নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে আমি একজন অতি সাধারন ও নরম মনের এমনকি একজন স্বার্থপর মানুষ, নিজের পরিচয় দেওয়ার মত তেমন কিছু নেই তবুও যেটুকু না বললেই নয় তাই বলি শুনুনআমার প্রকৃত নাম বিজয়, নিকট লোকেরাও ডাকে বিজয় নামে এই নামেই স্বাছন্দ্য বোধ করি।

রক্তিম বিজয়

আমি সেই কাব্য

রক্তিম বিজয় › বিস্তারিত পোস্টঃ

এ কি কান্ড !!!! পড়লে অবাক হয়ে যাবেন। কপালে এটাও দেখার বাকি ছিল?

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৪

⊙ কান্ড দেখার জন্য এতো ব্যস্ত কেন?

⊙ অনলাইনে কি কেবল কান্ড দেখতে আসেন?

⊙ আপনার কি অবাক হওয়ার খুব শখ?

>>» কান্ড দেখতে হলে দু চোখ মেলে গাছের কান্ড (ডাল ) দেখুন। কাজে দিবে। অনলাইনে বসে বসে অকান্ড-কুকান্ড খুজে লাভ কি !

>>» অনলাইনে যারা কান্ড দেখতে আসেন তাদের জন্য একটা সু খবর আছে। বলছি একটু পরে। ধৈর্য ধরুন...

>>» আর আপনার যদি অবাক হওয়ার খুব শখ তাতে কান্ড খোজার কি আছে? দু মিনিট মুখ হা করে অবাক হয়ে বসে থাকুন। তাতে শরীর আর মন দুই ভাল থাকবে। অার না হোক দু মিনিট মুক্ত বাতাস তো পেট ভরে খেতে পারবেন।


এবার সু-খবরটি বলি।

এই পোষ্টটি আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করতে পারেন যে কি'না অনলাইনে শুধু "এ কি কান্ড" টাইপ উদ্ভট খবরের লিঙ্ক খুজে বেড়ায়।

এই পোষ্ট পড়ার পরে আপনার বন্ধুর মেজাজের কি হাল হবে বুঝতেই পারছেন । কাল আপনাকে কলেজ , ভার্সিটি বা পাড়ার বাজারে যেখানে পাবে আপনার 'একি কান্ড' বন্ধুটি , সে কিন্তু নতুন এক কান্ডের সূচনা করবে আপনাকে নিয়ে । ফলে আপনার জন্য অপেক্ষা করছে নতুন এক "কান্ডের" নায়ক বা নায়িকা হবার মোক্ষম সুযোগ । হয়ে যেতে পারেন খবরের শিরনামও !!!!

তাই আর দেরি না করে শেয়ার করুন, উদ্ভট সব রংচটা খবরের লিংক পরিহার করুন। ভাল থাকুন , ভাল রাখুন....

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৯

সুমন কর বলেছেন: মজা পেলাম। +।
পরিশেষে একটা মেসেজও আছে।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৩

রক্তিম বিজয় বলেছেন: মজা পেলেন বুঝলাম বাট মেসেজটা কি বলে পেলুন

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

সুমন কর বলেছেন: উদ্ভট সব রংচটা খবরের লিংক পরিহার করুন

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২১

রক্তিম বিজয় বলেছেন: ও

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২০

মো:সাব্বির হোসাইন বলেছেন: বাহ! দারুণ তো

++++++++++্

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

রক্তিম বিজয় বলেছেন: থ্যাঙ্কু ভাইয়া

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

ধ্রুবক আলো বলেছেন: লেখা ভালো হইছে

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৭

রক্তিম বিজয় বলেছেন: থ্যাঙ্কু ভাইয়ু

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০৭

হাসান ইমরান বলেছেন: অকান্ড কুকান্ড নিয়ে এমন পাষণ্ডের মতো বলাতে প্রকাণ্ড ব্যথা পেলাম।
সাথে মজা ও পেলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.