![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'কিছুটা তো চাই– হোক ভুল হোক মিথ্যে প্রবোধ, অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় পাক সামান্য ঠাঁই কিছুটা তো চাই, কিছুটা তো চাই...'
(১)চলো আজ রাতটাকে দেই ঘুম পাড়িয়ে
আর জাগিয়ে তুলি সন্ধাতারা আর সান্ধ্যপ্রদীপগুলোকে
একমুঠো হাসনাহেনার সুবাস ছড়িয়ে তোমার চারপাশে
নীলমোমটার নিভুনিভু আলোছায়ার লুকোচুরি আর
একটুখানি মাদকতার ছোঁয়াভরা কফির চুমুকে
শান্ত করে দিয়ে নগরীর সমস্ত কোলাহল
চোখ হারাবে ওই কালোচোখের গভীরে
সময়ের ঘড়িটার পায়ে পরিয়ে বন্দিত্বের শেকল
জানা হবে সব না বলা কথা
নিমিষেই মিলিয়ে যাবে সব বিষন্নতা
আর তৈরী হবে স্বপ্নের মায়াজাল
চোখের পাপড়ির ব্যালকনিতে..................
(২)সময়টাকে যদি এখানেই থামিয়ে দেয়া যেতো
মোহনীয় সে মুহূর্তটাকে ফ্রেমে বন্দী করে
একান্তই নিজের করে রাখা যেতো
যখন তোমার নিকোটিনে পোড়া ঠোঁটে প্রথমবার
এক চিলতে হাসি ফুটেছিলো আমার কারণে
হাজারো শব্দ হার মেনে মুখ থুবড়ে পরে যাচ্ছিলো
তোমার উচ্ছ্বাসিত কন্ঠের এক একটা কথার সামনে
যেন অমাবস্যার ছায়াটা দূর হয়ে গিয়েছিলো একেবারেই।
বিষাদের কালো ছায়াটা এসে ঘিরে ফেলার পূর্বেই
এই ক্ষণটাকে যদি নিশ্চল করে রাখতে পারতাম
কিন্তু তা আর হলো কই??
সময় বয়ে গেলো আর স্রোতের মতোই সাথে নিয়ে গেলো সব
আর আমি?? চেয়ে চেয়ে দেখলাম শুধু
শূন্যদৃষ্টি মেলে, উদাস নয়নে........................
(৩)আজকে ইচ্ছেগুলো সব বন্দী অদৃশ্য এক কারাগারে
মুক্ত হাওয়ার স্বাদ নিতে চায় তেষ্টায় শুকিয়ে যাওয়া ভেতরটা
তবুও অনুমতি মেলে না বালিকার ক্ষণিকের জন্যেও
মোটা জানালার গ্রিলটাকে শক্তভাবে আঁকড়ে ধরে
বালিকার শান্তদৃষ্টি স্থির হয় ঐ উড়ন্ত শালিকটা
অথবা ডানামেলা শঙ্খচিলটার পানে
আহা! মুক্তির স্বাদটুকু, আনন্দটুকু মনে হয়
অধরাই থেকে যাবে চিরকাল...........
(৪) আমার যদি থাকতো একটা রূপালি কাঠি তাহলে-
প্রতিটি নিঃশ্বাসের মধ্যেও তোমার নামটা লিখে দিতাম
অস্তিত্বকে করে বিলীন তোমার মাঝেই নিজেকে খুঁজে নিতাম
ভয় পেলে তোমার ছায়াতেই পরম নির্ভরতায় লুকিয়ে যেতাম
তোমার মুগ্ধদৃষ্টিকে শুধুই নিজের সম্পত্তি করে নিতাম
তোমার সব ভাবনাগুলোতে আমার স্বাক্ষর করিয়ে দিতাম
যখন অনেক পিপাসার্ত আর অশান্ত হয়ে যাবে মন
তোমার ভরাট কন্ঠ দিয়ে করে নিতাম সমস্ত তৃষ্ণা পূরণ
হাজারটা বাহানা আর অজুহাত বানিয়ে নিতাম
তোমার কিছুটা সাহচর্য পাবার লোভে
আর চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার অভিলাসে ।।
মিনিট সেকেন্ড আর ঘন্টার ছকেবাঁধা সময়টুকু
এভাবে স্রোতের মতই পেরিয়ে যায়
আর এ এলোমেলো কথার মালাগুলো
অদৃশ্যমান ডায়রীতেই বন্দী থেকে যায়..................
