নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা লিখিবো সত্য বই মিথ্যা লিখিবো না...

সত্য ভাষণ

অতি সাধারন মানুষ

সত্য ভাষণ › বিস্তারিত পোস্টঃ

জমজমাট আয়োজনে শেষ হলো ক্রিয়েটিভ আইটি লিমিটেডের বার্ষিক পিকনিক

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৭



শীর্ষ স্থানীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ক্রিয়েটিভ আইটি লিমিটেডের ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে গত ২৬ জানুয়ারি শনিবার ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউটের শিক্ষার্থীদের নিয়ে জাঁক-জকমকপূর্ণ এক পিকনিকের আয়োজন করা হয়। সাভারের ‘নন্দন’ পার্কে দিনব্যাপি এ আয়োজনে ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউটের শতাধিক শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারি, অতিথি ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেয়।



দিনটি ছিল আনন্দের

সকাল ৯টায় ধানমন্ডি রাপা প্লাজার সামনে থেকে বিটিআরসির দোতালা বাসে শিক্ষার্থীরা নন্দনের উদ্দেশ্যে রওনা দেয়। গাড়ীতে নাস্তা পর্ব সেরে শিক্ষার্থীদের উদ্যাম নাচ আর গানে গানে সাড়ে ১০টায় নন্দনে পৌছে প্রথমেই চলে ফটোসেশন পর্ব। এরপর একে একে বিশাল পার্কে ঢুকে তাদের জন্য বরাদ্দকৃত ১২টি রাইড উপভোগ করে। এরপর আকর্ষণীয় বিভিন্ন স্পটে ছবি তোলার হিরিক পরে যায়। ঠিক দুপুর আড়াইটায় লাঞ্চ পর্ব সমাধার জন্য নির্ধারিত স্পটে সবাই চলে আসে। খাবার শেষে চলে দুটো ইভেন্ট। একটিতে অংশ নেয় অতিথিরা।



ছিল নানা প্রতিযোগিতা

নন্দন পার্কের ১০ নম্বর স্পটটি ছিল ক্রিয়েটিভ আইটির জন্য বরাদ্দ। নন্দনের পাশে ধান ক্ষেত তার পাশে বিশাল খোলা ময়দানে সামিয়ানা টাঙ্গানো হয়। এরপর কয়েকটি ইভেন্ট সম্পন্ন করা হয়। প্রথমেই শিক্ষার্থীরা বেলুন ফুটানো প্রতিযোগিতায় অংশ নেয়। এতে কে কার বেলুন ফুটিয়ে পুরষ্কার জিতে নেওয়ার সুযোগ ছিল। মহিলাদের জন্য ছিল পিলো পাসিং। এই কয়টি ইভেন্ট দুপুরে লাঞ্চের আগেই শেষ হয়। এরপর লাঞ্চ শেষে বাকী প্রতিযোগিতা শুরু হয়। ক্রিয়েটিভ আইটির কর্মকর্তা-কর্মচারিদের জন্য ছিল দৌড় ও হাড়ি ভাঙ্গা প্রতিযোগিতা। দুটি পর্বই ছিল দারুন উপভোগ্য। আগত অতিথিদের জন্য ছিল মজার এক পর্ব। এখানেও চলে ছবি তোলার সেসন। কয়েকজন মিলে মানব বর্ম দিয়ে ক্রিয়েটিভের লোগো বানায়। আবার কয়েকজনকে দেখা যায় একে অপরের ঘারে উঠে চমৎকার এক শহীদ মিনার তৈরি করে ফেলছে।



পুরষ্কারের ছড়াছড়ি

একেবারে শেষ বিকেলে পুরষ্কার প্রদান অনুষ্ঠান শুরু হয়। বিভিন্ন ইভেন্টের পুরষ্কার প্রদানের পাশাপাশি এখানেও ছিল কুইজ জিতে তাৎক্ষনিক ২০টি পুরষ্কার নেওয়ার সুযোগ। ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউটের মেধাবী প্রতিবন্ধী শিক্ষার্থী সজীব প্রধান, স্টুডেন্ট রিলেশন অফিসার মাকসুদা রুমা জিতে নেন ওয়েবক্যামসহ বেশ কয়েকটি পুরষ্কার। বিজয়ী সবাইকে দেওয়া হয়-ওয়েব ক্যাম, জ্যাকেট, এন্টি ভাইরাস, মানি ব্যাগ, চাবির রিং, মগ, টেলিফিল্ম এর ডিভিডি প্রভৃতি। পিকনিকে অংশগ্রহনকারী প্রত্যেককেই দেওয়া হয় মগ, টি-শার্ট ও ডিভিডি।

এ আয়োজনের বিভিন্ন প্রতিযোগিতায় উপহার প্রদানে পৃষ্টপোষকতা করে অনলাইন আর্নিং ম্যাজিক, ডিপিআরসি হাসপাতাল, স্মার্ট টেকনোলজিস (বিডি.) লিমিটেড, গিগাবাইট, সোর্স এজ লিমিটেড, ক্রিয়েটিভ ব্র্যান্ড, টেকহিল কম্পিউটার্স, ফোরথট পিআর, জবস এ ওয়ান প্রভৃতি প্রতিষ্ঠান। অনুষ্ঠানের বিভিন্ন ইভেন্টে ছিল সার্টিফিকেট বিতরন, কুইজ, র‌্যাফেল ড্র, পিলো পাসিং, দৌড় প্রভৃতি। ক্রিয়েটিভ আইটির চেয়ারম্যান আতাউর রহমান কাবুল, ব্যবস্থাপনা পরিচালক মো. মনির হোসেন, ফ্রিল্যান্সার ডটকম-এর বাংলাদেশী শীর্ষ ফ্রিল্যান্সার মো: আলী আজগর বিজয়ীদের হাতে সার্টিফিকেট ও পুরষ্কারসমূহ তুলে দেন।



নাচে-গানে বাড়ী ফেরা...

দিন শেষে নন্দন ছেড়ে আসতে সবারই যেন কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল এত অল্প সময়ে শেষ হলো কেন? এর পর আবার দোতলা বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা। গাড়ীতে আবার গানে, কুইজে, নাচে মাতোয়ারা সবাই। এভাবে আনন্দের মাঝে সবাই আপন আপন গন্তব্যে ফিরল। সত্যিই চমৎকার এ আয়োজনের বর্নিল আনন্দের কথা সবারই মনে থাকবে অনেক দিন।





প্রকাশিত সংবাদ লিঙ্ক



আমার দেশ : Click This Link



প্রিয় টেক ডটকম : Click This Link



আইসিটি নিউজ : http://www.dailyictnews.com/ictnews-home/2926









মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.