![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'কিছুটা তো চাই– হোক ভুল হোক মিথ্যে প্রবোধ, অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় পাক সামান্য ঠাঁই কিছুটা তো চাই, কিছুটা তো চাই...'
আবারো হয়তো কোন সাধারণ ক্লান্ত দুপুরে
ব্যস্ত শহরের অপরিচিত কোন সরু রাস্তার মোড়ে
হঠাত মিলিত হয়ে যাবে একজোড়া চোখের চাহনী
সেদিন চোখই বলে যাবে অনেক কিছু
আর অপরপ্রান্ত থেকে তৃষ্ণার্তভাবে
শুষে নেবে তা বর্ষার জলের প্রথম ফোঁটার মতো।
অজান্তেই চঞ্চল হয়ে ওঠা পদযুগল
আবারো বাঁধা পরে যাবে সময়ের ছকে গড়ে ওঠা
নিয়ম আর দায়িত্বের শেকলে।
অতঃপর মোড়ের শেষে দুদিকে দুটো পথ
আর তাতে ছড়িয়ে থাকা বালুকণাতে মিশে যাবে
স্মৃতি ফ্ল্যাশব্যাকে ভেসে ওঠা মলিন ডায়েরীর পাতাগুলো
আর গাঢ় হয়ে ওঠা কয়েকটা শ্বাসের শব্দ.....................
১৪ ই মে, ২০১৪ রাত ৯:৩৩
রহস্যময়ী কন্যা বলেছেন: থ্যাঙ্কু তোকে অনেক
২| ১৪ ই মে, ২০১৪ রাত ১০:৩১
মামুন রশিদ বলেছেন: ম্যালা দিন পর ব্লগে রহইস্য কইন্যার আগমন !!
কবিতা ভালো হইছে, উপরের ছবিটা খুব সুন্দর ।
১৪ ই মে, ২০১৪ রাত ১১:০৩
রহস্যময়ী কন্যা বলেছেন: ম্যালা দিন পরেও যে আপনারা মনে রাখেন আমাকে এইটা দেখে খুব ভালো লাগে ভাইয়া
ধন্যবাদ অনেক
ভালো থাকবেন ভাইয়া
৩| ১৪ ই মে, ২০১৪ রাত ১০:৫৯
এম মশিউর বলেছেন: আহ, পড়তে পড়তে ভিতরটা জমে হিম হয়ে যাচ্ছিল। শ্বাস দ্রুততর হচ্ছিল।
ভাবছি, সেই মুহূর্তে কবি'র কি হচ্ছিল!!
১৪ ই মে, ২০১৪ রাত ১১:০৪
রহস্যময়ী কন্যা বলেছেন: ঐটা তো বলা যাবেনা ভাইয়া
রহস্য তো
৪| ১৪ ই মে, ২০১৪ রাত ১১:২১
যুবায়ের বলেছেন: চমৎকার কাব্য....
১৪ ই মে, ২০১৪ রাত ১১:৩৭
রহস্যময়ী কন্যা বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৫| ১৪ ই মে, ২০১৪ রাত ১১:২৩
জাহাঙ্গীর.আলম বলেছেন:
সুন্দর লিখেছেন ৷
১৪ ই মে, ২০১৪ রাত ১১:৩৭
রহস্যময়ী কন্যা বলেছেন: ধন্যবাদ আপনাকে
৬| ১৪ ই মে, ২০১৪ রাত ১১:৫৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সুন্দর।।
১৫ ই মে, ২০১৪ রাত ১:২৪
রহস্যময়ী কন্যা বলেছেন: থ্যাঙ্কু দুর্জয় ভাইয়া
৭| ১৫ ই মে, ২০১৪ রাত ১:০৩
তারছেড়া লিমন বলেছেন: কবতে ভাল হৈচে কইন্যে.............. জানি স্মৃতির ফ্ল্যাশব্যাক করতে নেই তাতে দু্ক্ক হয়।
১৫ ই মে, ২০১৪ রাত ১:২৮
রহস্যময়ী কন্যা বলেছেন: ধন্যবাদ লিমন ভাই
কি করবো বলেন লিখতে গেলে চলে আসে
৮| ১৫ ই মে, ২০১৪ রাত ১:১১
অদ্বিতীয়া আমি বলেছেন:
অনেক দিন পর ...
সুন্দর!!!
১৫ ই মে, ২০১৪ রাত ১:৩০
রহস্যময়ী কন্যা বলেছেন: হু আপি পাক্কা দুইমাস ঘুম দিয়ে আসলাম
অনেক ধন্যবাদ আপি
ভালো থেকো
৯| ১৫ ই মে, ২০১৪ রাত ১:৩৭
বটবৃক্ষ~ বলেছেন: সুন্দর লিখেছিস রে!!!
