![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমায় নিয়ে নিস্তব্ধ নগরীর বুকে কোন এক পড়ন্ত বিকেলে জনমানবহীন পৃথীবিতে দুজন-দুজনার হাতে হাত রেখে হাটতে থাকব। আমার কোন বাইক কিংবা মোটর সাইকেল নেই তবে হ্যাঁ একটা সাইকেল আছে । আর সাইকেল এর পেছনে ছোট্ট একটু বসার জায়গা আছে তুমি চাইলে আমি সাইকেল চালাব আর তুমি পেছনের সিটে বসবে। দুজন-দুজনাতে অজানায় হারাব ।
০৪ ঠা জুলাই, ২০১৬ দুপুর ১২:২৬
রক্তিম বিজয় বলেছেন: হা হা হা না আপু ভাঙ্গবেনা
২| ০৪ ঠা জুলাই, ২০১৬ দুপুর ১২:২৭
ব্লগ সার্চম্যান বলেছেন: দুজন-দুজনাতে অজানায় হারাব ।
আমারও মাঝে মাঝে হারাতে ইচ্ছে করে কিন্তু হারাতে পারি না ।
০৪ ঠা জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৮
রক্তিম বিজয় বলেছেন: হারিয়ে যান ইচ্ছে থাকলে উপায় হয়।
৩| ০৪ ঠা জুলাই, ২০১৬ দুপুর ১২:২৭
শায়মা বলেছেন: দুজন-দুজনাতে অজানায় হারাব ।
দেখো আজকাল হারায় যাওয়া খুব একটা সুবিধার ব্যাপার না!
০৪ ঠা জুলাই, ২০১৬ দুপুর ১২:৫২
রক্তিম বিজয় বলেছেন: ভাল কথা
৪| ০৪ ঠা জুলাই, ২০১৬ দুপুর ১:০১
সুমন কর বলেছেন: হুম !
০৪ ঠা জুলাই, ২০১৬ দুপুর ১:২৩
রক্তিম বিজয় বলেছেন: হুম
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুলাই, ২০১৬ দুপুর ১২:২১
শায়মা বলেছেন: দেখো এক্সিডেন্ট করো না আবার!


শেষে হাত পা ভাঙ্গবে!