
আটপৌরে হয়ে যাবে ভাবিনি
আপনাকেও নতুন বৎসরের শুভেচ্ছা।
২২| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৩২
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
সবাই সব বলে দিয়েছে ...
কবিতা ভালো হয়েছে পিচ্চিপুই!
০৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২২
রহস্যময়ী কন্যা বলেছেন: থ্যাঙ্কু আপুনি, জানো আপুনি আমি ওয়েট করছিলাম যে কখন তুমি আমার পোষ্টটা পড়বা
২৩| ০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৪
সেলিম আনোয়ার বলেছেন: তাতে কি?? স্মৃতিগুলো তো এখনো আছে
সেই আগের মতই আবেগে জড়ানো আর চিরতরুণ।
দেশ দুটি লাইন অনেক ভাল লেগেছে ।
০৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৩
রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
২৪| ০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৮
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। শুভেচ্ছা।
০৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৪
রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকবেন অনেক
২৫| ০৭ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:৪৯
ভিয়েনাস বলেছেন: নতুন বছরের কবিতা ভালো লাগলো।
নতুন বছরের শুভেচ্ছা
০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২২
রহস্যময়ী কন্যা বলেছেন: ধন্যবাদ ভাইয়া
আপনাকেও শুভেচ্ছা
২৬| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:১৯
অর্থনীতিবিদ বলেছেন: কবিতার সাথে দেওয়া ইমেজটা দারুন মিলে গেছে। কবিতাটাও সুন্দর।
১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১১
রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
২৭| ১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৮
বেঈমান আমি. বলেছেন: সকাল বেলার গিফট শুধু আমার আপুনিটার জন্যে।
১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২১
রহস্যময়ী কন্যা বলেছেন: সুন্দর গিফটের জন্য ভাইয়াকে অনেক থ্যাঙ্কু
২৮| ১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫২
ইখতামিন বলেছেন:
বাহ.. বাহ...
ব্লগেও দেখি একটা খরগোশ আছে।
১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৭
রহস্যময়ী কন্যা বলেছেন: খরগোশও যে লিখতে পারে এটা তো সবাইকে জানতে হবে
২৯| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৪০
তওসীফ সাদাত বলেছেন:
১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৩
রহস্যময়ী কন্যা বলেছেন: কি??
৩০| ১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৪
তওসীফ সাদাত বলেছেন: মুড়ি
১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৯
রহস্যময়ী কন্যা বলেছেন: তুই খা
৩১| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০১
অরুদ্ধ সকাল বলেছেন:
১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৫
রহস্যময়ী কন্যা বলেছেন:
৩২| ২৫ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫২
প্রোফেসর শঙ্কু বলেছেন: স্মৃতিরা কেন যেন চিরতরুণই থাকে, আর হাহাকার বাড়ায়। ভাল লাগল।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪
রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
৩৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৫
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: নষ্টালজিক হয়ে গেলাম
২১ শে মার্চ, ২০১৪ দুপুর ১:০৬
রহস্যময়ী কন্যা বলেছেন: আমিও হয়ে গিয়েছিলাম লেখার সময়
৩৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪০
অদৃশ্য বলেছেন:
চমৎকার হয়েছে... স্মৃতিগুলো আমাদের তাড়িয়ে বেড়ায় খুব... যদিও অনেক মধুর স্মৃতিই স্মৃতিঘর থেকে হারিয়ে যায়...
রহস্যময়ীর জন্য
শুভকামনা...
২১ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৪
রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
আপনার জন্যও শুভকামনা
৩৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪২
শাবা বলেছেন: বেশ চমৎকার অনুভূতি!
সত্যি সবাইকে তার সুখ-দুখের স্মৃতি তাড়িত করে সব সময়, কিন্তু কয় জনই বা তা প্রকাশ করতে পারে।
আমার ব্রগে আমন্ত্রণ।
২১ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৬
রহস্যময়ী কন্যা বলেছেন: ধন্যবাদ আপনাকে
অবশ্যই ঘুরে আসবো আপনার ব্লগ থেকে
৩৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৩
শাবা বলেছেন: আমার ব্লগে* আমন্ত্রণ।
২১ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৮
রহস্যময়ী কন্যা বলেছেন:
৩৭| ০৮ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:২১
ইমরাজ কবির মুন বলেছেন:
বেশ কিছু কমেন্টের রিপ্লাই না দেয়ায় (আমার এটা সহ) পোস্ট রিপোর্টেড || :>
২১ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৪১
রহস্যময়ী কন্যা বলেছেন: আঙ্কেল এটা কি ঠিক হলো??
আমি বাচ্চা মানুষ
৩৮| ০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:২৩
এক্সপেরিয়া বলেছেন: আমি বুড়া হৈলে এই পোস্টটা শেয়ার দিব...
২১ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৩
রহস্যময়ী কন্যা বলেছেন: আপনার বুড়া হওয়ার অপেক্ষায় রইলাম
৩৯| ২৪ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭
ভ্রমরের ডানা বলেছেন:
বেশ ভাল লাগল!
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৫
ইমরাজ কবির মুন বলেছেন:
ভালৈ।
তোমার গায়ের চাদরটা পাওয়ার লোভে
ইচ্ছে করেই শীতের কাপড় বাসায় ফেলে আসা - চাদরের বদলে যদি সোয়েটার পড়ে আসে ?