১৫ ই মে, ২০১৪ রাত ১:৫৪
রহস্যময়ী কন্যা বলেছেন: বটাপিইইইইইই!!!!!!!!!!!
তুমি কত্তদিন পর আমার ব্লগে আসলা,
থ্যাঙ্কু থ্যাঙ্কু বটাপি
১০| ১৫ ই মে, ২০১৪ সকাল ১০:২১
কান্ডারি অথর্ব বলেছেন:
আগে খোঁজ খবর নেই। আছেন কেমন ?
১৫ ই মে, ২০১৪ সকাল ১০:২৩
রহস্যময়ী কন্যা বলেছেন: ভালো আছি কান্ডারী ভাইয়া
আপনি কেমন আছেন??
১১| ১৫ ই মে, ২০১৪ সকাল ১০:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি ভাল আছি।
১৫ ই মে, ২০১৪ সকাল ১১:০২
রহস্যময়ী কন্যা বলেছেন: আচ্ছা
১২| ১৫ ই মে, ২০১৪ সকাল ১১:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
কবিতা ভালই লাগছে +++
১৫ ই মে, ২০১৪ সকাল ১১:২৭
রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
১৩| ১৫ ই মে, ২০১৪ সকাল ১১:১২
মাহমুদ০০৭ বলেছেন: এম মশিউর বলেছেন: আহ, পড়তে পড়তে ভিতরটা জমে হিম হয়ে যাচ্ছিল। শ্বাস দ্রুততর হচ্ছিল।
ভাবছি, সেই মুহূর্তে কবি'র কি হচ্ছিল!
রহস্য ভাঙেন ।
কবিতা ভাল লেগেছে । অনেক দিন পর আসলেন । আশা করি এবার নিয়মিত থাকার চেস্টা করবেন ।
ভাল থাকবেন । শুভকামনা ।
১৫ ই মে, ২০১৪ সকাল ১১:৩৫
রহস্যময়ী কন্যা বলেছেন: মাহমুদ ভাইয়া ইয়ে মানে এইভাবে বললে লজ্জা করে তো :#> :!>
আর রহস্য ভেঙে ফেললে তখন কি আর রহস্যময়ী বলবেন নাকি আমাকে
হু পাক্কা দুইমাস পর আসছি, আর এসেই আপনার ব্লগে উকি মেরেছি একটা
নিয়মিত হবার কথা বললেই আরো অনিয়মিত হয়ে যাই তাই এবার আর কিছু বলবো না :-&
আর আমার লেখা অখাদ্য কষ্ট করে গেলার জন্য টেস্টি হজমী পাওনা রইলো আপনার
১৪| ১৫ ই মে, ২০১৪ সকাল ১১:২৫
একজন আরমান বলেছেন:
শেষ প্যারাটা দারুণ।
১৫ ই মে, ২০১৪ সকাল ১১:৩৭
রহস্যময়ী কন্যা বলেছেন: খালি শেষেরটা ভাইয়া??
তারমানে বাকিটা পচা হইসে
১৫| ১৫ ই মে, ২০১৪ সকাল ১১:৪৬
একজন আরমান বলেছেন:
আমি কি তা বলছি নাকি?
প্রথমটাও ভালো, কিন্তু শেষটা সিরাম ভালো।
১৫ ই মে, ২০১৪ দুপুর ১২:০৪
রহস্যময়ী কন্যা বলেছেন: ওকে তাইলে থ্যাঙ্কু তোমাকে আরমান ভাইয়া
নাও আইসক্রিম খাও
ভাইয়াটা এতোদিন পরে আসলো একটু মেহমানদারী করি
১৬| ১৫ ই মে, ২০১৪ দুপুর ২:১১
লিরিকস বলেছেন: কান্ডারি অথর্ব বলেছেন:
কবিতা ভালই লাগছে +++
১৫ ই মে, ২০১৪ রাত ৮:২৯
রহস্যময়ী কন্যা বলেছেন: ধন্যবাদ
১৭| ১৫ ই মে, ২০১৪ বিকাল ৩:৪৬
অদৃশ্য বলেছেন:
''আর গাঢ় হয়ে ওঠা কয়েকটা শ্বাসের শব্দ'' ... এই কয়েকটা আসলে অনেকটা... এই শ্বাসগুলো বড়ই কষ্টদায়ক...
লিখাটি থেকে চমৎকার কিছু অনুভব করলাম... যত দূরেই যাক না কেন, একটা স্বপ্ন তৈরি হতে শুরু করেছে... পথ যত দূরেই যাক, স্বপ্ন সবসময়ই কাছাকাছি থাকে... নিয়মিত লিখুন...
শুভকামনা...
