![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বারে বারে আসব ফিরে তোমারি কাছে,
যত দূরে যাওনা কেন তুমিও খুজবে এই আমাকে,
বারে বারে আমায় তুমি ডাকবে,
কখনো চোখের জলে কখনো মুখভরা হাসি নিয়ে।
বারে বারে ভাসব তোমায় ভাল,
যতয় তুমি অভহেলা কর,
বারে বারে নেব তোমায় বুকে টেনে,
যতয় তুমি দুরে যাওনা কেন।
বারে বারে তোমার হাতটি ধরতে চাইব আমি,
যতয় তুমি পাগলা বল,
বারে বারে তুমি অবাক হয়ে বলবে,
এই পাগলা কেন এত ভালবাস তুমি আমাকে!
©somewhere in net ltd.