![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোর মত হতে চাই আমি তুই কি আমায় একটু সঙ্গে নিবি?
তোর মত হতে চাই আমি তুই কি আমায় তোর পাশে অল্প কিছুক্ষন রাখবি?
তোর মত হতে চাই আমি তুই কি আমায় একটু বলতে শেখাবি?
তোর মত হতে চাই আমি তুই কি আমায় একটু ঘুরতে নিয়ে যাবি?
তোর মত হতে চাই আমি তুই কি আমায় একটু চোখের তাঁরায় স্বপ্ন দেখাবি?
তোর মত হতে চাই আমি তুই কি আমায় সারাজীবন ভালবাসবি?
তোর মত হতে চাই আমি তুই কি আমায় দূর আর পারিনা আমি কিচ্ছু পারিনা
২| ২৪ শে জুন, ২০১৬ বিকাল ৫:০১
*পড়ুয়া* বলেছেন: ভালই।
২৫ শে জুন, ২০১৬ সকাল ১০:০৯
রক্তিম বিজয় বলেছেন: থ্যাংকস
৩| ২৪ শে জুন, ২০১৬ বিকাল ৫:০২
বিজন রয় বলেছেন: হা হা হা হা
কত স্বপ্ন, কত আকাঙ্খা। +++++
২৫ শে জুন, ২০১৬ সকাল ১০:০৯
রক্তিম বিজয় বলেছেন: হ্যাঁ ভাইয়া
৪| ২৪ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩২
তারেক ভূঁঞা বলেছেন: তোর মত হতে চাই আমি তুই কি আমায় তোর মত করে লিখতে শিখাবি ?
২৫ শে জুন, ২০১৬ সকাল ১০:১০
রক্তিম বিজয় বলেছেন: পারবো বাট আমিতো তেমন লিখতে জানিনা
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০১৬ বিকাল ৪:৫৯
আর. এন. রাজু বলেছেন: .??