১৫ ই মে, ২০১৪ রাত ৮:৩২
রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ অদৃশ্য ভাইয়া
আপনাদের উৎসাহই তো আমার লেখার অনুপ্রেরণা
ভালো থাকা হোক
১৮| ১৫ ই মে, ২০১৪ রাত ৯:১১
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর লেখনী +++++++++++
১৫ ই মে, ২০১৪ রাত ১০:০৭
রহস্যময়ী কন্যা বলেছেন: ধন্যবাদ আপনাকে
১৯| ১৫ ই মে, ২০১৪ রাত ১০:০১
*কুনোব্যাঙ* বলেছেন: তুমি সুন্দর কবিতা লেখো কিন্তু সমস্যা হচ্ছে তুমি বিশাল ফাঁকিবাজ তাই নিয়মিত লিখতে চাওনা
১৫ ই মে, ২০১৪ রাত ১০:৩৯
রহস্যময়ী কন্যা বলেছেন: না মানে আমি তো আসলে রেগুলারই লিখতে চাই ভাইয়া কিন্তু আমি যখনই রেগুলার লেখার কথা ভাবি তখনই আমার সব লেখা যায় হারিয়ে
২০| ১৫ ই মে, ২০১৪ রাত ১১:৪২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমার পাঠ ছিলো এমন---
আবারো হয়তো কোন সাধারণ ক্লান্ত দুপুরে
ব্যস্ত শহরের অপরিচিত কোন সরু রাস্তার মোড়ে
হঠাৎ মিলিত হবে একজোড়া চোখ
সেদিন চোখ বলে যাবে অনেক কিছু
আর অপরপ্রান্ত থেকে তৃষ্ণার্তভাবে
শুষে নেবে বর্ষার প্রথম ফোঁটা জল
অজান্তেই চঞ্চল হয়ে ওঠা পদযুগল
আবারো বাঁধা পরে যাবে সময়ের ছকে গড়ে ওঠা
নিয়ম আর দায়িত্বের শেকলে।
অতঃপর মোড়ের শেষে দুদিকে দুটো পথ
আর তাতে ছড়িয়ে থাকা বালুকণাতে মিশে যাবে
স্মৃতি; ফ্ল্যাশব্যাকে ভেসে ওঠা মলিন ডায়েরীর পাতাগুলো
আর গাঢ় হয়ে ওঠা কয়েকটা শ্বাসের শব্দ.....................
শুভকামনা রইল।
১৬ ই মে, ২০১৪ সকাল ১০:১৯
রহস্যময়ী কন্যা বলেছেন: সময় করে পড়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া
আপনার জন্যও শুভকামনা
২১| ১৬ ই মে, ২০১৪ বিকাল ৩:০৫
হাসান মাহবুব বলেছেন: সুন্দর!
১৬ ই মে, ২০১৪ বিকাল ৩:১০
রহস্যময়ী কন্যা বলেছেন: ধন্যবাদ হামা ভাইয়া
২২| ১৭ ই মে, ২০১৪ রাত ১:০১
এহসান সাবির বলেছেন: স্মৃতি ফ্ল্যাশব্যাকে ভেসে ওঠা মলিন ডায়েরীর পাতাগুলো
আর গাঢ় হয়ে ওঠা কয়েকটা শ্বাসের শব্দ.....................
কবিতায় ভালোলাগা।
১৭ ই মে, ২০১৪ বিকাল ৩:১৭
রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
২৩| ১৮ ই মে, ২০১৪ দুপুর ১:৪১
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অতঃপর মোড়ের শেষে দুদিকে দুটো পথ
আর তাতে ছড়িয়ে থাকা বালুকণাতে মিশে যাবে
স্মৃতি ফ্ল্যাশব্যাকে ভেসে ওঠা মলিন ডায়েরীর পাতাগুলো
আর গাঢ় হয়ে ওঠা কয়েকটা শ্বাসের শব্দ.....................
বেশি সুন্দর ছিল+++++
শুভেচ্ছা জানবেন
১৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৬
রহস্যময়ী কন্যা বলেছেন: ভাইজান আপনাকে শুভেচ্ছা কি দিয়া দেই বলেন তো??
চিয়ার্স
২৪| ১৯ শে মে, ২০১৪ দুপুর ১:১৩
সঞ্জীবনী বলেছেন:
১৯ শে মে, ২০১৪ রাত ৯:৩৪
রহস্যময়ী কন্যা বলেছেন: :-&
২৫| ০৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ৭:৪৫
ব্লগার পথিক বলেছেন: উফ্ফ খুব ভালো লেগেছে
২৬| ৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৩
এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: অসাধারন ।
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১৪ রাত ৯:০৪
তাসমিয়া আফরোজ তৃষা বলেছেন: সবসময়ের মতই অসাধারন