নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে আমি একজন অতি সাধারন ও নরম মনের এমনকি একজন স্বার্থপর মানুষ, নিজের পরিচয় দেওয়ার মত তেমন কিছু নেই তবুও যেটুকু না বললেই নয় তাই বলি শুনুনআমার প্রকৃত নাম বিজয়, নিকট লোকেরাও ডাকে বিজয় নামে এই নামেই স্বাছন্দ্য বোধ করি।

রক্তিম বিজয়

আমি সেই কাব্য

রক্তিম বিজয় › বিস্তারিত পোস্টঃ

ভাবনা X( :-< :#) :`> :``>> =p~ :-* :-0 B:-) :> :-&

০২ রা জুলাই, ২০১৬ সকাল ১১:১৮

এত কাছে আছি তবুও যেন মাঝখানে অদৃশ্য দেয়ালের মত আটকে ধরে আছে কেউ একজন আমাকে।কোনদিকেই সে আমাকে যেতে দিচ্ছেনা না পারছি একুলে পা রাখতে না পারছি ওকুলে পা রাখতে মাঝপথে এসে পথ হারিয়ে ফেলার মত।এমন অবস্তায় এসে প্রত্যেকটা মানুষের মরণ এই কাম্য হয়ে যাই ভাবতে থাকে মরে গেলেই বোধহয় সব ঠিক হয়ে যাবে আমিও তার কোনটার ব্যাতিক্রম নয় কিংবা প্রতিদন্ধি নয়।কাউকে কিছু না জানিয়ে অজান্তেই চলে যাব অনেক দুরে।ভাল থাকুক সবাই কারো প্রতি কোন অভিযোগ নেই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৬ সকাল ১১:২৮

সুমন কর বলেছেন: ভালো...

২| ০২ রা জুলাই, ২০১৬ সকাল ১১:৩২

ঘটক কাজী সাহেব বলেছেন: ভাউ, আননে যদি অদৃশ্য দেয়াল খানা ভাঙবার না ফারেন, তো আর থন একখান হাতুড়ি লইয়া যাইয়েন। :-B ঘটকদের কাছে ছাতি আতুর সবই থাকে। চাইলে ড্রিল মেশিন ও দিবার ফারুম। কয় কি দেয়াল ভাইংবার ফারেনা। আননের দেয়ালের কি জান আছে, মানি পরাণ আছেনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.