(৫) আবারো একটি অসমাপ্ত কবিতা
যার ব্যক্ততার ভাষা শুধুই মৌনতা
একট অসহায় চোখের কাতরতা
অথবা হঠাতই নেমে আসা নিস্তব্ধতা
আবারও একটা চাপা দীর্ঘশ্বাস
জানান দিয়ে যায় অজানা ঝড়ের পূর্বাভাস......
(৬) ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে ছুটে চলা সময় শেষে
নগরীর শেষ সোডিয়াম বাতিটিও যখন নিভে অবশেষে
ঘুমন্ত নগরীর শব্দহীন জমাট কালো রাত্রির মাঝে
ঘোর লাগা দুটো চোখের নিশ্চুপ দৃষ্টি আজ
হারিয়ে যায় বারান্দার ওপারে দূরের আকাশপানে
পথ চলতে চলতে হঠাত ছিটকে পরা আকাশের ওই
অসংলগ্ন উল্কাটির গতিপথের মতোই
আবাসহীন ভবঘুরে আর শেকলহীন জীবনটা
আজো বার বার হাতছানি দিয়ে ডাকে।
আর এপাশে, একজোড়া কাতর দৃষ্টি
গুমরে মরে মুক্তির আশায়
বারান্দার এপাশে, সবার অগোচরে..................
(৭) পেন্ডুলাম দুলিয়ে ঘড়িটা জানান দিয়ে গেলো সময় ফুরোনোর কথা
একরাশ ধোঁয়া ছড়িয়ে ঊষ্ণতা হারালো একের পর এক কফি
রোজকার মতো পাপড়ি ছড়িয়ে বিদায় নিলো লাল গোলাপগুলো
কোলাহল হারিয়ে নিষ্প্রাণ হলো একের পর এক আলোকনগরী
এভাবে শেষ হলো একে একে শেষের সব মুহূর্তগুলোও
মুখোমুখি বসে অনেক অনেক কথা বলা হয়ে গেলো
সেই ঘাসফড়িংটার গল্প, সেই ডানাহারানো মৌমাছিটার গল্প
পীচঢালা পথে পরে যাওয়া ভাঙা কাঁচের নীলচুড়ির টুকরোগুলোর গল্প,
সব বলা হলো কিন্তু শুধু বলা হলো না
বহুকালের খুব চেনা দুজন মানুষের অচেনা হওয়ার গল্পটা.............................
০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৫
রহস্যময়ী কন্যা বলেছেন: আমার পোষ্টের প্রথম কমেন্টদাতাকে এত্তগুলো ধন্যবাদ
ভালো থাকুন সবসময়
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৫
ডার্ক ম্যান বলেছেন: সব কথামালা পড়া হল,
সব জানা হল,
শুধু চেনা হল না এই কবিতার কারিগরকে!
০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৯
রহস্যময়ী কন্যা বলেছেন: চেনা হয়ে যাবে অচিরেই আশা করি
ধন্যবাদ
৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক খুশি হোলাম আপনার কবিতা পেয়ে।
কবিতাটা জোস !!!
০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১০:৫১
রহস্যময়ী কন্যা বলেছেন: কান্ডারী ভাইয়া পুরা পোস্ট না পড়েই কমেন্ট দিয়া দিলেন
৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৫
rasel246 বলেছেন: সাত সাতটা কবিতা পড়ে ফেললুম............ । সুন্দর কবিতার জন্য ধন্যবাদ...
০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১১:০৬
রহস্যময়ী কন্যা বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৯
কান্ডারি অথর্ব বলেছেন:
কেন বইন এইটা কি গল্প ছিলো ? আমিত কবিতা মনে করেই পড়লাম।
০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১১:০৮
রহস্যময়ী কন্যা বলেছেন: নাহ এমনিতেই
ভাইয়া ভালো আছেন আপনি??
৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১১:১২
কান্ডারি অথর্ব বলেছেন:
আমিত আছি ভালই বইন। আপনি আছেন কেমন ?
০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১১:১২
রহস্যময়ী কন্যা বলেছেন: জ্বী ভালো আছি ভাইয়া
৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১১:২৯
টুতৃদগ বলেছেন: "আবারো একটি অসমাপ্ত কবিতা
যার ব্যক্ততার ভাষা শুধুই মৌনতা
একট অসহায় চোখের কাতরতা
অথবা হঠাতই নেমে আসা নিস্তব্ধতা
আবারও একটা চাপা দীর্ঘশ্বাস " ........................
অসাধারণ কিছু ভাবনা। ......
০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৩
রহস্যময়ী কন্যা বলেছেন: ধন্যবাদ আপনাকে
৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৮
সুমন কর বলেছেন: এতো-সতো বুঝি কম, পড়তে ভাল লাগল।
সব বলা হলো কিন্তু শুধু বলা হলো না
বহুকালের খুব চেনা দুজন মানুষের অচেনা হওয়ার গল্পটা....
০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৭
রহস্যময়ী কন্যা বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ আপনাকে
৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৮
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
যখন তোমার নিকোটিনে পোড়া ঠোঁটে প্রথমবার
এক চিলতে হাসি ফুটেছিলো আমার কারণে, !
ভালো লাগলো লেখাটি ! ক্যামন আছেন ?
০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৯
রহস্যময়ী কন্যা বলেছেন: ধন্যবাদ
গ্র্যানমার কি খবর??
আমি আছি ভালোই
১০| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:০৭
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কাব্যিকসমগ্র সাথে মেশানো ছবিগুলো ।++++
০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৪১
রহস্যময়ী কন্যা বলেছেন: প্লাসের জন্য অনেক ধন্যবাদ
১১| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৪
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ২)সময়টাকে যদি এখানেই থামিয়ে দেয়া যেতো
মোহনীয় সে মুহূর্তটাকে ফ্রেমে বন্দী করে
একান্তই নিজের করে রাখা যেতো
যখন তোমার নিকোটিনে পোড়া ঠোঁটে প্রথমবার
এক চিলতে হাসি ফুটেছিলো আমার কারণে
হাজারো শব্দ হার মেনে মুখ থুবড়ে পরে যাচ্ছিলো
তোমার উচ্ছ্বাসিত কন্ঠের এক একটা কথার সামনে
যেন অমাবস্যার ছায়াটা দূর হয়ে গিয়েছিলো একেবারেই।
এই কবিতার জন্যে এত্তগুলা ভালো লাগা । +++++++++++++++
০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৪২
রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
ভালো থাকা হোক
১২| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৭
তুষার কাব্য বলেছেন: সবগুলাই ভালো লাগলো...প্রথম ৪ টা বেশি ভালো +++
০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৪
রহস্যময়ী কন্যা বলেছেন: ধন্যবাদ তুষার কাব্য
১৩| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ২:১১
দীপংকর চন্দ বলেছেন: বিষাদের কালো ছায়াটা এসে ঘিরে ফেলার পূর্বেই
এই ক্ষণটাকে যদি নিশ্চল করে রাখতে পারতাম
কিন্তু তা আর হলো কই??
নান্দনিক উপস্থাপন।
লেখায়। ছবিতে।
শুভকামনা। অনিঃশেষ।
০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৭
রহস্যময়ী কন্যা বলেছেন: ধন্যবাদ আপনাকেও
শুভকামনা নিরন্তর
১৪| ০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:১০
লেখোয়াড় বলেছেন:
বেশ সময় নিয়ে পড়লাম সব কবিতাগুলো। সকালটায় কেমন পরিপূর্ণ হয়ে উঠলাম। আপনার কবিতাগুলো খুবই পরিপূর্ণ।
আমার মনে হয় আপনি অনেক লেখালেখি করেন।
তো এতো কম পোস্ট দেন কেন?
অনেক ধন্যবাদ একসাথে এত এত সুন্দর কবিতা পোস্ট দেওয়ার জন্য।
ভাল থাকার শুভেচ্ছা।
০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪১
রহস্যময়ী কন্যা বলেছেন: এতো সুন্দর কমেন্ট এর জবাবে কি লিখবো বুঝতে পারছিনা আসলে অনেক ধন্যবাদ আপনাকে লেখোয়ার ভাইয়া
আসলে টুকটাক লেখালেখি নিয়মিতই করা হয় তবে ফেবুতে পোষ্ট করা হয়, ব্লগে আসা হয়না তাই পোষ্টও করা হয়না
আপনার জন্যও শুভেচ্ছা রইলো
ভালো থাকা হোক সবসময়
১৫| ০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: চমৎকার সব কবিতা।+++
০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৬
রহস্যময়ী কন্যা বলেছেন: ধন্যবাদ আপনাকে
১৬| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০১
রঙ তুলি ক্যানভাস বলেছেন: সবগুলো কবিতাই সুন্দর। ৩,৪,৫ এ ভাললাগাটা বেশি।
পোস্টে ৫ম +
ব্লগে অনেক কম আসি, পোস্ট পড়ি তার থেকেও কম।কবিতাগুলো আরো বিষন্ন করে দিল।তাই কবিতায় বিষন্ন ভাললাগা
"সব বলা হলো কিন্তু শুধু বলা হলো না
বহুকালের খুব চেনা দুজন মানুষের অচেনা হওয়ার গল্পটা............................." ++
০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩১
রহস্যময়ী কন্যা বলেছেন: আপনার পড়া স্বল্প পোস্টে মাঝে আমার লেখাটি ঠাঁই পেয়েছে শুনে ভালো লাগলো অনেক
ভালো থাকুন
আপনার ব্লগ নিকটি চমৎকার
১৭| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২২
মামুন রশিদ বলেছেন: অসাধারণ! সবগুলো কবিতা সুন্দর ।
++
০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩২
রহস্যময়ী কন্যা বলেছেন: ধন্যবাদ মামুন ভাইয়া
ভালো আছেন আপনি??
১৮| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৯
হাসান মাহবুব বলেছেন: সবগুলোই সুন্দর।
০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৩
রহস্যময়ী কন্যা বলেছেন: ধন্যবাদ হামা ভাইয়া
পোস্টে আপনাকে পেয়ে ভালো লাগলো
১৯| ০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১০
আবু শাকিল বলেছেন: কবিতায় দারুন দারুন কথা পড়লাম।
পোষ্টে +
০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৪
রহস্যময়ী কন্যা বলেছেন: ধন্যবাদ আপনাকে
২০| ০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০৩
অদৃশ্য বলেছেন:
তিনটি লিখা পড়ে গেলাম... পরেরটুকু পরে এসে পড়ে যাব... ভালো লেগেছে আমার...
শুভকামনা...
০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৭
রহস্যময়ী কন্যা বলেছেন: ধন্যবাদ অদৃশ্য ভাইয়া
পোস্ট দেয়ার পর থেকেই ভাবছিলাম আপনি কখন আসবেন
২১| ০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৯
বৃতি বলেছেন: বাহ, কতগুলো কবিতা একসাথে! ছবি, কবিতার সাথে মিলে মুগ্ধ সময় কাটালাম কিছুক্ষণ।
শুভেচ্ছা রহস্যময়ী কন্যা।
০৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৪
রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ বৃতি আপু
২২| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১:১৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল কিছুতে ভাল মনতব্য না দিতে পারা ও যেন একটা হার। অনেক ভাল লাগা রইল।
২১ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৫
রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ সুজন ভাই
২৩| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৪২
একলা ফড়িং বলেছেন: ২, ৬ আর ৭ বেশি ভাল্লাগছে!
যখন তোমার নিকোটিনে পোড়া ঠোঁটে প্রথমবার
এক চিলতে হাসি ফুটেছিলো আমার কারণে!
পথ চলতে চলতে হঠাত ছিটকে পরা আকাশের ওই
অসংলগ্ন উল্কাটির গতিপথের মতোই
আবাসহীন ভবঘুরে আর শেকলহীন জীবনটা
আজো বার বার হাতছানি দিয়ে ডাকে।
সেই ঘাসফড়িংটার গল্প, সেই ডানাহারানো মৌমাছিটার গল্প
পীচঢালা পথে পরে যাওয়া ভাঙা কাঁচের নীলচুড়ির টুকরোগুলোর গল্প,
সব বলা হলো কিন্তু শুধু বলা হলো না
বহুকালের খুব চেনা দুজন মানুষের অচেনা হওয়ার গল্পটা...।
এই লাইনগুলো বেশি সুন্দর!
অনেকদিন পর আবার ব্লগে ফেরার জন্য শুভেচ্ছা!
২১ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৬
রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ ঘাসফড়িংকে
আপনার জন্যও শুভেচ্ছা
২৪| ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২২
হামিদ আহসান বলেছেন: প্রথমটা বেশি ভাল লেগেছে যদিও সবগুলিই ভাল হয়েছে .........+++++++
০২ রা এপ্রিল, ২০১৫ রাত ৯:২৫
রহস্যময়ী কন্যা বলেছেন: ধন্যবাদ আপনাকে
২৫| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৯
ইমরাজ কবির মুন বলেছেন: কি হে আবুল?
২৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৪
খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর হয়েছে কবিতাগুলো, এবং সেই সাথে ছবিগুলোও।
৫ নম্বরটা আমার কাছে সবচেয়ে বেশী ভালো লেগেছে।
২৭| ২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:১০
খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর এ সাতটি কবিতা আপনার কাব্যাকাশে সপ্তর্ষিমন্ডল হয়ে জ্বলবে বহুদিন।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১০:৪১
অপূর্ণ রায়হান বলেছেন: অনেকদিন পরে পোস্ট দেওয়ায় বেজায় খুশি হয়েছি । এভাবে আপনারা সবাই আবার একটিভ হলে ব্লগ জমে উঠবে নিশ্চিত
+++++++++++++++
ভালো থাকবেন সবসময়